ঐতিহ্যবাহী গ্রাম অঞ্চলের জেলেদের মাছ ধরে জীবিকা নির্বাহ

in Steem For Traditionlast year
আসসালামু আলাইকুম

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। প্রিয় স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির সদস্যরা কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আমি গ্রাম অঞ্চলের জেলেদের নিয়ে আলোচনা করব। আশা করি সবাইকে ভালো লাগবে,

কভার ফটো
IMG_20230329_144453.jpg
ঐতিহ্যবাহী জেলেরা
IMG_20230329_143420.jpgIMG_20230329_143325.jpg

গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী জেলেরা। জেলেদের সাথে আমরা সবাই পরিচিত। সেই ছোট কাল থেকেই আমরা জেলে চিনি। জেলে বলতে আমরা বুঝি,যারা গ্রামে গ্রামে জাল দিয়ে মাছ ধরে বেড়ায় তাদেরকে আমরা জেলে বলি। জেলেদের কাজ হচ্ছে মাছ ধরা। আর এই মাছ ধরার কৌশল প্রাচীনকাল থেকে চলে আসতেছে।আমি এই জেলেদের প্রায় ১১,১২ বছর থেকে দেখে আসতেছি।

IMG_20230329_143742.jpg
কারণ আমাদেরকে বাসার সামনে দুইটা বড় বড় পুকুর আছে। সেখানে জেলেরা প্রায় মাছ ধরার জন্য আসে। জেলেরা খুব কষ্ট করে মাছ ধরে। কনকনে শীতের ভোরে তারা মাছ ধরার জন্য পুকুরের ঠান্ডা পানিতে নামে।মাছ ধরার নেশায় তারা ঠান্ডা পানিকেও পরোয়া করে না। কারণ তাদেরকে মাছ ধরার কারণে জেলে বলা হয়েছে। একদিনে জেলে হওয়া যায় না। জেলে হতে হলেও অনেক ত্যাগ,কষ্ট,সাধনা করতে হয়। এর পরে জেলে হতে হয়।
IMG_20230329_143626.jpg

পুকুরে মাছ ধরার জন্য প্রায় পাঁচ থেকে ছয় জন লোক আসে। তারা পুকুরের এক প্রান্ত থেকে ওপর প্রান্তে জাল টেনে নিয়ে যায়। খুব ধীরে ধীরে জাল টানতে হয়।আর জাল গুলাও হচ্ছে অনেক লম্বা। জেলেরা খুব তারাতাড়ি মাছ ধরতে পারে। মাছ ধরে ধরে তাদের অভ্যাস হয়ে গেছে। জাল টানার সময় অনেক মাছ লাফ দিয়ে পার হয়ে যায়।ওপর প্রান্তে টেনে আনার পরে জালের মুখ টা সুন্দর করে ঢেকে দেয়।যদি মাছ বাহিরে হতে না পারে।

IMG_20230329_144442.jpgIMG_20230329_144423.jpg
IMG_20230319_143905.jpg

এখন তারা মাছ গুলা তারা তাদের পাত্রে মধ্যে নিয়ে নিবে। তারা বিভিন্ন ধরনের বড় বড় মাছ নিবে। যেমন বাটা, তেলাপিয়া কাতল,রুই মিরকা,ছিলভরকাপ,আরো যেসব মাছ পুকুরে ছেড়ে দেওয়া থাকে।আর ছোট মাছ গুলা ছেড়ে দিবে। মাছ গুলা মেপে নিবে। তারপরে বাজারে বিক্রি করবে।আর বাজার থেকেই জনগনরা ক্রয় করে।আমাদের দেশে নদী এবং বড় বড় পুকুর থাকার কারণে জেলে তৈরি হয়েছে। জেলেরা মাছ ধরা না শিখলে আমাদের সাধারণ জনগণ মাছ খেতেই পারতো না।

IMG_20230329_144442.jpg

জেলেরা গ্রামে গ্রামে মাছ ধরে বেড়ায়। তাদের পেশা মাছ ধরা। এই মাছ ধরে তারা তাদের সংসার পরিচালিত করে। জেলেরা মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এটা তাদের বাব,দাদাদের ঐতিহ্য। এই ঐতিহ্য এখন তাদের হাতে। তারা তাদের ঐতিহ্য টিকিয়ে রেখেছে। এই ছিল আজকের ঐতিহ্যবাহী জেলেদের নিয়ে আলোচনা।সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসitel
ফটোগ্রাফার@ as-arafat435
লোকেশনপার্বতীপুর

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আমার পরিচয়

1671532513874.jpg

আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ ইয়াসিন আরাফাত । আমার স্টিমিট ইউজার নেম @as-arafat435। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসায় ইন্টার ফাস্ট ইয়ারে পড়াশোনা করি।পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ভ্রমণ করতে অনেক ভালোবাসি।আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি।সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।এই কামনা করছি। আল্লাহ হাফেজ।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Sort:  
 last year 

জেলে নিয়ে খুব সুন্দর লেখছেন ভাইয়া,আগে গ্রাম অঞ্চলে অনেক জেলে দেখা যেতো, তারা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে, আগে গ্রামে গ্রামে ঘুরে বেড়াই তো জেলেরা,তারা খুব সুন্দর ভাবে মাছ ধরতে পারে,পুকুরের চার পাশ দিয়ে তারা ঘিড়ে ধরে সব মাছ গুলো একত্রিত করে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্ট করার জন্য

 last year 

ধন্যবাদ আপু

 last year 

বাংলাদেশের ছেলেরা সাধারণত বাগধারা ছাড়া অন্য কাজের সাথে নিয়োজিত থাকে না। একমাত্র মাছ ধরেই তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তাদের জীবনে অনেক সমবেতর। আপনি অনেক সুন্দর উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ

 last year 

জেলেদের মাছ ধরার ছবি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।জেলেরা মাছ ধরার জন্য অনেক কষ্ট করে। সেই মাছ ধরে তা বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে।সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করেছেন।সুন্দর একটি পোস্ট আমাদের কাছে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ

Loading...
 last year 

যারা গ্রামে গ্রামে ঘুরে মাছ ধরে বা এক কথায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারাই হলো জেলে।আমাদের দেশে বিভিন্ন প্রকার পেশার মানুষ রয়েছে তার মধ্যে জেলে হলো অন্যতম। তারা গ্রামে গ্রামে ঘুরে মানুষের পুকুরে মাছ মেরে দেয় ও এর বিনিময়ে তারা কিছু মাছ বা টাকা যাইহোক নেয়।জেলে সম্পর্কে খুব সুন্দর লিখেছেন আপনি ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

জেলে নিয়ে খুব সুন্দর লেখছেন আপনি, জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে,তারা অনেক কষ্ট করে করে তাদের জীবিকা নির্বাহ করে, আগে দেখা যেতো জেলেরা গ্রামে গ্রামে ঘুরে বেড়াই তো আগে জেলেদের অনেক প্রচলন ছিল, তবে এই পেশা দিয়ে কারো কারো সংসার চলে না,এখন জেলেরা গ্রামের এক পুকুরে মাছ ধরে তারা বাজারে গিয়ে মাছ গুলো বিক্রি করে। আপনি অনেক সুন্দর একটা পোস্ট করেছেন ভাই, আপনার ছবি গুলো অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

বাহ্ চমৎকার লিখেছেন ভাই।জেলেরা অনেক কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা মাছ ধরতে চলে যায়, সেই মাছ বিক্রি করে তাদের সংসার চালায়। ঐতিহ্যবাহী জেলেদের সম্পর্কে আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন ভাই, তাদের জীবন সংগ্রাম ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করা জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

জেলেরা অনেক কষ্ট ও পরিশ্রম করে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তারা কন কনে শীতের সময় ও মাছ ধরে। জেলেরা আছে বলেই আমরা মাছ কিনে খেতে পারছি। সুন্দর একটি পোস্ট।

 last year 

যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে সাধারণত তাদেরকেই জেলে বলা হয়।মাছ ধরাই এদের প্রধান কাজ।প্রাচীন কাল থেকেই জেলে সম্প্রদায় মাছ ধরার কাজে নিয়োজিত আছে।জেলেরা ঠান্ডা ও গরম সবকিছুই উপেক্ষা করে তারা মাছ ধরে থাকে। আপনি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে জেলেদের মাছ ধরে জীবিকা নির্বাহ পোস্টটি তুলে ধরেছেন। আপনার তোলা ছবি গুলোও অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

মন্তব্য করার জন্য শুকরিয়া

 last year 

জেলের মাছ মারার দৃশ্য নিয়ে আপনি একটি অসাধারণ ফটোগ্রাফি করেছেন। গ্রাম অঞ্চলে সাধারণত অনেক প্রকার হাওয়া ও বিল পাওয়া যায়।এছাড়াও পুকুরে এই জেলেরা মাছ ধরে থাকে এছাড়াও সমুদ্র সৈকতেও এই জেলেরা মাছ ধরে থাকে।তারা জালে মাছ ধরে সেগুলো বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে এই গুলোই হচ্ছে তাদের ইনকামের প্রধান উৎস। এই উৎস থেকে উপার্জিত অর্থ দিয়ে তারা তাদের পরিবারের সকল চাহিদা মিটিয়ে থাকে। এ কাজ করতে ভীষণ পরিশ্রমের প্রয়োজন হয়। এবং তাদের ভীষণ কষ্ট হয়ে থাকে। জেলেরা যে মাছ মেরে বাজার জাত করে বিক্রি করে সে মাছ গুলোই আমরা কিনে খেয়ে আমাদের চাহিদা মিটিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59538.61
ETH 2658.79
USDT 1.00
SBD 2.45