দূর্গা পূজার ভমণ ২০২১|| ১০% বেনিফিসিয়ারি @shy- fox এর জন্য ||

IMG_20211012_125116.jpg

হ্যালো বন্ধুরা

শুরুতেই সবাইকে জানাচ্ছি নমষ্কার ও আদাব ৷ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও ইশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছি ৷ আজকে আমি "আমার বাংলা ব্লগে" দূর্গা পূজার ভ্রমন ২০২১ এর কিছু স্মৃতি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আশা করি আমার দূর্গা পূজা ভ্রমন ২০২১ আপনাদের অনেক ভালো লাগবে ৷

আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষজন দূর্গা পূজা উদযাপন করে থাকি ৷ এবং এই দূর্গা পুজো আমরা সব ধর্মের মানুষজন আনন্দ করে থাকি ৷ সবাই মিলে ঘুড়তে যাই এই দূর্গা পূজোর মেলায় ৷ আমরা অনেক ধুমধাম করে এই দূর্গা পূজো উদযাপন করে থাকি ৷ এবং দেখা যায় অনেক মানুষের ভিড়ের সমাগম তৈরি হয়ে যায় ৷ কোন কোন দূর্গা পূজোর মন্ডপে দেখা যায় জায়গা দিতে পারে না মানুষের ভিড়ের জন্য ৷ আর এই দূর্গা পূজোর মেলায় অনেক ধরনের দোকান পাট বসে এবং কি অনেক রকমের খাওয়ার জিনিস পাওয়া যায় ৷ এবং কি নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা দেখতে পারি ৷

আমাদের দূর্গা পূজো সাধারনত তিন দিন হয়ে থাকে ৷ তারপর আমরা চতুর্থ দিনে বিসর্জন দিয়ে থাকি ৷ আমি দূর্গা পূজা ভ্রমন ২০২১ এ প্রথম দিনে ঘুড়াঘুড়ি এবং কি আনন্দ করতে পারছি ৷ আর বাকি দুই দিন যে ছিল আমি বাড়িতেই ছিলাম ৷ বাকি দুই দিন আর ঘুড়াঘুড়ি করা হয় নি ৷

IMG_20211012_125148.jpg

IMG_20211012_125102.jpg

আমাদের দূর্গা পুজোর যে মূর্তি গুলো বানিয়ে থাকে অনেক সুন্দর ভাবে খোদাই করে বানিয়ে থাকেন ৷ এবং নানা ধরনের নকশা করে থাকে ৷ এবং শুকিয়ে যাওয়ার পর তরা সেই মূর্তি গুলোকে নানা ধরনের রং করে এবং ডিজাইন করে সম্পূর্ন করে থাকেন ৷ তারপর অনেক বড় করে ডেকোরেটর সিস্টেম চালু করা হয়ে থাকে ৷ অনেক বড় করে গেট তৈরি করা হয়ে থাকে ৷ আর বিশেষ করে রাতের যে লাইটিং গুলো আমরা দেখতে পারি সবচেয়ে রাতের দৃশ্য টাই আমাক আরো বেশী ভালো লাগে ৷ অনেক মানুষের ভিড় জমে যায় ৷ রাতের লাইটিং এবং শো দেখার জন্য ৷

Joy ma durga 2018..jpg

IMG_20211014_185136.jpg

IMG_20211014_185055.jpg

IMG_20211014_183348.jpg

Debiganj get ....jpg

সবশেষে আমি ঘুড়াঘুড়ি করার পর একটি আচারের দোকানে আসি ৷ এবং আচার খাই ও কিছু আচার বাড়িতে নিয়ে আসি বোনের জন্য ৷ আমার সব ধরনের আচারের মধ্যে মরিচের আচার টা আমার অনেক পছন্দনীয় ৷

IMG_20211012_125451.jpg

IMG_20211012_125430.jpg

বিষয়দূর্গা পূজা ভমণ ২০২১
ছবি ক্লিক@yoyopk
ডিভাইস নামvivo Y11
লোকেশনW3W
ধন্যবাদ সবাইকে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57653.84
ETH 2354.20
USDT 1.00
SBD 2.35