রমজান মাসে কিছু গরিব-দুঃখী পরিবারকে সাহায্য সহযোগিতা করার উদ্দেশ্য

in Steem For Traditionlast year (edited)

  • আসসালামু আলাইকুম

  • আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।

  • সেমাই চিনি প্যাকেটিং করার সময়
  • IMG20230415172351.jpg

    Device:-Realme 8

    আমরা যখন সবাই ঈদ আনন্দে মেতে থাকি, তখন অনেক গরীব দুঃখী পরিবার কিভাবে ঈদ কাটাবে তা নিয়ে চিন্তায় থাকে। তাই আমরা আমাদের হিলফুল ফুজুল ইসলামিক সংগঠন থেকে সবাই সিদ্ধান্ত নেই এলাকার কিছু গরিব দুখী পরিবারকে সাহায্য সহযোগিতা করার জন্য। ঈদ মানে আনন্দ তাই আনন্দ গুলোকে ভাগাভাগি করে নেওয়া সবার দায়িত্ব এবং কর্তব্য। আমরা কিছু গরিব-দুঃখী পরিবারের লিস্ট করি। তারপর কয়েকজন মিলে সেমাই, চিনি, দুধ, কিসমিস, কিনে নিয়ে বাসায় আসি। যেহেতু রমজান মাস তাই কেনাকাটা করতে করতে ইফতারের সময় হয়ে যায়। ইফতারের কিছু সময় থাকায় আমরা সেমাই চিনিগুলো প্যাকেটিং করি। তারপর সবাই মিলে ইফতার করি। ইফতার শেষে আরো কিছু প্যাকেটিং বাকি থাকায় সবাই মিলে প্যাকেট করতে থাকে।

    সেমাই১ কেজি
    চিনিহাফ কেজি
    দুধএক প্যাকেট
    কিসমিস১০০ গ্রাম

    প্যাকেটিং শেষ করে আমরা সবাই মাগরিবের নামাজ পড়তে যায়। নামাজ শেষ করে একটি ভ্যানের ওপর আমরা সব প্যাকেটগুলো নেই। তারপর সবার বাসায় গিয়ে প্যাকেট গুলো পৌঁছায় দেই।

  • তাদের মতামত
  • তারা প্যাকেট গুলো পেয়ে অনেক খুশি হন। তারা আমাদেরকে অনেক দোয়া করেন। এবং তারা বলেন প্রত্যেক বছরেই যেন আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি।

    IMG20230415172329.jpg

    ছবিটি প্যাকেটিং করার সময় তোলা হয়েছে।
    Device:-Realme 8

  • আমার মতামত

  • আমার এই পোস্ট টিতে কোন ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করবেন। আমি বেশ কিছুদিন ধরে steemit প্ল্যাটফর্মে একটিভ ছিলাম না। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আবার আগের মতন কাজ করতে পারি। আর আমার পোস্টটিতে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।

    Sort:  
     last year 

    আমাদের কমিউনিটির কিছু নিয়মাবলিঃ-

    • সপ্তাহে ৩ দিন পোস্ট করতে হবে।
    • প্রতিদিনের সকল পোস্ট এ কমপক্ষে ৪-৫ টি কমেন্ট করতে হবে।
    • আমাদের সাপ্তাহিক হ্যাংগ আউট এ উপস্থিত থাকতে হবে। (বুধবার রাত ৮:৩০ মিনিট)
    • আমাদের ডিস্কোর্ড সার্ভার এ এড হতে হবে এবং নিয়মিত একটিভ থাকতে হবে। ডিস্কোর্ড লিংক
    • আমাদের কমিউনিটি একাউন্ট @sft-devt.acc ৬% বেনিফিসিয়ার দিতে হবে।
    Loading...
     last year 

    রমজান মাসের এই ছোট ছোট উদ্যোগগুলো অনেক মানুষের মুখে হাসি ফোটায়। সেমাইয়ের প্যাকেট গুলো প্যাকিং করা নিয়ে দারুণ একটি প্রতিবেদন দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

     last year 

    ধন্যবাদ ভাইয়া ❤️

     last year 

    রমজান মাসে সেমাই চিনি গরীবদের মাঝে বিতরণের কিছু ছবি নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। রমজান মাসে অনেক ভালো একটা উদ্দেক নিয়েছেন। আপনার জন্য দোয়া করি যেন পরবর্তী রমজানে গরীব লোকজনের পাশে দাড়াতেন পারের। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

     last year 

    শুকরিয়া ভাইজান ❤️

     last year 

    রমজান মাসে ভালো কাজের উদ্যোগ নিয়েছেন।এই প্রতিবছর থাকুক।আমি এই কামনা করছি। এই উদ্যোগ অনেক গরীবের মুখে হাসি ফুটায়।এতো সুন্দর পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই

     last year 

    শুকরিয়া ভাই ❤️

     last year 

    রমজান মাসকে কেন্দ্র করেই গরিব দুঃখী মানুষের পাশে খাবার বিতরণ একটি মহৎ কাজ। পোস্টে অন্তত ৩০০ শব্দের লেখার চেষ্টা চালিয়ে যাবেন।সপ্তাহে অন্তত তিনটা পোস্ট থাকতে হবে এরমধ্যে ঐতিহ্য নিয়ে একটি বাকি দুটো পোস্ট রেসিপি, ফটোগ্রাফি, আর্ট, শেয়ার করবেন।প্রতিদিন তিনটি করে কমেন্ট করবেন।

     last year 

    ধন্যবাদ ভাই বলার জন্য। চেষ্টা করব ভাই আপনাদের কথার মতো পোস্ট করার জন্য।

     last year 

    গরীব - দুঃখী মানুষের পাশে থাকা সত্যিই অনেক ভালো কাজ। আমাদের কমিউনিটির নিয়ম কানুন মেনে চলেন। শুভকামনা রইল আপনার জন্য

     last year 

    ধন্যবাদ ভাই ❤️

     last year 

    আপনি খুবই মহৎ উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করেছেন ভাইয়া।এই কাজগুলো গরীব পরিবারের মানুষের মুখে হাসি ফোটায়।আপনাকে পুনরায় স্টিমিটে কাজ করার জন্য স্বাগতম। ধন্যবাদ আপনার মহৎ কাজের জন্য।

     last year 

    ধন্যবাদ আপু সুন্দর একটি কমেন্ট করার জন্য। ইনশাল্লাহ আবার আগের মতন কাজ শুরু করে দেব।

     last year 

    গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। দোয়া রাখি আপনারা আরো বেশি বেশি করে গরীব দুঃখী ও মেহনতী মানুষের পাশে দাঁড়ান। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনার জন্য শুভকামনা রইলো।

     last year 

    ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন যেন গরীব দুঃখী মানুষের পাশে সব সময় থাকতে পারি।

     last year 

    ভালোবাসা অবিরাম

     last year 

    শুকরিয়া

     last year 

    রমজান মাসে আশেপাশের মানুষকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। আমিও এবার রমজান মাসে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি মানুষকে সাহায্য করতে। আলহামদুলিল্লাহ,
    সুন্দর পোস্ট করছেন। অনেক ধন্যবাদ।

     last year 

    প্রিয় ভাই দোয়া করবেন যেন সব সময় দরিদ্র মানুষের পাশে থাকতে পারি।

    Coin Marketplace

    STEEM 0.19
    TRX 0.12
    JST 0.028
    BTC 63605.39
    ETH 3470.79
    USDT 1.00
    SBD 2.52