ঐতিহ্যবাহী মাটির তৈরি চাঁড়ি। যা বিলুপ্তির শেষ দিগন্তে

in Steem For Traditionlast year
আসসালামু আলাইকুম

প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন?আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুল্লিলাহ্ আমিও আল্লাহ তায়ালার নিয়ামতে ভালোই আছি। স্টিম ফর ট্রাডিশন আজ আমি সবার মাঝে মৃৎশিল্পী চাঁড়ি নিয়ে একাটি পোস্ট শেয়ার করবো। আশা করি সকলের ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক,

কভার ফটো

PhotoCollage_1684213333415.jpg
চাঁড়ি
IMG_20230515_105404.jpg

আমাদের দেশের গ্রাম অঞ্চলে সব জায়গাতেই এই চাঁড়ির দেখা পাওয়া যায়। চাঁড়ি দিয়ে আমাদের গ্রামের লোকেরা মহিষ,গরু,ছাগলদের পানি খাওয়ায়।পানির সাথে গুড়া,ছানি চোপড়,ইত্যাদি খাওয়ানোর জন্য ব্যবহার করতো। বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন ধরনের নাম ধরে ডাকে। আমাদের গ্রাম অঞ্চলের মানুষ মাটির তৈরি চাঁড়ি নামে ডাকে। আবার অন্য অন্য গ্রাম অঞ্চল পৌনা নামে ডাকে। আর কিছু কিছু মানুষ হাঁড়ি নামে ও ডেকে থাকে।

IMG_20230515_105001.jpg

এই মাটির তৈরি চাঁড়ি কুমারেরা তাদের হাত সৌন্দর্য ও মাধুর্যতা দিয়ে তৈরি করে। এই মাটির তৈরি চাঁড়ি হচ্ছে মৃৎশিল্পের একটি অংশ। মৃৎশিল্প বলতে আমরা বুঝি মাটির তৈরি জিনিসপত্র। তারা নিপুণ কারুকার্য দিয়ে চাঁড়ি গুলা তৈরি করে থাকেন।তারা তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিত্য নতুন মাটির পন্য তৈরি করে থাকেন। তারা অনেক কষ্ট ও পরিশ্রম করে এই মৃৎশিল্প আমাদের মাঝে তুলে ধরেছেন।

চাঁড়ির ব্যবহার
IMG_20230515_104918.jpgIMG_20230515_104911.jpg

মূলত এই চাঁড়ি গুলা গরু ছাগল এর খাবার খাওয়ানের কাজে ব্যবহার হয়। আরেকটি কাজে ব্যবহার হয়, সেটি হচ্ছে আখের গুড় রাখার কাজে। কেউ আবার আখের গুড় রাখা চাঁড়ি গুড় শেষ হলে বিক্রি করে দেয়। আর এই চাঁড়ি গুলা অন্য মানুষ কম টাকাতে ক্রায় করে নেয়। চাঁড়িতে গরু,ছাগলকে খাওয়ানোর অনেক সুবিধা হয়। চাঁড়ি গুলা গ্রাম অঞ্চলের হাট বাজারে পাওয়া যায়। মাটির তৈরি চাঁড়ি গুলা অনেক ভারি ও মজবুত হয়।

IMG_20230515_104941.jpgIMG_20230515_104855.jpg
IMG_20230515_105411.jpgIMG_20230515_105409.jpg
IMG_20230515_105404.jpgIMG_20230515_105034.jpg

বর্তমানে এই চাঁড়ি খুব কম ব্যবহার হয়। আগে এই চাঁড়ি গুলার ব্যবহার অনেক বেশি ছিল। আধুনিকতার ছোঁয়ায় এখন প্লাস্টিকের কিছু কম দামি বাল্টি বের হয়েছে। মানুষরা এগুলা ক্রয় করে। তাই কুমারেরা এই চাঁড়ি তৈরি হার কমিয়ে দিয়েছে। ঐতিহ্যবাহী মৃৎশিল্প বর্তমানে বিলুপ্তির পথে। এর মূল কারণ হচ্ছে প্লাস্টিকের তৈরি জিনিসপত্র। তাই আমাদের সবার উচিৎ এই ঐতিহ্যবাহী মৃৎশিল্পের তৈরি জিনিসপত্র টিকিয়ে রাখা।এই ছিল আজকের ঐতিহ্যবাহী মাটির তৈরি চাঁড়ি নিয়ে কিছু আলোচনা। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসitel
ফটোগ্রাফার@as-arfat435
লোকেশনপার্বতীপুর

আল্লাহ হাফেজ

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আমার পরিচয়

1671532513874.jpg

আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ ইয়াসিন আরাফাত । আমার স্টিমিট ইউজার নেম @as-arafat435। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসায় ইন্টার ফাস্ট ইয়ারে পড়াশোনা করি।পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ভ্রমণ করতে অনেক ভালবাসি।আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালবাসি।সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।এই কামনা করছি। আল্লাহ হাফেজ।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Sort:  
 last year 

আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। আমি আমাদের এলাকায় এই চাঁড়িদেখেছি সিমেন্ট দিয়ে তৈরি করা। মাটি দিয়েও যে এটি প্রস্তুত করা যায় সেটি আমি জানতাম না। এগুলোকেই বলা হয় বাংলাদেশের ঐতিহ্য। অনেক ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

এই মাটির চাড়াগুলোতে আগে গরুদের খাওয়ানো হত।এখন একটু কম দেখা যায় কারণ প্রায় বাড়িতেই এখন গোয়ালঘর পাকা।সিমেন্ট দিয়ে চাড়া বানানো হচ্ছে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

এই চাঁড়ি গুলা আগে প্রায় গ্রাম অঞ্চলের প্রত্যেকটি বাড়িতে ব্যবহার করা হতো। এখন কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রাম অঞ্চল থেকে এইসব চাঁড়িগুলা। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ঐতিহ্যবাহী মাটির তৈরি চাঁড়ি নিয়ে দারুণ লেখছেন, মাটির তৈরি চাঁড়ি এখন খুব কম দেখা যায়, আগে মাটির তৈরি চাঁড়ির ব্যবহার অনেক ছিল, এখনো কেউ কেউ ব্যবহার করে,আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

Loading...
 last year 

এই মাটির চাড়ি গুলো আগে প্রত্যেকটি বাড়িতেই ছিল।এগুলোতে করে গরুকে পানি খাওয়ানো হতো। এখন প্রায় সব বাড়িতেই গোয়ালঘর পাকা। যার কারনে মাটির চাড়ি বিলুপ্তপ্রায়। ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

এখনো চাড়ি দেখা যায় তবে আগের তুলনায় অনেক কম। কুমারা এখন আগের মতন তেমন তৈরি করে না।এক সময় হয়তো এগুলা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।ভালো লিখেছেন ভাই।ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

 last year 

ধন্যবাদ ভাই

 last year (edited)

মাটির তৈরি চাঁড়ি নিয়ে চমৎকার একটি পোস্ট করেছেন। এই মাটির তৈরি চাঁড়িতে করে গাভীকে খাবার দেওয়ার কাজে ব্যবহার করা হয়। এই চাঁড়ির প্রচলন গ্রামে বেশি।

@md-sajalislam.

20230511_105644__01.jpg

 last year 

একসময় এই চাড়াগুলো গ্রামের প্রতিটি বাড়িতেই ছিল।এগুলোতে করে গরুকে খাওয়ানো হতো।আমাদের বাসায় ও এইরকম একটি চাড়া ছিল কিন্তু এখন নেই।ধন্যবাদ ভাইয়া চাড়া নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ঐতিহ্যবাহী মাটির তৈরির চাঁড়ি নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই। গবাদি পশুর খাবারের জন্য এসব চাঁড়ি ব্যবহার করা হতো। এখন খুব একটা দেখা যায় না। সুন্দর লিখছেন ভাই ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66494.63
ETH 3508.10
USDT 1.00
SBD 2.66