প্রতিযোগিতার ৪র্থ সপ্তাহ - ঐতিহ্যবাহী স্থাপনা তালদিঘি মন্দির

in Steem For Traditionlast year
##
প্রিয় বন্ধুগন

আমিঃ@ahanaf057

স্টিম ব্যবহারকারী সকল ভাই বন্ধুগণকে জানাই ভালবাসা এবং আন্তরিক মোবারকবাদ । আমার পক্ষ থেকে সকলকে আমার সালাম যানাই, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন ? আজকে অনেক শীত ও চারদিকে অনেক বাতাস থাকার সত্তেও আল্লাহ -তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি স্টীম ফর ট্রাডিশন কমিউনিটি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার ৪র্থ সপ্তাহের ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে লিখব। ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে। সবগুলো স্থাপনা সম্পর্কে লেখা সম্ভব নয় তাই আমি আমার সম্প্রীতি দর্শন করে আসা ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে লিখব। সেই ঐতিহাসিক স্থাপনাটির নাম তালদিঘি মন্দির । আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।তাহলে নিচে লেখা শুরু করা যাক।

IMG_20230128_095518.jpgIMG_20230128_095713.jpg

আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি আমাদের এলাকায় অবস্থিত। আমি পার্বতীপুর থানায় বসবাস করি৷এটি দিনাজপুর জেলার একটি থানা।এই পার্বতীপুর থানায় অনেক ধরণের ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে৷ এর মধ্যে " যশাই হাটের তালদিঘির মন্দির " অন্যতম৷ এই মন্দিরটি যশাই - তের-আনিয়া রোডে অবস্থিত৷ আমাদের বাড়ি থেকে হাফ কিলোমিটার । এই মন্দিরটি অনেক পুরাতন একটি মন্দির ৷ এই মন্দিরটি এখন ও চালু রয়েছে৷ বর্তমানে এই মন্দিরে একসঙ্গে প্রায় চার থেকে পাঁচ গ্রামের মানুষ পুজা করতে আসে। এটি ১৯৬৮ সালে স্হাপিত হয়। আমার জন্মের পর থেকেই এই মন্দিরটি দেখি। এটি নির্মান করেন শ্রী দেবেন্দ্রনাথ দত্ত। এটি প্রথম অবস্থায় বাঁশ ও টিন দিয়ে তৈরি করেছিল। এরপর শ্রী শিশির চন্দ্র রায় ও শ্রী কংকন চন্দ্র রায় পূর্ননিমান করেন। এরপর এটি নির্মান করেন পোড়ামাটির ও কোষ্টি পাথর দিয়ে । এই মন্দিরটির নামকরণ করা হয় তালদিঘি নাম অনুসারে। এখানে দূরদুরান্ত থেকে অনেক মানুষ আসে মানত পূরন করার জন্য।

IMG_20230128_095343.jpgIMG_20230128_095356.jpg

তালদিঘি নামটি বলার কারণ এখানে একসময় প্রচুর তালগাছ ও খেজুর গাছ ছিল। আস্তে আস্তে তা কেটে ফেলা হয়। এই তালদিঘিতে জেলেরা মাছ চাষ করে প্রুচুর পরিমান অর্থ উপার্জন করে । এখানে বর মাছের পোনা চাষ করা হয়। এই পোনা নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে লোক আসে।শুধু ছোট মাছের পোনাই না এখানে বড় মাছও চাষ করা হয়। এখানে অল্প সময়েই আধিক মাছের বাড়তি হয়।কিছুদিন পর এই দিঘির পানি সুকিয়ে যাবে। এরপর এখানে শুরু হবে ক্রিকেট খেলা। এখানে বিভিন্ন গ্রমের ছেলেরা খেলতে আসে।এখানে প্রতি বছর বড় ধরনের ক্রিকেট খেলার টাইস ছাড়া হয়।এই খেলায় প্রধান অতিথি হিসেবে আপ্যায়ন করা হয় উপজেলার চেয়ারম্যান এবং বিশেষ অতিথি হিসেবে আপ্যায়ন করা হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। এই খেলা দেখার জন্য অনেক লোক আসেএবং গ্যালারিতেও অথবা দর্শক হয়।

এই মন্দিরটি পার্বতীপুর থানার যশাই হাটের একটি ঐতিহ্যবাহী মন্দির৷ অনেকেই এই মন্দিরটি দেখতে আসেন৷ আপনারা যারা দেখেন নাই। তারা এসে এই মন্দিরটি দেখে যেতে পারেন৷

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ

Sort:  
 last year 

তালদিঘি মন্দির নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। মন্দিরের ছবিটা দারুণ তুলেছেন। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 last year 

পার্বতীপুরে এরকম অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী মন্দির রয়েছে।আমি বিভিন্ন গ্রামে ঘুরেছি এবং দেখেছি।শুভকামনা রইল ভাই আপনার জন্য

 last year 

ধন্যবাদ ভাই পোস্টি দেখার জন্য।

 last year 

তালদিঘির মন্দির সম্পর্কে অনেক সুন্দর উপস্থাপন করছেন, এবং নানাদিক তুলে ধরছেন। এবং মন্দিরের অনেক সুন্দর ছবি তুলেছেন, অনেক ধন্যবাদ ভাই

 last year 

ধন্যবাদ

 last year 

তাল দিঘি মন্দির সম্পর্ক খুব সুন্দর লিখেছেন আপনি এটি একটি ঐতিহ্য বহন করে আমাদের সমাজে ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

তাল দিঘীর নাম শুনেছিলাম কিন্তু এটি দেখা হয় নি।আজকে আপনার এই পোস্ট এর মাধ্যমে জানতে পারলাম এবং দেখতে পারলাম।ধন্যবাদ আপনাকে এত ঐতিহ্যবাহী মন্দির নিয়ে আমাদের জানানোর জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

এই মন্দিরটি সম্পর্কে আমি জানি আমাদের গ্রাম থেকে ১০ কিলোমিটার দুরে অবস্থিত। এটি প্রাচীনকালের স্থাপনা। এই মন্দিরটি ১৯৬৮ সালে স্থাপিত হয়েছে। এই তালদীঘি নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট করেছেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year (edited)

তালদিঘির ঐতিহ্যবাহী স্থাপনা এই মন্দির।অনেক আগেকার পুরোনো মন্দির। আমি কয়েকবার গেছিলাম পুজো দেখতে।এই মন্দিরের আশেপাশে অনেক বড় একটি পুকুর আছে। আপনার ট্যাগ গুলো ঠিক করিয়েন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

very informative post hope you got your club status soon tho

 last year 

thanks

 last year 

ঐতিহ্যবাহী তাল দিঘী মন্দির। এই মন্দিরটি আমাদের বাসা থেকে প্রায় ৪ কিলোমিটার l আর আপনি অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয় মন্দির সম্পর্ক বলেছেন এজন্য অসংখ্যা ধন্যবাদ

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60191.28
ETH 3302.01
USDT 1.00
SBD 2.36