জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসোর্স সেন্টার, দিনাজপুর।

in Steem For Traditionlast year
আসসালামু আলাইকুম
স্টিম ব্যবহারকারী সকল ভাই ব্রাদার বন্ধুগণকে জানাই ভালবাসা এবং আন্তরিক মোবারকবাদ । আমার পক্ষ থেকে সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন ? আমি জানি এই গরমে আল্লাহ-তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসোর্স সেন্টার নিয়ে কিছু কথা বলবো।আশা করি সকলের ভালো লাগবে। নিচে তাহলে শুরু করা যাক।
কভার ফটো

1688626590911.jpg

উপরের যে ছবি গুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসোর্স সেন্টারের ছবি।এই হাসপাতালটি দিনাজপুর জেলায় অবস্থিত। দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ৬ নং মোমিনপুর ইউনিয়নের যশাই হাটের তের-আনিয়া গ্রামে আমার বাসা। এই হাসপাতালটি আমার বাসা থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে অবস্থিত। গত ১২-০৬-২০২৩ ইং রোজ সোমবার আমার নানী সকাল বেলা থেকে অসুস্থ । আমার নানী অসুস্থ হওয়ায় আমরা আমাদের যশাই বাজারের এক ডাক্তারকে বাসা নিয়ে গিয়ে আমার নানীকে ডাক্তার দেখাই।
IMG_20230621_182531.jpg
IMG_20230621_181158.jpgIMG_20230621_180954.jpg
এরপর ডাক্তার দেখার পর ডাক্তার বলে আমার নানীর ডায়াবেটিস বেড়ে গেছে। এরপর কিছু ঔষধ লিখে দেয়।এরপর ঔষধ কিনে নয়ে এসে আমরা নানীকে খাওয়াই দেয়। কিছুখন পর আমার নানী একটু সুস্থ হয়ে যায়। এরপর সন্ধা বেলা আমার নানী আবার খুবই অসুস্থ হয়ে পড়ে। যার কারনে আমরা প্রথমে মাইক্রোতে করে দিনাজপুর নিয়ে আসি। এরপর আমরা প্রথমে দিনাজপুর ডায়াবেটিসে ভর্তি করাই সেখানে গিয়ে আমরা প্রথমে কেবিন নেই। এরপর ডাক্তার দেখে ঔষধ লিখে দেওয়ার কথা বলে তারা গেটে তালা দিয়ে বাহিরে চলে যায়।
IMG_20230621_182353.jpgIMG_20230621_182234.jpg
IMG_20230621_182015.jpgIMG_20230621_181607.jpg
IMG_20230621_181549.jpgIMG_20230708_172430.jpg
IMG_20230621_181231.jpgIMG_20230621_182337.jpg
এরপর আমরা সেখান থেকে বের করে নিয়ে এসে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করাই। সেখানে তারা প্রথমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনে। এরপর তারা এনজিও গ্রাম পরিক্ষা করে। পরিক্ষা করার পর যানা যায় যে আমার নানীর একটা হার্ট ব্লোগ হয়ে গেছে। এরপর আমরা সেখানে একটা হার্ট রিং লাগিয়ে নেই। এরপর সেখানে আমরা ৩ দিন রাখি। ৩ দিন রাখার পর ডাক্তার যখন আমার নানীকে চেক করে দেখে যে আমার নানী সুস্থ তখন ডাক্তার আমার নানীকে রিলিস দিয়ে দেয়। এরপর আবার ১০ দিন পর চেক আপ করার জন্য নিয়ে আসতে বলে।
IMG_20230621_181025.jpgIMG_20230621_163815.jpg
IMG_20230621_163632.jpg
এরপর আমরা সেখান থেকে রিলিস নিয়ে বাসা নিয়ে আসি।সবাই আমার নানীর জন্য দোয়া করবেন।আমার নানী যেন সুস্থ হয় এবং সুস্থ থাকে।
পরিশেষে সকলের সুসাস্থ কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতেছি। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। সকলেই ভাল থাকবেন এবং পরবর্তী পোস্টে আবার দেখা হবে।


4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আমার পরিচয়
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ আহনাফ শাহরিয়ার । আমার স্টিমিট ইউজার নেম @ahanaf057। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার যশাই হাটের তের-আনিয়া গ্রামের একজন বাসিন্দা। আমি পার্বতীপুর সরকারি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি।এখন পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ফটোগ্রাফি ও ভ্রমণ করতে অনেক ভালবাসি।আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালবাসি। আর সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি।সকলেই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।


4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Sort:  
 last year 

দিনাজপুরের সবচেয়ে ব্যয়বহুল হাসপাতাল হলো জিয়া হার্ট ফাউন্ডেশন। এখানে সকল প্রকার হার্টের রোগীর চিকিৎসা করা হয়। এই হাসপাতাল টি খুরশিদ জাহান নির্মাণ করেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

জিয়া হার্ট ফাউন্ডেশন নাকি হার্টের রোগীদের জন্য অনেক কার্যকর একটি হসপিটাল। এই হাসপাতালে শুধুমাত্র হার্টের রোগিদের দেখা হয়। এই হসপিটাল সম্পর্কে বিভিন্ন ধরনের সফলতার নাম শুনেছি। আপনার নানির জন্য দোয়া রইল যেন তাড়াতাড়ি সুস্থতা লাভ করে।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

জিয়া হার্ট নিয়ে দারুণ লেখছেন ভাই।জিয়া হার্ট ফাউন্ডেশন হলো নাম করা একটা হসপিটাল।আপনি জিয়া হার্ট ফাউন্ডেশনের দারুণ ফটোগ্রাফি করছেন এবং তার সাথে সুন্দর আলোচনা করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সম্পর্কে আমিও শুনেছি। তবে এ হাসপাতাল টা অনেক ব্যায়বহুল। আপনার নানীর কি অবস্থা এখন। সুন্দর লিখছেন ভাই অসংখ্য ধন্যবাদ

 last year 

আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এখন।

 last year 

জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসোর্স সেন্টার, দিনাজপুর নিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক তথ্য আমরা জানতে পারলাম। দিনাজপুর নামটা শুনলেই আমার মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে। ভালো লিখেছেন শুভকামনা রইল আপনার জন্য

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসোর্স সেন্টার সম্পর্কে আজ প্রথম শুনলাম। আপনার ফটোগ্রাফি দেখে বুঝাই যাচ্ছে জায়গাটি অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে রিসোর্সটি অনেক সুন্দর। জিয়া হার্ট ফাউন্ডেশনে হার্টের রোগীর চিকিৎসা করা হয়। আপনার পোস্টর মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। জিয়া হার্ট ফাউন্ডেশনে একবার গেছিলাম আমার দাদুকে নিয়ে।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে রিসোর্স সেন্টার আছে আমার জানা ছিল না।আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে অনেক আগে গিয়েছিলাম। জিয়া হার্ট ফাউন্ডেশনের রিসোর্স নিয়ে অনেক সুন্দর লিখেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

এটি দিনাজপুরের নামকরা একটি হাসপাতাল। আমার বাবাও এই হাসপাতালে চিকিৎসা করেছেন। হার্টে রিং লাগাতে কতো খরচ হয়েছিলো? দোয়া করি আল্লাহ যেনো আপনার নানীর হায়াত বাড়িয়ে দেয়।

 last year 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58471.44
ETH 2587.53
USDT 1.00
SBD 2.44