যত দিন যাচ্ছে প্লাস্টিকের তৈরি আসবাবপত্রের ব্যবহার বেড়েই চলেছে

in Steem For Tradition11 months ago

আজ সোমবার,
তারিখঃ ০৪-সেপ্টেম্বর-২০২৩

আসসালামুআলাইকুম,
আমি @afsanaety,
আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।"স্টিম ফর ট্রেডিশন" কমিউনিটির সকল সদস্যদের জানাই মন থেকে ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা।
আজকে "স্টিম ফর ট্রেডিশন" সদস্যদের জন্য নিয়ে এলাম নতুন এক আলোচনা নিয়ে,"যত দিন যাচ্ছে প্লাস্টিকের তৈরি আসবাবপত্রের ব্যবহার বেড়েই চলেছে"।আশা করি সকলের ভালো লাগবে।চলেন তাহলে কথা আর না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক।

IMG-20230904-WA0001.jpg

দিন যত যাচ্ছে সব কিছু আধুনিক হচ্ছে আর এ আধুনিক যুগে মানুষ কম দামে ভালো জিনিস খুঁজে কিনছে।"যা মানে ভালো কিন্তু দামে কম"ব্যাপারটা এমন।আজকে আমি প্লাস্টিকের আসবাবপত্র নিয়ে আলোচনা করবো।ছবিতে যে দোকানটি দেখতে পাচ্ছেন সেটি রংপুর শহরের শাপলা চত্তরে অবস্থিত। যুগ যুগ ধরে কাঠের তৈরি আসবাবপত্রের ব্যবহার চলে আসছে।কিন্তু যখন থেকে প্লাস্টিকের নতুন নতুন আসবাবপত্রের আবিষ্কার হয়েছে তখন থেকে মানুষ প্লাস্টিকের আসবাবপত্র কিনতে শুরু করেছে।প্লাস্টিকের সব আসবাবপত্রই পাওয়া যায় শুধু খাট ছাড়া।রান্নাঘরের সকল জিনিস প্লাস্টিকের পাওয়া যায় এখন।বাচ্চাদের খেলনা পাওয়া যায়।এছাড়া দৈনন্দিন সকল কাজে প্লাস্টিকের ব্যবহার হয়ে থাকে।প্লাস্টিকের জিনিসের মানে ভালো এবং দাম যেহেতু কম সে জন্য মানুষ প্লাস্টিকের জিনিসের প্রতি বেশি দূর্বল।
উইকিপিডিয়া থেকে জানতে পেরেছি,১৯৫০ সালে প্লাস্টিক শিল্পের জন্ম হয়েছে।এর পর থেকে দিন দিন প্লাস্টিক জিনিসের ব্যবহার বেড়েই চলেছে।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzu3C7D7RQHtZtUpUeF1MhGomtzMYdWBkTwdw82QXkxb726jyXsbi2rgSeauUfYwrfJGHsVi5pUccCs3C2.png

IMG-20230904-WA0009.jpg

আমি একটি প্লাস্টিকের আসবাবপত্রের দোকানে গিয়েছিলাম আজ।নতুন নতুন আর কি ধরনের আসবাবপত্র এসেছে তা দেখার জন্য।সেখানে দেখতে পেলাম অনেক ধরনের ঘর সাজানোর আসবাবপত্র আছে।আসবাবপত্র দৈনন্দিন জীবনে যেমন দরকারে আসে তেমনি ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়।কাঠের আসবাবপত্র যেমন ইচ্ছা তেমনি ভাবে বানিয়ে নেয়া যায়।তবে প্লাস্টিকের আসবাবপত্রে সে সুবিধা নেই।যেগুলো থাকবে সেগুলোর মধ্যেই নিতে হবে পছন্দ করে।

IMG-20230904-WA0006.jpg

IMG-20230904-WA0005.jpg

এখন এমন কিছু কিছু প্লাস্টিকের জিনিস পাওয়া যায় যা দেখলে মনে হয় কাঠের তৈরি আসবাবপত্র।খাট ছাড়া সকল প্রকার প্লাস্টিকের জিনিস পাওয়া যায়।যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন,প্লাস্টিকের ওয়্যারড্রোব গুলো দেখতে কাঠের তৈরি মনে হচ্ছে।এমন বিভিন্ন নকশার ওয়্যারড্রোব পাওয়া যায় যা ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে।আমার মনে হয় প্লাস্টিকের খাট বানাতে আর বেশি সময় লাগবেনা।

IMG-20230904-WA0003.jpg

রান্না ঘরের সকল ধরনের জিনিসপত্র পাওয়া যায়।ছোট থেকে বড় সকল আসবাবপত্র পাওয়া যায়।দোকানটিতে দেখা যাচ্ছে বাচ্চাদের খেলনা যে গুলো অনেক ওজন এবং বাচ্চাদের যাতে খেলতে গেলে কোনো রকম অসুবিধা না হয় সেভাবে বানানো।এবং অনেক টেকসই যাতে অনেক বছর যায় সেভাবে বানানো।

IMG-20230904-WA0007.jpg

IMG-20230904-WA0008.jpg

ছবিতে দেখা যাচ্ছে অনেক নকশার চেয়ার।আমাদের বাসায়ও অনেক প্লাস্টিকের অনেক আসবাবপত্র আছে।পুরনো হলো চেয়ার ও টুল যে অনেক বছর ধরে ব্যবহার করার পরও এখন মজবুত আছে।প্লাস্টিকের হলেও অনেক শক্ত ও টেকসই।

IMG-20230904-WA0004.jpg

প্লাস্টিকের চেয়ার বা টেবিল উভয়ই শক্ত সাথে টেকসই বটে।সবার সামর্থের কথা মাথায় রেখে জিনিস গুলোর দাম দেয়া হয়েছে।এতে করে প্লাস্টিকের জিনিস বিক্রেতা লাভবান হচ্ছে।তাদের ব্যবসা দিন দিন উন্নতি হচ্ছে।প্লাস্টিকের কিছু কিছু টেবিলে পায়া গুলো লোহার দেয়া থাকে যার কারণে বহুবছর চোখ বন্ধ করে ব্যবহার করা যায়।প্লাস্টিকের সোফা,আলমারি বিভিন্ন ধরনের স্লেফ নতুন বের হয়েছে যা অনেক মজবুত এবং ঘুন বা ছত্রাক ধরার কোনো ভয় থাকেনা।আগে শুধু রান্নাঘরের জিনিসপত্র পাওয়া যেত কিন্তু এখন ঘরের আসবাবপত্র পাওয়া যায় যা আজ থেকে কয় বছর আগে মানুষ ভাবতেও পারেনি।

লিখায় কোনো ভুল-ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।পোস্টটি পড়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন।আবারও আগামীতে হাজির হবো অন্য কোনো কিছু নিয়ে।ততোদিন সকলেই আল্লাহর রহমতে ভালো থাকবেন আশা করি।

YDBNEXHnHC4i6mFXwdjFWEyvFUuXfTk67Vem29fPPg1TuJR95LT9QniASa4c1dUXBWE.png

সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
Sort:  
 11 months ago 

প্লাস্টিকের তৈরী বিভিন্ন ধরনের জিনিসপত্র ও আসবাবপত্র নিয়ে আপনি দারুন লিখেছেন। বর্তমানে মানুষজন আধুনিক থেকে আধুনিকতর হয়ে উঠছেন। তাই সবাই এখন কৃত্রিম জিনিসপত্রের প্রতি বেশি ঝুঁকে পড়ছেন। বর্তমানে কাঠের আসবাবপত্রের যে দাম সেই তুলনায় প্লাস্টিকের আসবাবপত্রের দাম তুলনামূলক কম। তাই লোকজন এতে বেশি আগ্রহী হয়ে পড়ছে। তাছাড়া এগুলো ওজনে কম এবং যেখানে সেখানে সহজেই পরিবহনযোগ্য। এগুলোতে বাড়তি বেশি ঝামেলা থাকে না। তাই এগুলোর চাহিদা দিন দিন বেড়েই চলছে। আপনি ঠিকই বলেছেন বর্তমানে খাট ছাড়া প্লাস্টিকের সবকিছুই পাওয়া যায়। প্লাস্টিকের খেলনা গুলো দিয়ে বাচ্চারা সহজেই খেলতে পারে। আর এগুলোতে বাহারী ডিজাইনও করা থাকে। তাই এগুলো ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে বেশি। আপনি দারুন একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

ধন্যবাদ

 11 months ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

IMG-20230413-WA0003.jpg
 11 months ago 

যত দিন যাচ্ছে প্লাস্টিকের তৈরি আসবাবপত্রের ব্যবহার নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন। আগেরকার দিনে মাটির তৈরি ও সিলভারের তৈরি
আসবাবপত্রের ব্যবহার বেশি পরিমানে ব্যবহার করা হতো। কিন্তু বর্তমান সময় মাটি ও সিলভারের আসবাবপত্রের তুলনা প্লাস্টিকের আসবাবপত্র বেশি ব্যবহৃত হচ্ছে।

 10 months ago 

ধন্যবাদ

 11 months ago 

এটাই প্রকৃতির নিয়ম। যতদিন যাবে ততই প্লাস্টিকের ব্যবহার দিন দিন বেড়ে যাবে আমাদের পৃথিবীতে। মাঝে মাঝে আমার মনে হয় পুরো পৃথিবীটাই যেন প্লাস্টিকের ফ্যাক্টরি হয়ে আছে। বাজারে আমরা অনেক রকমের প্লাস্টিকের জিনিসপত্র দেখতে পাই এরকম দোকান গুলো সাধারণত শহরে সব থেকে বেশি দেখা যায়। যেগুলোতে প্লাস্টিকের তৈরি চেয়ার টেবিল আসবা পত্র ইত্যাদি বিক্রি করা হয়। আর এগুলোর দাম তুলনামূলক কম থাকার কারণে চাহিদাও অনেক বেড়ে যায়।দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 10 months ago 

ধন্যবাদ

 11 months ago 

প্লাস্টিকের আসবাবপত্র সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন আপু। আসলেই যখন থেকে প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করা হয়েছে। তখন মানুষ অন্য সব জিনিসের প্রতি চাহিদা কমায় দিয়েছে। প্রতিটি বাড়িতে এখন প্লাস্টিকের আসবাবপত্রে ভরপুর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ

 11 months ago 

দিন যত যাচ্ছে তত প্লাস্টিকের আসবাবপত্রের চাহিদা বৃদ্ধি পাইতেছে। আগে মানুষ ফার্নিচারের জন্য কাঠের তৈরি আসবাবপত্র ব্যবহার করত। কিন্তু এখন সবাই প্লাস্টিকের আসবাবপত্রের উপর নির্ভরশীল হয়ে গিয়েছে। কারণ কাঠের তৈরি আসবাবপত্রের থেকে প্লাস্টিকের আসবাবপত্রের দাম অনেক কম। প্লাস্টিকের আসবাবপত্র সম্পর্কে অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন আপু ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66703.61
ETH 3518.80
USDT 1.00
SBD 2.68