ফুলের ফটোগ্রাফি || ১০% বেনিফিসিয়ারি @shy-fox এর জন্য

IMG_20220122_121405.jpg

হ্যালো বন্ধুরা

শুরুতেই জানাচ্ছি নমষ্কার ও আদাব 🙏 আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও ভালো আছি ৷ "আমার বাংলা ব্লগে" আমার আজকের ফটোগ্রাফি গুলো হচ্ছে ফুলের ৷ আমি আমাদের বাড়ির পাশে এই ফুল গুলোর ছবি তুলেছি ৷ আশা করে থাকি আপনাদের অনেক ভালো লাগবে ৷ তাছাড়া এমনিতেই আমার মোবাইল ফটোগ্রাফি করার অনেক সখ রয়েছে ৷ মোবাইল ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে ৷ আরেক টা বিষয় হচ্ছে মোবাইল ফটোগ্রাফি করতে হলে অনেক জায়গায় ঘুড়তে যাইতে হয় তারপর ঘুড়ে ঘুড়ে মোবাইল ফটোগ্রাফি করতে হয় ৷

আমি ফুলের অনেক বিষয় নিয়ে কথা বলতে চাই ৷ যেমন আমাদের বাংলাদেশে অনেক ধরনের ফুল রয়েছে ৷ আর প্রত্যেকটি ফুলের একেক ধরনের সৌন্দয্য আর একেক ধরনের গুন রয়েছে ৷ যা আমরা অনেকই জানি ও বুঝি আবার অনেকেই জানে না ও বুঝে না ৷ আমরা সাধারনত ও প্রতিনিয়ত লক্ষ্য করলেই বুঝতে পারি ফুল আমাদের কতটা প্রয়োজন ও প্রয়োজনে আসে ৷

এবং কি এমন ও অনেক ধরনের ফুল রয়েছে যে ফুলের নাম আমরা এখনো অনেকে জানি না ও চিনি না ৷ পরে দেখা যায় ঐ ধরনের ফুল গুলো দিয়েই নানা ধরনের ঔষুধ ও তৈরী করা হয়ে থাকে ৷ এগুলা আসলে অনেকে জানে আবার অনেকেই জানে না ৷ তবে আমাদের জানতে হবে আর বুঝতেও হবে ৷ ফুল পবিত্র জিনিস আর ফুলকে ভালোবাসাই আমাদের কাজ ৷ ফুলের সৌন্দয্য আর সুগন্ধ আমাদের বাড়ি রাস্তাঘাট সবজায়গায় ফুলের সৌন্দয্য এবং সুগন্ধী ছড়িয়ে পড়ে ৷

IMG_20220122_121347.jpg

IMG_20220122_121126.jpg

IMG_20220122_121105.jpg

আপনারা লক্ষ্য করে দেখেন ফুলটির উপরে একটি প্রজাপতি বসে আছে ৷ আর সেই প্রজাপতি টি কিন্তু মধু সংগ্রহ করতেছে ৷ শুধু প্রজাপতি বলে না এমন ও অনেক ধরনের কিছু প্রজাতি রয়েছে ৷ যেই প্রজাতি গুলো ফুলে মধু সংগ্রহ করে থাকে ৷ আমরা সাধারনত অনেক ধরনের পোকা দেখতে পাই ফুলে মধু সংগ্রহ করে কিন্ত সেই পোকা গুলোর নাম আমরা জানি না ৷ তবে পোকা গুলি যে মধু সংগ্রহ করে থাকে সেই সময় টা তাদের দেখলে ছবি তুলতে ইচ্ছে করে এবং সেই সময়ের তাদের সৌন্দয্য গুলা অনেক সুন্দর লাগে ৷

আর ফুল আসলেই আমাদের একটি গুরুত্বপুর্ন জিনিস বলা যায় ৷ কারন শীতকাল সময়ে আমরা অনেক ফুল দেখতে পাই ৷ আর অন্যান্য সময়ে কিন্তু ফুল গুলা ঝরে যায় ৷ আর শীতকাল সময়ে কিন্তু আমরা ফুলের চারা বা টপ বেশী করে লাগিয়ে থাকি ৷ যেমন বাড়ির বেলকনিতে বা বাড়ির ছাদে বা স্কুলে কলেজে এবং কি সরকারি কোন ভবনে ফুল দিয়ে অনেক ভাবে সাজিয়ে রাখে ৷ যেনো সেখানকার পরিবেশ ও সৌন্দয্য টা ফুটে উঠে ৷

IMG_20220122_121705.jpg

IMG_20220122_121737.jpg

IMG_20220122_121749.jpg

সবশেষে বলতে চাই ফুলে বিশেষ বিশেষ কি কাজে ব্যবহার করা হয়ে থাকে ৷ যেমন:

১. প্রথমত আমাদের যে কোন পুঁজার জন্য ফুল বিশেষ প্রয়োজন হয় ৷ ফুল ছাড়া পুঁজা অসম্ভব হয়ে যায় ৷

২. তারপর কোন বড় বড় অনুষ্ঠানে অথীতি কে স্বাগতম জানার জন্য ৷ এবং কি বিয়ে বাড়ি তে ৷

৩. ফুল দিয়ে নানা ধরনের ঔষুধ তৈরী করা হয়ে থাকে ৷ যেটা আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপুর্ন ৷

৪. আর ফুল কে আমরা বেশী বেশী ভালোবাসি জন্য ফুল আমাদের সবার প্রত্যেকের কাছে বিশেষ বিশেষ ভাবে অতি প্রয়োজনীয় হয়ে দাড়িয়েছে ৷

IMG_20220122_121336.jpg

IMG_20220122_121917.jpg

ডিভাইস নামvivoy11
লোকেশনW3W
তারিখ২৩/০১/২০২২
ক্লিক@yoyopk

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি একদম সঠিক টার্নিং এ ক্লিক করা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে প্রথম ফটো এবং প্রজাপতির ফটোগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে শুভেচ্ছা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাইয়া।প্রত্যেকটা ফটোগ্রাফি দেখার মতো ছিলো।বিশেষ করে প্রজাপতির ছবিটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।বর্ণনাটাও সুন্দর দিয়েছেন।শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন আজকে। সত্যিই আপনার তোলা ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ ছিল। আমার কাছে তো সবচেয়ে প্রথম ছবিটা আর প্রজাপতির ছবি গুলো খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু আপনাকে

 2 years ago 

➡️ আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক দুর্দান্ত হয়েছে। প্রত্যেকটি ছবির ক্যাপশন খুব ভাল ছিল। দক্ষতা না থাকলে এমন ক্যাপশন করা সম্ভব নয়। খুব সুন্দর করে আপনি বর্ণনাও করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনি অনেক অসাধারণ কিছু ফটোগ্রাফি করলেন। ফুলের ফটোগ্রাফি গুলো যেমন ভালো লেগেছে, প্রজাপতির ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। আমার কাছে প্রজাপতির ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে। আর অনেক বর্ণনাও করেছেন দেখলাম। অনেক ভালো লাগলো।

হুম আপু আমি সর্ব চেষ্টা করেই যাবো ভালো কিছু পোষ্ট এবং বনর্ণা দেওয়ার ৷ ধন্যবাদ আপু

 2 years ago 

@yoyopk বাংলাদেশের কোন জায়গা সেই লোকেশন টি শেয়ার করতে হবে। পোস্ট টি এডিট করে নিন।

আপু লোকেশন টি ইডিট করে দিয়েছি ৷ ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56355.98
ETH 2973.83
USDT 1.00
SBD 2.14