বাঙ্গালির জনপ্রিয় খাবার আলুর চপ

in Steem For Tradition11 months ago

আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আজকে আমি নিয়ে এলাম বাঙালির জনপ্রিয় খাবার আলুর চপ নিয়ে।এ খাবারটি বাঙালির মুখরোচক খাবার।আসুন তাহলে শুরু করা যাক।

IMG_20230819_194424.jpg

ছবিতে দেখা যাচ্ছে একজন ব্যবসায়ি খাবার গুলো ক্রেতাকে সুন্দর করে পরিবেশন করছে।খাবারের মধ্যে রয়েছে আলুর চপ,বুড,শশা।আলুর চপ তৈরি হয় আলু আর বেসন দিয়ে।প্রথমে আলু সিদ্ধ করে,মিহি করে নিতে হয় তারপর লবন,হলুদ,মরিচ,তেল দিয়ে মিশিয়ে নিতে হয় তারপর বেসনে পানি,লবন,ইচ্ছে মতো মসলার উপকরন দিয়ে হালকা পানির মতো পাতলা করে নিতে হয়,আলু মাখানো উপকরন করে হাতে ইচ্ছে মতে আকার দিয়ে বেসনে ডুবিয়ে তেলে ভেজে নিতে হয়।

IMG_20230819_194442.jpgIMG-20230816-WA0008.jpg

আলুর চপ এমনি খেতে যেমন ভালো লাগে তেমনি ভাতের সাথে খেতে বেশ মজা লাগে,এ দোকানটিতে আলাদা বিক্রির সাথে, বুড,শশার সাথে পরিবেশন করে।দোকানটি অবস্থিত রংপুর শালবন মিস্ত্রি পাড়াতে।আমি প্রায় এখানকার মুখরোচক খাবার গুলো খাই।দোকানটিতে আরো কিছু খাবার পাওয়া যায় যেমন:-বুট/ছোলা,ডিম চপ,খিচুড়ি আরও কিছু খাবার।দোকানটির মালিক একজন খুদ্র ব্যবসায়ি,কিন্তু সব সময় ভিড় থাকে কারন খাবারের মান অনেক ভালো,সাথে ভাইটির ব্যবহার অনেক আন্তরিক।

IMG-20230816-WA0006.jpg
IMG-20230816-WA0007.jpg

আমি যখনি ওই রাস্তায় যাই সব সময় কিছু না কিছু আনা হয়।তাই আজকে আপনাদের সাথে উপস্থিত করলাম কিছু ছবি নিয়ে।আমার লেখায় কোনো ভুল থাকলে ক্ষমার চোখে দেখবেন। পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 11 months ago 

গত রমজানে এত পরিমাণ এইসব খেয়েছিলাম তা বলার বাইরে। সবকিছু ই পরিমাণ মতো নেওয়ার পরেও এই আলোর সব অতিরিক্ত কিছু নিতাম। মাঝে মাঝে আবার নিয়ে আসতাম ভাত দিয়ে খাওয়ার জন্য এতটা ভালো লাগে আমাকে এই আলুর চপ। ধন্যবাদ অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

ধন্যবাদ।

 11 months ago 

আলুর চপ একটি মুখরোচক খাবার। বাজারের হোটেল গুলোতে এখন আলুর চপ অন্যান্য সব ভাজাপোড়ার মতোই বিক্রি করা হয়। তবে আলুর চপ খেতে আমার ততটা ভালো লাগেনা। আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

ধন্যবাদ আপু।

 11 months ago 

বাঙ্গালি সব সময় ভোজনরশিক। ভাজাপোড়া খাবার এর প্রতি যেনো বেশি আর্কষণ। আলুর চপ মুখরোচক খাবার। আমিও মাঝে মধ্যেই আলুর চপ খাই। তবে রমজানের ইফতারে বেশি খাওয়া হয়। সুন্দর পোস্ট উপস্থাপন করছেন আপু। আপনার জন্য শুভ কামনা রইলো।

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

Feedback / Observation

বাঙ্গালির জনপ্রিয় খাবার আলুর চপ নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। আলুর চপ খেতে অনেক ভালো লাগে তবে বেশি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition