রসুন চারা রোপন আর উপকারিতা || ১০% বেনিফিসিয়ারি @shy-fox এর জন্য

IMG_20220110_142618.jpg

হ্যালো বন্ধুরা

আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও ভালো আছি ৷ তাহলে চল শুরু করা যাক রসুন চারা যেভাবে রোপন করে এবং তার উপকারিতা ৷ আমাদের বাংলাদেশে রসুন ব্যাপকভাবে রসুন চাষ করা হয়ে থাকে কারন রসুন আমাদের বাংলাদেশ ব্যাপক ভাবে ফলন দেয় ৷ আর কৃষক মানুষ সাধারনত রসুন চাষ করে তারপর এগুলো বিক্রি করে অনেক টাকা পেয়ে থাকে ৷ তাই রসুন চাষে বাংলাদেশের মানুষ অনেকেই আর্থিক ভাবে লাভজনক হচ্ছে ৷ যেমন নদীর আশেপাশে যাদের বাড়ি সেই গুলি জমিতে অন্য ফসলের চেয়ে রসুন ফসল টা অনেক উৎপন্ন হয়ে থাকে ৷ তাই দেখা যায় নদীর পাশে এবং উচু জায়গায় রসন ফসল আবাদ করে থাকে ৷

আমাদের প্রতিনিয়ত রসুন কাজে লাগে ৷ আমরা প্রতিদিন যে তরকারি দিয়ে ভাত খেয়ে থাকি রসুন টা আমাদের লাগবেই ৷ রসুন ছাড়া সবজি সাধারনত ভালো হয় না ৷ কারন রসুন একটি মসলা জাতিয় জিনিস ৷ রসুনের কারনেই শাক সবজিতে এক প্রকার সুগন্ধি সৃষ্টি হয়ে থাকে ৷

চারা রোপন :

১. প্রথমত কিছু মাটিতে চাষ করে ভালোভাবে চাষ করতে হবে ৷ এবং মাটিগুলোর সাথে বালি মিশাল দিতে হবে ৷ তাহলে ঘাস একটু কম হবে ৷ তারপর রসুনের বীজ গুলি আস্তে আস্তে ছিটিয়ে দিতে হবে ৷

২. ১০ দিন পর একটি পানি সেচ দিতে হবে ৷ ৩০ দিন পর হালকা পাতলা আগাছা পরিষ্কার করে দিতে হবে ৷এবং আবার পানি দিয়ে সার প্রোয়গ করতে হবে ৷

৩. ৬০ পর দেখা যাবে বীজ টি রোপন করার উপযোগী হয়ে গেছে ৷

৪. তারপর আমরা সেই বীজ গুলি তুলে রসুন গাছটির সিপা গুলি একটু ছোট করে কেটে ফেলতে হবে ৷ তারপর আমরা ছোট ছোট বেড করে রসুন গাছের চারাটি রোপন করে থাকবো ৷ তবে একেকটি গাছের ফাকা রাখতে হবে চারপাশে ৬ ইঞ্চি করে ৷

উপকারিতা :

রসুন খেলে সাধারনত অনেক ধরনের রোগ ব্যাধি দমন হয়ে থাকে ৷ এবং শরীরের জন্য অনেক উপকারী ৷ রসুন দিয়ে অনেক ধরনের ঔষুধ ও তৈরী করা হয়ে থাকে ৷ যার জন্য রসুন মহাঔষধী নামে পরিচিতি ৷

IMG_20220110_142512.jpg

IMG_20220110_142546.jpg

IMG_20220110_142523.jpg

IMG_20220110_142537.jpg

IMG_20220119_112758.jpg

ডিভাইস নাম : vivo y11
তারিখ : ২১/০১/২০২২

Sort:  
Loading...
 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে৷ আমাদের গ্রামে এই ভাবে রসুন পেঁয়াজ চাষ করা হয়। আপনার রসুন চারা রোপনের ছবিগুলো দেখে মনে পড়ে গেলো। খুবই সুন্দর একটি পোস্ট আপনি আমাদের সাথে শেয়ার করছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58440.50
ETH 2618.70
USDT 1.00
SBD 2.39