প্রাচীন কালে চলাচল করার একমাত্র মাধ্যম ছিল ঘোড়ার গাড়ি। যা বিলুপ্তি হয়ে গেছে

in Steem For Traditionlast year (edited)
স্টিম ফর ট্রাডিশন

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা,আপনারা সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ তায়ালার নিয়ামতে ভালোই আছি। স্টিম ফর ট্রাডিশন কমিউনিটিতে নব্বই দশকের ঘোড়ার গাড়ি নিয়ে একটি পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি ।আশা করি সকলের ভালো লাগবে। ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক,

cover photo
PhotoCollage_1685104791071.jpg
ঘোড়ার গাড়ি
IMG_20230526_153446.jpg

প্রাচীন কালের চলাচল এর মাধ্যম ছিল ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়ি প্রাচীন কালে খুব জনপ্রিয় ছিল। প্রাচীন কালে যারা ব্যবসা করত,তারা এই ঘোড়ার গাড়ি বেশি ব্যবহার করত। তারা ঘোড়ার গাড়িতে তাদের মালামাল নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। আমি শুনেছি আগের কালের লোকেরা নাকি বিয়েতে তাদের মেয়ের জামাইকে এই ঘোড়ার গাড়ি উপহার স্বরুপ দিত।

IMG_20230526_155635.jpg

প্রাচীন কালে কেউ যদি দূরে আত্মীয়র বাসায় যেত, তাহলে ঘোড়ার গাড়িতে চড়ে যেত। আগে অনেকে এই ঘোড়ার গাড়ি চালাত। ঘোড়ার গাড়ি চালিয়ে অনেক অর্থ উপার্জন করত। তারা এই অর্থ দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করত। আগের মানুষের অনেক অভাব ছিল। এই অভাবি লোকদের মধ্যে থেকে যারা একটু অর্থবান ছিল,তারা বেশি ঘোড়ার গাড়িতে চড়ত। ঘোড়ার গাড়ি আমাদের ঐতিহ্য।

IMG_20230526_155803.jpg

ঘোড়া একটি প্রাণী। ঘোড়ার অনেক শক্তি। ঘোড়া ঘাস, পানি,ছানি,চোপড় ইত্যাদি খেয়ে জীবিকা নির্বাহ করে। এই ঘোড়ার গাড়ি বহু মালামাল একবারে নিয়ে যেত পারে। ঘোড়ার অনেক কষ্ট হয়। আমি এই সাদা ঘোড়াটিকে লহ্ম করে দেখলাম যে,চোখ দিয়ে পানি ঝাড়তেছে। এই দৃশ্য দেখে আমার খুব কষ্ট হলো। আমরা মানুষ অবলা প্রানির কষ্ট বুঝি কম।

IMG_20230526_160115.jpgIMG_20230526_160108.jpg
IMG_20230526_155900.jpgIMG_20230526_155844.jpg
IMG_20230526_155816.jpgIMG_20230526_155803.jpg
IMG_20230526_155754.jpgIMG_20230526_155745.jpg
IMG_20230526_155635.jpgIMG_20230526_153459.jpg

একদিন দুপুর বেলা রাস্তায় বের হয়েছি। হঠাৎ তখনি এই ঘোড়ার গাড়িটি রাস্তার ধারে দেখতে পেলাম। তখন দেখতেছি যে,ঘোড়ার গাড়ির উপর ধানের আঠিঁ চড়াইতেছে। এই ভাবে ধানের আঠিঁ ঘোড়ার গাড়ির উপর সাজিয়ে নিয়ে যাবে। ঘোড়ার গাড়ি অনেক দেখেছি। কিন্তু কখনো ঘোড়ার গাড়িতে চড়া হয় নি। খুব ইচ্ছে ঘোড়ার গাড়িতে চড়ার। জানি না কবে যে,ঘোড়ার গাড়িতে চড়তে পারবো। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় চলাচলের অনেক যানবাহন বের হয়েছে। এই কারণে ঘোড়ার গাড়ি বিলুপ্ত হয়ে গেছে। এক সময়ে এই ঘোড়ার গাড়ি চলাচল করার একমাত্র অবলম্বন ছিল। কাল ও সময়ের পরিবর্তনে এই ঘোড়ার গাড়ি অচল হয়ে গেছে।বর্তমানে এই ঘোড়ার গাড়ি বিলুপ্ত হয়ে গেছে। যদিও কিছু কিছু লোক এখনো টিকিয়ে রেখেছে এই ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। এই ছিল আজকের ঘোড়ার গাড়ি নিয়ে বিস্তারিত আলোচনা। প্রচন্ড গরমে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।

সবাইকে অসংখ্য ধন্যবাদ

ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসitel
ফটোগ্রাফার@as-arfat435
লোকেশনপার্বতীপুর, যশাই,তের-আনিয়া

আল্লাহ হাফেজ
Sort:  
 last year 

এখনও ঘোড়ার গাড়ি দেখা পাওয়া যায়।আমাদের গ্রামে পরে আরেকটি গ্রামে গেলে ঘোড়ার গাড়ি দেখা পাওয়া যায়। এই ঘোড়ার গাড়িতে করে ধান,চাল, সার প্রভূতি বহন করার কাজে ব্যবহার করা হয়।

@md-sajalislam.

20230511_105644__01.jpg

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

গ্রাম বাংলার এক অন্যতম ঐতিহ্য হলো ঘোড়ার গাড়ি।প্রাচীনকালে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো এই ঘোড়ার গাড়ি।ঘোড়ার গাড়ি নিয়ে বেশ দারুন লিখেছেন।ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

ঘোড়ার গাড়ি বিলুপ্ত হয়ে গেছে অনেক আগে। আগে ঘোড়ার গাড়ি গুলো বেশ দেখা যেত এখন আর তেমন দেখা যায় না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

সাদা ঘোড়া আসলে কখনও দেখছি কিনা মনে নাই৷ আবার ঘোড়া দিয়ে ধানের আটি বহন করাও দেখি নি কখনও। চমৎকার কিছু দৃশ্য এবং তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

জি ভাই আপনি ঠিক বলেছেন, প্রাচীনকাল থেকেই ঘোড়ার গাড়ি আমাদের দেশে প্রচলিত ছিল। ঘোড়ার গাড়ি আমাদের ঐতিহ্য। ঘোড়ার গাড়ি দিয়ে বিভিন্ন রকমের মালামাল বহন করা হতো। আপনি সাজিয়ে গুছি উপস্থাপন করেছেন ভাই। দারুন ফটোগ্রাফি করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

Loading...
 last year 

ঘোড়ার গাড়ি নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন ভাইয়া। সত্যিই আমরা অবলা জিনিসের কষ্ট বুঝিনা। তাদের ওপর প্রয়োজনের থেকেও বেশি ভার চাপিয়ে দেই। এতে ওদের কষ্ট হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

 last year 
Feedback / Observation

অনেক দিন থেকেই ঘোড়ার গাড়ি দেখি না। তবে পুরান দিনে গরু এবং ঘোড়ার গাড়ি ছিলো একমাত্র অবলম্বন। এই গাড়ি দিয়ে মানুষ মালামাল আনা নেওয়ার কজ করত। দারুণ ফটোগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ

IMG-20230413-WA0003.jpg
 last year 

ধন্যবাদ বড় ভাই

 last year 

ঘোড়ার গাড়ি নিয়ে অসাধারণ লেখছেন ভাই। আগের দিনের যুগে ঘোড়ার গাড়ি অনেক প্রচালিত ছিল, আর এখন ঘোড়ার গাড়ি তেমন দেখা যায় না। আপনি দারুণ ফটোগ্রাফি করছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66703.61
ETH 3518.80
USDT 1.00
SBD 2.68