দিন দিন হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রাম অঞ্চলের মাটির বাড়ি।

in Steem For Traditionlast year (edited)
প্রিয় বন্ধুরা

Steem__For___tradition এর সকল ভাই, বোন, বন্ধু ও সদস্যবৃন্দগণ সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্য সম্প্রদায়ের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন । আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসায় আমিও ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির বাড়ি নিয়ে একটা পোস্ট শেয়ার করব।ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা শুরু করা যাক,

কভার ফটো

PhotoCollage_1684710497133.jpg

ঐতিহ্যবাহী মাটির বাড়ি
IMG_20230323_113911.jpg

গ্রাম বাংলা ঐতিহ্য হচ্ছে মাটির বাড়ি। আগে ধনী গরীব উভয়ের ঐতিহ্যবাহী মাটির বাড়িতে বসবাস করত। মাটির বাড়ি এখনো গ্রামে দেখা পাওয়া যায়। আমাদের এলাকায় তো কয়েকজনের দোতলা মাটির বাড়ি আছে। মাটির বাড়িতে থাকতেই গ্রাম অঞ্চলের মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করত।

IMG_20230316_142043.jpg

বাংলাদেশে প্রাচীন কাল থেকেই মাটির বাড়িতে থাকার ব্যবস্তা ছিল।মাটির বাড়িতে থাকার মজাটাই অন্য রকম ছিল।শীতের সময় মাটির বাড়িতে থাকতে অনেক আরামদায়ক। মাটির ঘরে শুধু দরজা ও জানালা ছাড়া অন্য কোনো ফাঁকা থাকে না। এর কারণে কোনো বাতাস ঢুকে না।

IMG_20230316_141738.jpg

মাটির বাড়ির চারদিকের দেয়াল গুলা অনেক মজবুত হয়। আমার নানার বাসায় এখনো দুইটা মাটির ঘর আছে। দুই বছর আগে আমিও ওই মাটির ঘরে থাকতাম।মামারা ইটের ঘর দেয়াতে ইটের ঘরে থাকি। আমার নানি এখনো মাটির বাড়িতে থাকে। আমার নানিকে নাকি মাটির ঘর ছাড়া অন্য কোনো ঘরে থাকতে ভালোই লাগে না।

bfb3ec6e1ff8c32beaab9277267e7b6f.0.jpg3887d5ae35b20009b0c739444d3d935b.0.jpg
IMG_20230316_141746.jpgIMG_20230316_141942.jpg
IMG_20230323_113919.jpgIMG_20230323_113916.jpg

মাটির বাড়ির দেয়ালে নানান রকমের কারুকাজ করা থাকে। বিশেষ করে আদিবাসীদের মাটির বাড়িতে পোড়া মাটির রং দিয়ে কারুকার্য দেখা পাওয়া যায়। বর্তমানে মাটির বাড়ি খুব কমই দেখা পাওয়া যায়। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় মানুষ অনেক উন্নত হয়ে গেছে। তাই মানুষেরা ইট দিয়ে বাড়ি তৈরি করতেছে। ইটের তৈরি বাড়িতে অনেক সুযোগ সুবিধা থাকায় মানুষ এখন মাটির বাড়ি তৈরিতে আগ্রহী নয়। সময় ও কালের পরিবর্তনের কারণে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির তৈরি বাড়ি।তাই আমাদের সকলের উচিৎ মাটির তৈরি বাড়ি টিকিয়ে রাখা। তা হয় আমাদের আগামী প্রজন্ম এই মাটির তৈরি বাড়ি সম্পর্কে জানতেই পারবে না। হয় তো স্মৃতি হয়ে থাকবে বই অথবা উপন্যাসের পাতায়। এই ছিল আজকের ঐতিহ্যবাহী মাটির তৈরি বাড়ি নিয়ে আলোচনা। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ

ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসitel
ফটোগ্রাফার@as-arfat435
লোকেশনপার্বতীপুর

আল্লাহ হাফেজ

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আমার পরিচয়

1671532513874.jpg

আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ ইয়াসিন আরাফাত । আমার স্টিমিট ইউজার নেম @as-arafat435। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসায় ইন্টার ফাস্ট ইয়ারে পড়াশোনা করি।পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ভ্রমণ করতে অনেক ভালবাসি।আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালবাসি।সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।এই কামনা করছি। আল্লাহ হাফেজ।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Sort:  
 last year 

ওয়াও ওয়াও ওয়াও অসাধারণ। মাটির দেয়ালে অঙ্কন করা কিছু পেন্টিং। আজ থেকে প্রায় ১৫ বছর আগে গ্রাম অঞ্চলের প্রত্যেকটি ঘরবাড়িতে এরকমের ডিজাইন করা হতো। ধন্যবাদ ভাই হারিয়ে যাওয়া মাটির বাড়ি নিয়ে সুন্দর আলোচনা করার জন্য।

 last year 

আগেকার দিনে গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে মাটির বাড়ি দেখা গেলেও বর্তমানে সময় মাটির বাড়ি প্রায় বিলুপ্ত। কিছু কিছু জায়গায় মাটির বাড়ি দেখতে পাওয়া যায় যেমন আদিবাসীদের বাড়িগুলো বেশিরভাগেই মাটির হয়ে থাকে। আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন অনেক সুন্দর উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

মাটি তৈরি বাড়ি নিয়ে চমৎকার একটি পোস্ট করেছেন। আগেরকার যুগে মাটির তৈরি বাড়ির ব্যবহার বেশি ছিল। মাটির তৈরি বাড়িতে গরম তেমন হয় না। ঘর সবসময় শীতল থাকে। তবে এই মাটির তৈরি বাড়ি দিন দিন হারিয়ে যাচ্ছে। এখন আর আগের মতো তেমন মাটির তৈরি বাড়ি বেশি দেখা যায় না। ইটের তৈরি বাড়ি এখন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

@md-sajalislam.

20230511_105644__01.jpg

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

মাটির বাড়ি নিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। দিনে দিনে মাটির বাড়িগুলো হারিয়ে যাচ্ছে কারণ এখন আর কেউ মাটির বাড়ি তৈরি করে না। আমাদের এলাকায় মাটির বাড়ি কোথাও খুঁজে পাওয়া যায় না।তবে উত্তরাঞ্চলে বেশ কিছু জায়গায় এখনো মাটির বাড়ি রয়েছে। ভালো লিখেছেন শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

মাটির বাড়ির মতো কোথাও শান্তি মিলে না।প্রাচীনকালে মানুষ মাটির তৈরি বাড়িঘরে থাকতে স্বাচ্ছন্দবোধ করে। এখনো কিছু কিছু অঞ্চলে মাটির বাড়িঘর দেখা যায়। মাটির বাড়িঘর নিয়ে বেশ সুন্দর পোস্ট শেয়ার করেছেন।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

মাটির বাড়ি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই মাটির তৈরি বাড়ি আমাদের গ্রামঅঞ্চলের ঐতিহ্য। মাটির তৈরি বাড়ি গুলো তেমন একটা দেখা যায় না। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী মাটির তৈরি বাড়ি নিয়ে সুন্দর লেখছেন ভাই। গ্রাম অঞ্চলে আগে এইরকম অনেক মাটির তৈরি বাড়ি ছিল, তবে এখন মাটির তৈরি বাড়ি খুব কম দেখা যায়। আপনি দারুণ ফটোগ্রাফি করছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Feedback / Observation
Regards
@toufiq777 (Moderator)
Steem For Tradition

 last year 

ধন্যবাদ

 last year 

ইটের জন্য হারিয়ে যাচ্ছে মাটির তৈরি বাড়িঘর। আগের যুগের মানুষেরা মাটির তৈরি বাড়ি তৈরি করে সেখানে থাকার উপযোগী করে তুলেছেন। মাটির তৈরি বাড়িঘর গুলো খুব ঠান্ডা হয়। আমাদের ও আগে মাটির তৈরি বাড়ি ছিল।

 last year 

বর্তমানে মাটির তৈরি ঘর বাড়ি দেখা যায় না বললেই চলে। কিছুকাল পূর্বেও মাটি দিয়ে দোতলা ঘর বাড়ি বানানো হতো। তবে বর্তমানে মাটির তৈরি ঘরবাড়ির তুলনায় ইটের দালান বানাতে মানুষ বেশি আগ্রহী তাই আমাদের দেশের এই পুরাতন ঐতিহ্যটি ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে । ধন্যবাদ আপনাকে এই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66703.61
ETH 3518.80
USDT 1.00
SBD 2.68