প্রতিযোগিতার ১৪তম সপ্তাহ - পুরাতন স্কুল তের-আনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

in Steem For Tradition2 years ago
আসসালামু আলাইকুম
স্টিম ব্যবহারকারী সকল ভাই ব্রাদার বন্ধুগণকে জানাই ভালবাসা এবং আন্তরিক মোবারকবাদ । আমার পক্ষ থেকে সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন ? আমি জানি এই গরমে আল্লাহ-তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে পুরাতন স্কুল তের-আনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে কিছু কথা বলবো।আশা করি সকলের ভালো লাগবে। নিচে তাহলে শুরু করা যাক।
কভার ফটো
IMG_20230504_163042.jpg
উপরের যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পুরাতন একটি প্রাইমারি স্কুলের ছবি।এটি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ৬নং মোমিনপুর ইউনিয়নের তের-আনিয়া গ্রামে অবস্থিত।আমি আমার নানুর কাছ থেকে জানতে পারলাম যে এটি স্থাপন করা হয়১৯৫৭ সালে।এই স্কুলটি প্রথমে বাঁশ দিয়ে তৈরি করা হয়। এরপর ১৯৬৭ সালে ভেঙে মাটি দিয়ে তৈরি করা হয়। এভাবেই ৩৩ বছর স্কুলটিতে ক্লাস করানো হয়। এরপর স্কুলটি ২০০১ সালে সরকারি ভাবে করানো হয় । তারপর সরকার থেকে বাজেট হয়ে২০০১-২০০২ সালে বিল্ডিং নির্মাণ কাজ শুরু করা হয়।
IMG_20230504_162301.jpg
IMG_20230504_162904.jpgIMG_20230504_162606.jpg
নির্মাণ শেস করে এতে ক্লাস শুরু করা হয়।তখন ছাত্র সংখ্যা ছিল ১২০ জন। এরপর ধীরে ধীরে ছাত্র সংখ্যা বেড়ে যায় । ছাত্র সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আবার একটি বিল্ডিং নির্মাণ করা হয়। এরপর শিক্ষক নিয়োগ দেওয়া হয়। নিয়োগের মাধ্যমে স্কুলে ৪ টি শিক্ষক নেওয়া হয়। এরপর আবার সরকার থেকে বাজেট হওয়ায় ২০০৮-২০০৯সালে আবার একটি বিল্ডিং নির্মাণ করা হয়।২০০৭ সালে আমি প্রথম এই প্রাইমারি স্কুলে শিশু শ্রেনীতে ভর্তি হই।তখন শিক্ষক সংখ্যা ছিল ৫ জন। এরপর আবার শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
IMG_20230504_162510.jpgIMG_20230504_162500.jpg
IMG_20230504_162451.jpgIMG_20230504_162524.jpg
IMG_20230504_162408.jpgIMG_20230504_162527.jpg
এতে আবার একটি শিক্ষক বাড়ানো হয়।এই স্কুলে অনেক সুন্দর পাঠ্য দান করা হয়।এই স্কুলে তিন থেকে চারটি গ্রামের ছেলে মেয়েরা পড়তে আসে।আমি এই স্কুল থেকে আমি ২০১৩ সালে ৫ম শ্রেনির পরিক্ষা দেই। সেখান থেকে পরিক্ষা দিয়ে আমি গোল্ডেন এ+ পেয়ে উত্তীর্ণ হই।এই স্কুলের পরিবেশ অনেক সুন্দর ও মনোরম। এই স্কুলের সাথে একটি হাফিজিয়া মাদ্রাসা আছে।এই মাদ্রাসার ছাত্ররার সেখান থেকে ৫ম শ্রেনির পরিক্ষা দিয়ে থাকে।২০০০ সাল থেকে এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন মাধবী রানী রায়।
IMG_20230504_162507.jpgIMG_20230504_162504.jpg
IMG_20230504_162431.jpg
এরপর ২০২০ সালে প্রধান শিক্ষক পরিবর্তন করা হয়। এরপর প্রধান শিক্ষকের চেয়ারে বসেন সাহাদোত হাসান। তিনি এখনও তার চাকরি জীবনে কর্মরত আছে।
পরিশেষে সকলের সুসাস্থ কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতেছি। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। সকলেই ভাল থাকবেন এবং পরবর্তী পোস্টে আবার দেখা হবে।



ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসvivo y33s
ফটোগ্রাফার@ahanaf057
লোকেশনতের-আনিয়া,যশাই,পার্বতীপুর

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আমার পরিচয়
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ আহনাফ শাহরিয়ার । আমার স্টিমিট ইউজার নেম @ahanaf057। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার যশাই হাটের তের-আনিয়া গ্রামের একজন বাসিন্দা। আমি পার্বতীপুর সরকারি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি।এখন পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ফটোগ্রাফি ও ভ্রমণ করতে অনেক ভালবাসি।আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালবাসি। আর সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি।সকলেই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।


4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Sort:  
 2 years ago 

দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় তেরওয়ানিয়া গ্রামে এই স্কুলটি অবস্থিত।এই স্কুলটি ১৯৫৭ সালে স্থাপিত হয়।এই স্কুল অনেক বার গেছিলাম আমার নানা বাসা যেহেতু।আপনি অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

আপনি তেরআনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে দারুণ লেখছেন ভাই, আমি তেরআনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ পর্যন্ত পড়া লেখা করছি।এই স্কুল টি অনেক পুরাতন একটা স্কুল, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই

Loading...
 2 years ago 

এই স্কুলে আমি ক্লাস ৫ পযন্ত পড়াশোনা করেছি। এই স্কুলটি পুরাতন একটি স্কুল। এই স্কুলে আমার অনেক স্মৃতি রয়েছে। আপনি পুরাতন স্কুল নিয়ে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে উপাস্থপনা করেছেন ভাই। ধন্যবাদ ভাই

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

তেরোআনিয়ার এই স্কুলটিতে যাওয়া হয়েছে অনেকবার। বেশ সুন্দর একটি স্কুল পড়ালেখা ও আমার মনে হয় খুব ভালো হয়।দারুন লিখেছেন ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপনার।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

আনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি দেখতে অনেক সুন্দর। দেখে মনে হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। স্কুল সম্বন্ধে সুন্দরভাবে তুলে ধরেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

তেরোআনিয়া স্কুল সম্পর্কে আপনি অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন। আপনি অনেকগুলো ছবি ব্যবহার করে এই পোস্টটি তৈরি করেছেন। ১৯৫৭ সালের প্রতিষ্ঠিত হওয়ায় একটি বার দিয়ে তৈরি করা হয়েছিল কেননা সেই সময় ইটের ব্যবহার কম চোখে পড়তো। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

পুরাতন স্কুল নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করেছেন ভাই, প্রাথমিক বিদ্যালয় মানেই শিক্ষা জীবনের সূচনা, আপনি অনেক সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই, ফটোগ্রাফি ও সুন্দর করেছেন। দেখে ভালো লাগলো ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

এই বিদ্যালয়ের ছবিগুলো দেখে মনে হচ্ছে এটি বেশ পুরনো।বিদ্যালয়টি সম্পর্কে সম্পুর্ন তথ্য আপনি আপনার পোস্টে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তের-আনিয়া সরকারি বিদ্যালয়টি সম্পর্কে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago (edited)

স্কুল তের-আনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আপনার পোস্ট পড়ে অনেক ভালোই লাগলো।
Screenshot_2023-05-06-20-07-08-12_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

আপনার পিএসসি পরীক্ষার উত্তীর্ণ সাল দেখে আমি খুশি হলাম। আমিও ২০১৩ সালে পিএসসি পরীক্ষা দেই তাহলে আমরা সেম ব্যাস। ধন্যবাদ ভাই সুন্দর একটি প্রতিযোগিতামূলক পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.033
BTC 88885.90
ETH 3279.02
USDT 1.00
SBD 2.99