অচল অবস্থায় পড়ে থাকা একটি ইটের ভাটা।

আসসালামু আলাইকুম আমি,@abdullah-44

আশা করি সবাই ভালো আছেন,আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি।( আলহামদুলিল্লাহ)


অচল অবস্থায় পড়ে থাকা একটি ইটের ভাটা


IMG_20230805_173041.jpg

F1sR3uPuh6LG2Pa74He5bV2hyGpwsrRBoVbg5m9yUEVos1woZ8Voyf4x2rdrLLwe3d7fqLKt9UiqzwSGkbun5ySbiReLNRbW6xF94cKUizfJXfNsHRisHHo958yyvwqAaSZ7h458MHH9n1Efe1TCtV98BwJbwaQ6FbAKk8AE1KfrtBajA51b8JaiRjsuXkEEH1W5LBHCWc1LQUpXtb5AFF5ZmauU.jpeg

IMG_20230805_173031.jpg

আমার শেয়ার করা ছবিতে যে ইটের ভাটাটি দেখতে পাচ্ছেন, এই ভাটাটি দীর্ঘদিন যাবত অচল অবস্থায় পড়ে আছে। ইটের ভাটায় আমি সরাসরি ইট পোড়ানো কখনো দেখিনি। তবে এখানে এসে কিছু মানুষের কাছে জানতে পারলাম ইট পোড়ানোর সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে। আমি উপরে যেই ছবিটি শেয়ার করেছি এই ছবিতে চারিদিকে দেয়াল দিয়ে ঘেরা এবং মাঝখানে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে ।এই সম্পূর্ণ ফাঁকা অংশের মধ্যে থাকে থাকে সুন্দরভাবে ইটগুলোকে সাজানো হয়।



IMG-20230807-WA0024.jpg

সম্পূর্ণ ফাঁকা জায়গায় ইট সাজানো হয়ে গেলে, উপর দিয়ে কিভাবে যেন খুব সুন্দরভাবে ঢেকে দেওয়া হয়। আমি নিজের চোখে কখনো দেখিনি কিভাবে ইটগুলোকে উপর দিয়ে ঢেকে দেয়। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ইট গুলোকে সম্পূর্ণভাবে ঢেকে দেওয়ার পর, পর্যাপ্ত পরিমাণ জ্বালানি প্রবেশ করিয়ে ভাটাই আগুন দেওয়া হয়। ভাটার মধ্যে জ্বালানি প্রবেশ করানোর জন্য উপর দিয়ে এবং পাশ দিয়ে বেশ কয়েকটি ফাঁকা জায়গা রাখা হয়। ওইসব ফাঁকা জায়গা গুলোতে জ্বালানি প্রবেশ করানোর পর আবার ঢাকনা দিয়ে আটকিয়ে দেওয়া হয়। প্রতিবার এখানে ৬০ থেকে ৭০ হাজার ইট পুরানো হতো।

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHL...5JkLh48hmSy2Vocb8Q1ZmVRFSQE6pKeyXuZTkTt2EgzjyyZw14xbJEQeSpMhQGMsjfy2JgnjmiZATtiTZUt9hdaNJ5oWr4DTthVH964jvSwCVZQRoyCX3KLi6i.png

IMG-20230807-WA0026.jpg

IMG-20230807-WA0023.jpg

IMG-20230807-WA0021.jpg

IMG-20230807-WA0020.jpg

ইট তৈরির জন্য, প্রথমে ইট তৈরির উপযোগী মাটির প্রয়োজন। এই মাটি বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে ট্রাকের মাধ্যমে ভাটাই নিয়ে আসা হয়। এই মাটিগুলো ইট বানানোর জন্য প্রস্তুত করতে একটি মেশিনের মধ্যে হালকা পানির সাথে দেওয়া হয়।মাটি দেওয়ার পর মেশিনের অন্য পাশ দিয়ে, ঢেঁলা মুক্ত হালকা কাঁদা,কাঁদা মাটি বেরিয়ে আসে যা ইট তৈরির জন্য উপযুক্ত।এই কাদাগুলো ইট তৈরির স্থানে নিয়ে যাওয়ার জন্য ছোট,ছোট ট্রলি ব্যবহার করা হয়। ছবিতে দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে কিছু ট্রলি শেয়ার করেছি । এই টলিগুলো মাটি এবং কাঁদা ভাটার এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হয়।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddfwF5kKVgfqKcJVzUC9zYpVySrombAoJ3HAAeFQAp75RFb8MQ43pMYHPBT9qy...HWxLhWyc4W792ch6jCeMvo9kmPKWSQ1iuhrHF8xTv7psP2kRTN87Vk3bZKTqMK7opAJm74uk39zpSkWn47CVhohgarZXChtLKqQadYStZyy9eBJ4io27N3AWjg.png

IMG-20230807-WA0036.jpg

IMG-20230807-WA0025.jpg

IMG-20230807-WA0037.jpg

ইট আমরা কম বেশি সবাই বিভিন্ন কাজে ব্যবহার করছি । ইটের চাহিদা দিন দিন বেড়েই চলেছে।পাকা বাড়ি, বড়, বড় বিল্ডিং তৈরিতে ইটের কোন বিকল্প নেই। আধুনিক যেসব বড়,বড় প্রকল্প নির্মাণ করা হচ্ছে,সব ক্ষেত্রেই ইটের ব্যবহার সর্বাধিক । ইট ছাড়া ছোট বড় স্থাপনা বা বিল্ডিংগুলো নির্মাণ করা সম্ভব নয়। যদি ইটের বিকল্প হিসেবে অন্য কিছু ব্যবহার করা হয় এবং উন্নত টেকনোলজির মাধ্যমে নির্মাণ করা হয় তাহলে স্থাপনাটি অনেক ব্যয়বহুল হবে।

মানুষ এখন আধুনিকভাবে যেটাই নির্মাণ করুক না কেন সর্বক্ষেত্রেই ইটের ব্যবহার সর্বাধিক। ইটের অনেক চাহিদা এবং ভালো দাম থাকায়, অনেকে অবৈধভাবে ইটের ভাটা নির্মাণ করছে। যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। সরকারি কোনো নিয়ম-নীতি না মেনে অনেকেই ইটের ভাটা তৈরি করছে, গ্রামের মধ্যে কোন ফাঁকা স্থানে বা ফসলের জমির পাশে । এর ফলে ফসলের জমি এবং পরিবেশ নানান ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzw3nqBFcbV2rkkbgRUhb3PMHJNHgbsQ5qUWmScc684CKjSggSGYS26MN3rnCgoayDzBGuhfuG2g2pAFAn.png

আমার পোস্টটি পড়ার  জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ 

আমার পরিচয়


FB_IMG_1686764702485.jpg

slLXtTGa_2x.jpg

আমার নাম,মোঃ আব্দুল্লাহ। আমার বাসা কুষ্টিয়া জেলা, খোকসা থানায়,আমবাড়িয়া ইউনিয়নে,গোসাইডাঙ্গী গ্রামে। কিন্তু ,আমি লেখাপড়ার জন্য কুষ্টিয়া সদরে থাকি। আমি কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে, কম্পিউটার ডিপার্টমেন্টে লেখাপড়া করছি। আমার ফটোগ্রাফি এবং ভ্রমন করতে খুব ভালো লাগে। আমার ফটোগ্রাফি করতে ভালো লাগলেও, খুব একটা ভালো ছবি আমি তুলতে পারিনা। আশা করি খুব তাড়াতাড়িই আমার ফটোগ্রাফি গুলো আরো ইমপ্রুভমেন্ট করতে পারব। (ধন্যবাদ সবাইকে )

Sort:  
 last year 

ইটের ভাটার চিত্র দেখেই বোঝা যাচ্ছে এটি একটি পতিত থাকা ভাটা। আমাদের দালান কোটা বানাতে সবথেকে বেশি ব্যবহার করা হয় ভাটায় পোড়ানো ইট। আমি অবশ্য অনেক বার নিজেই ইট পোড়ানো দেখেছি। ছবিগুলো সুন্দর তুলেছেন ভাই। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই।

 last year 

পরিত্যক্ত একটি ইটের ভাটা নিয়ে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফি গুলাই বলে দিতেছে এটি একটি পরিত্যক্ত ইটের ভাটা। বর্তমান সময়ে ইটের ভাটার পরিমাণ অনেক বেশি। আর ইটের প্রতি মানুষের চাহিদা অনেক বেশি। তবে ইটের ভাটা থেকে যে কালো ধোঁয়া তৈরি হয় সেটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। এছাড়া আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। এবারে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ ভাই।

 last year 

পরিত্যক্ত এই ইটের ভাটা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। ইটের ভাটা গুলো আমাদের জন্য যেমন প্রয়োজনীয় ইট সরবরাহ করে ঠিক তেমনি ইটের ভাটার কালো ধোঁয়া পরিবেশকে দূষিত করছে। ইটের ভাটা সম্পর্কে বিস্তারিত একটি আলোচনা আপনি আমাদের সাথে সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু।

 last year 

পরিত্যাক্ত ইটের ভাটা নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করেছেন ভাই। আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই। পাকাবাড়ি তৈরি করতে ইটের প্রয়োজনীয়তা অপরিসীম। ইটের ভাটাতে আমি বেশ কয়েকবার গিয়েছি, ইট ভাটার কারিগর অনেক দক্ষ হাতে ইট তৈরি করে। দিন দিন ইটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই।

 last year 

আমাদের এলাকায় অনেক কয়েকটা ভাটা রয়েছে।প্রায় আমরা সেখানে যেতাম খেলতে।যখন ভাটা অফ থাকে তখন আমরা সেখানে লীগ ছাড়তাম।অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন।সুন্দর একটা পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

ধন্যবাদ ভাই।

Loading...
 last year 

এই পোষ্টের প্রতিটি ছবি অত্যন্ত চমৎকার হয়েছে। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি একজন দক্ষ ফটোগ্রাফার। আমি কাছ থেকে ইটের ভাটা কখনো দেখিনি। রাস্তায় গাড়ি থেকে ইটের ভাটা দেখেছি। ইট কিভাবে তৈরি করা হয় তা আমি বাস্তবে না দেখলেও টিভিতে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিও গুলোতে দেখেছি । ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ আপু।

 last year 

সত্যি অচল অবস্থায় পড়ে থাকা ইটের ভাটা সম্পর্কে অনেক সুন্দর একটি পোস্ট তৈরি করেছেন ভাইয়া। প্রত্যেকটি ছবি দেখতে অনেক সুন্দর লাগতাছে। আমারও কখনো নিজের চোখে দেখা হয়নি উপর দিয়ে কিভাবে ইট দেয়। কিন্তু আপনার মত আমিও শুনেছি উপর দিয়ে কেমনে জানি ইটদেয়। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

ধন্যবাদ ভাই।

 last year 

আমার মতে বাংলাদেশে বর্তমানে খাদ্যের চাহিদার মত ইটের ও চাহিদা রয়েছে অনেক।কারণ বর্তমানে যত জনসংখ্যা বাড়বে এই ইটের চাহিদা এবং মানুষের ঘরবাড়ি বানানো চাহিদা অনেক বেড়ে যাবে।এরকম পরিত্যক্ত একটি ভাটা আমাদের এদিকেও আছে। ভাটা সম্পর্কে দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন আপনি ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 58443.62
ETH 2524.10
USDT 1.00
SBD 2.34