অঙ্কন: মৌমাছি (শ্রমিক, রানী এবং ড্রোন মৌমাছি ) || ২৩ স্টেপ
আজকে আবার একটি প্রাণীর ছবি অঙ্কন করলাম। আজকে আমি মৌমাছির ছবি অঙ্কন করেছি। এখানে আমি তিন ধরণের মৌমাছির চিত্র অঙ্কন করেছি। এই তিন ধরণের মৌমাছির মধ্যে রয়েছে রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি এবং ড্রোন মৌমাছি। এদের মস্তকে থাকে একটি করে ল্যাবরাম, লেবিয়াম এবং একজোড়া করে থাকে এন্টেনা, ম্যান্ডিবল, ম্যাক্সিলা। এদের দেহ বিভক্ত থাকে মস্তক, বক্ষ এবং উদরে। এদের বক্ষগুলো আবার তিনটি খন্ডকে ভাগ থাকে এবং প্রতিটি খন্ডকে এদের একজোড়া করে পদ থাকে।
এখন অঙ্কনটির স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া হলো---
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
আর্ট, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
Support @amarbanglablog by Delegation your Steem Power
100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
মৌমাছির ছবিগুলি সুন্দর হয়েছে দাদা।
ধন্যবাদ তোমাকে।
মৌমাছি, কোথা যাও নাচিনাচি। ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর এঁকেছেন।
আপনাকেও ধন্যবাদ।
ভাই আজকের ড্রয়িংগুলো বেশী নিখুত এবং চমৎকার হয়েছে। বিশেষ করে আপনি যেভাবে শ্রেণী বিন্যাস করেছেন, তা দারুন হয়েছে। ধন্যবাদ
মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অসাধারণ হয়েছে ছবিগুলো
ধন্যবাদ।
বাহ একটি খুব আকর্ষণীয় চিত্র, ছবি সত্যিই করতে পারেন, খুব অনন্য ..
ধন্যবাদ।
আপনি স্বাগত বন্ধু
কী যে বলবো ভাই ,মৌমাছি ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।
অসংখ্য ধন্যবাদ জানাছি।
আপনার ছবি আঁকার হাত অসাধারণ।
আপনি একদিন অনেক বড় চিত্রকর হবেন।
আপনাকে অনেক ধন্যবাদ।
প্রার্থনা করবেন সেটা যেন হয়।
বেচারা শ্রমিক মৌমাছি পরিশ্রম করে বেশি আবার মোটাও বেশি। 😂
যাই হোক দাদা, অনেক ভালো অঙ্কন করেছেন কিন্তু।