বারাসাত উৎসবে একদিন
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
সবাইকে আগাম নতুন বছরের শুভেচ্ছা। আর মাত্র কিছু ঘন্টা আছে বছর শেষ হতে, তারপর আমরা সবাই আবার নতুন একটা বছরে পদার্পন করবো। একটা বছর কিভাবে কেটে গেলো বোঝা গেলো না, দেখতে দেখতে যেন বছর দ্রুতগতিতে শেষ হয়ে গেলো। যাইহোক আজকে আপনাদের সাথে একটা মেলার কিছু দৃশ্য তুলে ধরবো। এই মেলাটার নাম হলো 'বারাসাত উৎসব'। এখন শীতকাল ভর অর্থাৎ পুজোর পরের থেকেই শুধু মেলা আর মেলায় ভরপুর থাকে সমস্ত জায়গা। একটা মেলা শেষ হতে না হতেই আরেকটা শুরু হয় বা একসাথেও আবার দুটো মেলা চলে। মেলা আসলে কখন কোনটা কিভাবে হয়ে যায় টের পাওয়া যায় না চারিদিকে ঘরাঘুরি না করলে।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
এই মেলাটার আগেও দুটো মেলা হয়ে গেছে নভেম্ভর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ অব্দি কিন্তু টের পাইনি, শেষ হওয়ার পরে গিয়ে মনে পড়লো। আমাদের এই বারাসাত উৎসব টাও সেই শতদল ময়দানে হচ্ছে , আর এখানে দূর্গা পুজোর থেকে শুরু করে একটা না একটা চলতে থাকে উৎসবের মেলা। শতদল ময়দানে এই বারাসাত উৎসবের মেলাটা এই বছর হয়ে মোট ২৫ বছরে পদার্পন করেছে, অনেক আগের থেকেই এই মেলাটা হয়ে থাকে। এই মেলা বারাসাতের বুকে অনেক জনপ্রিয়ও বটে। এই রজত জয়ন্তী বর্ষে বারাসাত উৎসব যেন আনন্দমুখরিত হয়ে উঠেছে। এই মেলাটা সপ্তাহ দুইয়ের মতো চলে, এখন শীতের সময় সব মেলাই কোনটা সপ্তাহ কোনটা দুই সপ্তাহ এইরকম ভাবে চলতে থাকে।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
এটাও চলবে জানুয়ারির ৪ তারিখ অব্দি। প্রচুর মানুষের ভিড় হয় এই মেলাতে, আপনি শুধু ভিড় দেখলে ভাববেন যেন এইটা কালী পুজোর ভিড়ের থেকেও কোনো অংশে কম নয়। যেকয়দিন থাকবে সে কয়দিনেই এইরকম ভিড় থাকবে, কোথাও দাঁড়ানোর মতো নেই একমাত্র দোকানের সামনেগুলোতে ছাড়া। অনেক হরেক রকমের জিনিস মেলায় উঠেছে এইবার আর দেখতেও অসাধারণ। এতো গয়না গাটি দেখলাম কিন্তু কাকে যে দেব তাই ভেবে আর নিলাম না 😄। তবে এইবার কিছু কিছু খাবারের দোকান দেখলাম যেমন এই মোদক পাউভাজি, মোদক মোমো এই নামগুলো আমি যেন প্রথম দেখলাম, যদিও আমি এইসব খুব কম খাই এখন মেলায় গেলেও।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
মোদক জিনিষটা কি কিজানি, একদিন আবার যাবো আর খেয়ে দেখবো ভাবছি। মেলায় জিনিসপত্রের দাম তুলনামূলক অনেক কম থাকে, তবে এইবার দামগুলো দেখে কেমন যেন একটু বেশি মনে হলো অর্থাৎ আগে মেলাগুলোতে যে দাম দেখতাম তার থেকে ১৫-২০ টাকা বেশি যেন। ১০ টাকার জিনিসগুলো ১৫ কি ২০ তে চলে গেছে আর এই নিয়ে ওদের সাথে দাম কষাকষি মোটেও করা যাবে না। এই মেলায় একটা জিনিস লক্ষ্য করলাম যে যে দোকানেই উঠেছে সব মোদক লেখা। হস্ত শিল্পেরও অনেক কিছু উঠেছে। ফাস্টফুডের অনেক রকমারি দোকান দিয়েছে কিন্তু দামগুলোও লেভেলের দিয়েছে যাতে কেউ ঠিকঠাক না খেতে পারে 😅।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
চিকেন এর থেকে ফিশ ফিঙ্গারের দাম বেশি। চিকেনের কোনো কিছু খেতে গেলেও মাছের কোনো কিছু খাওয়া অসম্ভব দামের জন্য। তবে পিঠে পুলিগুলো দারুন তৈরি করেছে, ভাপা পিঠে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিলো খেতে। নোলেন গুড়ও উঠেছিল কিন্তু সেগুলো আসল না ভেজাল বোঝাই মুশকিল, আবার বড়ো বড়ো করে লিখেও রেখেছে সেরা স্বাদের আসল নলেন গুড়। যেগুলো এইভাবে লিখে রাখে আমার এইগুলোর প্রতি বেশি সন্দেহ হয়। আর এইখানে মূল আকর্ষণের একটা জায়গা হলো এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্যারীচরণ সরকার মঞ্চ সাজিয়েছে সেইভাবে আর অনুষ্ঠানগুলো খুব আকর্ষণীয় হয়ে থাকে , দেখতেও ভালো লাগে। আমি যখন ঢুকেছিলাম তখন পুতুল বিয়ের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছিল।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
পুতুল বিয়ে বলতে আগে ছোট ছোট বাচ্চারা যে পুতুল পুতুল বিয়ের খেলা খেলতো না সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা আর কি। আজকাল তো এইসব হারিয়ে যেতে বসেছে, এক কোথায় দেখা যায় না এখন আর তাই তারা হারিয়ে যাওয়া বিষয়টা আবার সবার মাঝে এই অনুষ্ঠানের মাধ্যমে ফিরিয়ে এনেছে। এই পুরো বিষয়টা আমি একটা ভিডিও করেছি, তবে ভিডিওটা একটু লম্বা অর্থাৎ ১৬ মিনিটের আছে। যদি বিষয়টা পুরোটা দেখেন ভিডিওর মাধ্যমে তবে আপনাদেরও অনেক ভালো লাগবে। তবে এই ভিডিও করতে গিয়েও হাত পাউর ব্যাথা হয়ে গেছিলো, এতো মানুষের ভিড় আর আমি ছিলাম লাস্টে, ফলে সবার মাথার উপরে হাত তুলে ভিডিও করা মুশকিল খুব। কিন্তু বিষয়টা আমার কাছে এতটা ভালো লাগছিলো যে ইচ্ছা হওয়া সত্বেও ভিডিও করাটা বন্ধ করতে ইচ্ছা হচ্ছিলো না। আর এইজন্যই একটু লম্বা হয়ে গেছে। যাইহোক এই ছিল বারাসাত উৎসবে কাটানো কিছু মুহূর্ত আর ভিডিওটা আমি নিচে দিয়ে দেব।
বারাসাত উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা ভিডিও লিঙ্ক---
All photos what3words location: https://w3w.co/yell.storybook.wishing
শুভেচ্ছান্তে, @winkles
ক্যামেরা | স্যামসুং গ্যালাক্সি M33 5G |
---|---|
লোকেশন | বারাসাত |
তারিখ | ২৯.১২.২০২২ |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বারাসাতে উৎসবের সৌন্দর্যময় মুহূর্তের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। সত্যিই ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।এই মেলার আগে আরো দুটি মেলা হয়ে গেছে। সেই মেলাতে আপনি আসতে পারেননি, কিন্তু এই মেলাতে এসে আপনি ধারুন ধারুণ ফটোগ্রাফি গুলো করেছেন। সত্যিই ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে মেলাটা খুবি জাঁকজমক ছিল। এত সুন্দর ভাবে আয়োজন করেছে যা বলার মতো না। আসলে দাদা আপনার ফটোগ্রাফির মাধ্যমে মেলার দৃশ্য গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। এই ফটোগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
জাতিকে বোকা বানানোর জন্য এসব বলে কোন লাভ নেই দাদা। আমরা কিন্তু আসল রহস্য ঠিকই উদঘাটন করে ছাড়বো। আসলে কার জন্য গয়না কিনতে গিয়েছিলেন সেটাই এখন ভাবার বিষয়। মেলায় গেলে সত্যিই রংবেরঙের দোকান গুলো দেখলে ভালো লাগে। তবে খাবারের দিকে সবার নজর থাকে। সেই সুযোগটা কাজে লাগিয়ে তারাও খাবারের দাম বেশ ভালই নেয়। আসলে এত মানুষের ভিড়ে ফটোগ্রাফি করা কিংবা ভিডিওগ্রাফি করা সত্যিই অনেক কঠিন ব্যাপার ছিল। বেশ কষ্ট করে এই ভিডিওগ্রাফিটি করতে হয়েছে বোঝাই যাচ্ছে দাদা। অনেকটা সময় ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেছেন তাইতো হাতে ব্যথা হয়ে গিয়েছে। পরবর্তীতে কোন মেলায় বা উৎসবে ঘুরতে গেলে সাথে আমাদের হবু বৌদিকে নিয়ে যাবেন। তাহলে আর সমস্যা হবে না। একটু পরপর তাকে দেখলে কষ্ট দুর হয়ে যাবে🤭🤭। ভালো লাগলো দাদা আপনার এই পোস্ট পড়ে। সেই সাথে ভিডিওগ্রাফি দেখে।
বাহ অনেক বছর ধরেই তো মেলা হচ্ছে দেখা যায় দাদা। ২৫ বছর তো দীর্ঘ এক সময়। অনেক ভিড় হয়েছে দেখা যায়। অবশ্য মেলায় ভিড় হবে এটাই স্বাভাবিক। মেলা তো প্রায় শেষের দিকে। তা মোদক জিনিশটা কবে খাবেন দাদা?
ধন্যবাদ দাদা বারাসাত উৎসব নিয়ে চমৎকার পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। মেলা দেখলেই ছোট বেলার কথা মনে পরে যায়। ভীষণ আনন্দ করতাম মেলায় গিয়ে।
বারাসাতের মেলাটি ২৫ বছর হয়ে গেছে, ভাবা যায় 😍।
মেলায় তো অনেক জিনিস দেখলাম, কিছু গয়না কিনতে পারতেন ☺️ আজ নয়তো কাল পরার মানুষ তো ঠিকই আসবে। বেশ কিছু পিঠা তৈরি করছিলো মেলায়, আপনি ভাপা পিঠা খেলেন বেশ স্বাদ করে।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিওটি দারুন ছিল।
ধন্যবাদ দাদা পুরো বিষয়টি দারুনভাবে উপস্থাপন করার জন্য।
দোয়া রইল পুরো পরিবারের জন্য 🥀
আহা গয়না দেওয়ার মানুষ পাচ্ছেন না,আগে বলবেন না আমি খুঁজছি আপনার জন্য।মেলায় গেলেন তাও খুঁজে পেলান না দাদা,এটা কিছু হইলো।🤣আমি কখনওই পুতুল নাচ দেখিনি।যাই হোক অনেক রকমের জিনিস উঠেছে মেলায়।আসলে আগের তুলনায় দাম বেড়ে গিয়েছে তাই হয়ত সব কিছুর দাম কিছুটা বেড়ে গিয়েছে।ভিডিও দেখেই মনে হচ্ছে অনেক দূর থেকে করেছেন।ভালো ছিলো ধন্যবাদ আপনাকে
খুব খারাপ লাগলো শুনে, গয়না দেওয়ার মত মানুষের অভাবের কারণে গয়না কিনতে পারলেন না😜। বারাসাত উৎসবে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। আমার কাছে মেলার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ভিন্ন ধরনের তেলেভাজা খাবারগুলো। তবে আপনি এবার ভাপা পিঠা খেয়েছেন। বিভিন্ন ধরনের কাঠের তৈরি জিনিসগুলো ফটোগ্রাফিতে বেশ সুন্দর লাগছে দেখতে। আলোকসজ্জাটাও খুব সুন্দর দেখাচ্ছে। মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।
আমাদের গ্রামে ও বিশেষ কোনো সময় বিশেষ কোনো কিছুকে কেন্দ্র করে গ্রাম্য মেলার আয়োজন করা হয়।। মেলা মানে আনন্দ এবং উৎসবের সময় যেখানে সব ধরনের মানুষের আনাগোনা এবং বাহার এরকমের খাবার সেই সাথে তো থাকছে বিভিন্ন ধরনের জিনিসপাতির সুমারহ।।
মেলা ভ্রমণ করে আপনি অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন সেই সাথে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো।।
কেন যে শীতকাল আসলে বিভিন্ন মেলাগুলো শুরু হয় বুঝতে পারিনা। শীতের মধ্যে মেলায় যাওয়া খুবই কষ্টকর। তাছাড়া সবসময় মেলাগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে। ইস দাদার একটা বউ থাকলে আর এই চিন্তা করতে হতো না যে কাকে কিনে দেবেন। এই মোদক জিনিসটা আসলে কি? সব জায়গায় কেন মোদক লেখা? জিনিসপত্রের দাম বেশি হবে না কেন বর্তমানে কোন জিনিসের দাম কি আগের জায়গায় আছে। আগে মেলাতে গিয়ে এই পুতুল খেলা গুলো দেখতাম এই পুতুল খেলার ঐতিহ্যগুলো আসলে দিন দিন হারিয়ে গেছে। আপনার ভিডিওটি অনেক দূর থেকে করছেন জন্যই খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। এত দূর থেকে হাত উঁচু করে ভিডিও করলে হাত তো ব্যথা হবে।
আহারে,দাদা আপনার এই কথাটা শুনে একদম হতাশ আর দুঃখভারাক্রান্ত হয়ে গেলাম।কেউ না থাকলেও কিনে জমিয়ে রাখতেন।পরে যখন দেয়ার মানুষ হবে তখন দিয়ে বলবেন এতকিছু কিনে জমিয়ে রেখেছি 🤭।পুরো মেলার ছবিগুলো দেখে আমার সত্যিই খুব খারাপ লাগছে।কারণ দেখছি কিন্তু যেতে পারবো না। আমাদের বাড়ির কাছাকাছি একটা মেলা হত আর প্রতিবছরই অনেকবারই সেই মেলায় যেতাম। কিন্তু এখন সেই মেলাটাও বন্ধ হয়ে গিয়েছে। আর শেষের দিকে ভিডিওটা দেখতে দেখতেই তো আরো উপভোগ করেছি। কারণ খুব সুন্দর হয়েছে, যদিও পিছনে থেকে আপনি এতটুকু ভিডিও কষ্ট করে আমাদের জন্য করেছেন তাই ভালো লাগছে। সত্যি দাদা বেশ ভালো একটা ব্লগ পড়লাম আজকে সকালে। মনটা ভালো হয়ে গেল আরও বেশি।গানগুলো খুব প্রিয়,খুব ভালো লেগেছে।
দাদা বারাসাত উৎসবটা ২৫ বছরে পদার্পন করে রজত জয়ন্তী পুরন করে ফেললো। সেই হিসাবে মেলাটা অনেক পুরাতন। দুই সাপ্তাহ ধরে চললে একদিন তো যাওয়া লাগেই তাই না দাদা,হি হিহি। আপনার বর্ণনা পড়ে আর ছবি দেখে বুঝতে পারলাম কোন জিনিষ বাকি নেই যেটা মেলাতে আসে নাই। আমাদের দিকেও শুনলাম একটি মেলা হবে তবে এতদিন থাকে না। আপনাদের মত আমাদের দিকে শতদল ময়দান নেই। রাস্তাতেই মেলাটা হয়। ধন্যবাদ দাদা।