একটি মেয়ে কার্টুন অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটা করেছি একটা কার্টুনের। কার্টুন চরিত্রের আর্টগুলো করতে বেশ ভাল লাগে, কারণ এইগুলো করা বেশ সহজ এবং তাড়াতাড়িও করেও কমপ্লিট করা যায়। তবে এই আর্টটি আবার বিশেষ কোনো চরিত্রের আর্ট না, একটা কাল্পনিক সূত্র অবলম্বনে তৈরি করা বলা যায় । একটি মেয়ের কার্টুন আর্ট যাকে বলে। গতকাল সন্ধ্যার দিকে বসে এই আর্টটি সম্পন্ন করেছিলাম। গতকাল এমনি ভেবে রেখেছিলাম যে একটা কার্টুন আর্ট করবো, কিন্তু সেই মুহূর্তে কোনো বিশেষ একটা কার্টুনের বিষয় মনে আসছিলো না, তাই কার্টুন এর মতো দেখতে একটা মেয়েকে এঁকে ফেললাম। এই আর্টটি নিয়ে তেমন কিছু বলার নেই, তাই এখন সরাসরি মূল বিষয়ের দিকে চলে যাবো। আশা করি আজকের অঙ্কনটা আপনাদের কাছে ভাল লাগবে।
❦উপকরণ:❦
✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরব----
➤প্রথম ধাপে কার্টুন টাইপের মুখমণ্ডল ভালোভাবে এঁকে নিয়েছিলাম এবং সেখানে চোখ, মুখ, চুল এঁকে দিয়েছিলাম। এরপর সরু করে গলার অংশটা এঁকে রেখেছিলাম।
➤দ্বিতীয় ধাপে কার্টুনটির গলার অংশ থেকে বডিটা সম্পূর্ণ এঁকে দিয়েছিলাম। এরপর কাঁধের থেকে টেনে দুই পাশে সরু সরু হাত এঁকে নিয়েছিলাম।
➤তৃতীয় ধাপে পোশাকের মতো দেখতে এঁকে দিয়েছিলাম এবং দুটি পা সম্পূর্ণভাবে এঁকে নিয়েছিলাম। এরপর পায়ে মজা আর কেডস এর মতো দেখতে অঙ্কন করে দিয়েছিলাম। শেষে দুটি হাতে ছোটো ছোটো আঙ্গুল অঙ্কন করে দিয়েছিলাম।
➤চতুর্থ ধাপে কালারিং স্কেচ পেন দিয়ে কার্টুনটির মাথায় চুলের অংশটা সম্পূর্ণভাবে কালার করে দিয়েছিলাম।
➤পঞ্চম ধাপে কার্টুনটির হাত এবং বডির হাফ অংশে কালার করে দিয়েছিলাম।
➤ষষ্ঠ ধাপে কার্টুনটির পোশাকে কালার করে দিয়েছিলাম।
➤সপ্তম ধাপে কার্টুনটির মুখমণ্ডল, চোখের অংশে কালার করে দিয়েছিলাম। এরপর হাতের আঙ্গুলগুলোতে কালার দিয়ে এবং পায়ের অংশের দিকে সম্পূর্ণ কালার দিয়ে অঙ্কনটি এখানে শেষ করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আসলে দাদা কার্টুন দেখতে আমি খুবই পছন্দ করি, আর আজকে আপনি কার্টুন এর চিত্র অঙ্কন করেছেন।কার্টুনের চিত্র অঙ্কন করতে দেখতে আমার খুবই ভালো লাগে। আসলে আমি চিত্র অংকন খুব একটা পারিনা, তাই দেখতে খুবই ভালোবাসি। আপনার চিত্র অংকন ছিল একদম অরজিনাল হুবহু হয়েছে। সত্যিই এত দক্ষতার সাথে আপনি যে চিত্রটি অঙ্কন করেছেন, দেখে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে উপস্থাপনও করেছেন, আপনার দক্ষতা অসাধারণ যত দেখি ততই ভালো লাগে। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া এই টাইপের আর্টগুলো করতে আসলেই খুবই কম সময় লাগে যারা অনেক ভালো আর্ট করে তাদের জন্য। কার্টুন চরিত্রের আর্টগুলো খুব ভালো লাগে দেখতে। আপনি আজকে একটি মেয়ের সুন্দর আর্ট করেছেন।মেয়েটি অনেক কিউট লাগছে। বিশেষ করে মেয়েটির জামার ভাঁজ এবং জুতাটা খুব নিখুঁতভাবে করেছেন জন্য খুব ভালো লাগছে। ধন্যবাদ দাদা।
আপনার অংকনগুলো আমার সবসময়ই ভালো লাগে দাদা। আপনার কল্পনা শক্তির তারিফ আমি সবসময়ই করি। আপনি হঠাৎ করেই চিন্তা করে একটা আর্ট দাড় করাতে পারেন, এটা অনেক বড় প্রতিভা। এধরনের অংকন করতে সময় কিছুটা কম লাগলেও দেখতে বেশ সুন্দর কিন্তু।
সবমিলিয়ে এই চমৎকার কাজটি আমাদের উপহার দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
দোয়া রইল পুরো পরিবারের জন্য 🥀
দাদা,ঘটনা কি আপনি মেয়ে আঁকলেন কেন😉,সব রেখে।বিষয় টা তদন্ত করা দরকার।যাই হোক কার্টুন হলেও দেখতে বেশ ভালো হয়েছে। ড্রেসের কালার টা বেশ সুন্দর হয়েছে।বাবা জুতা মোজা ও পরেছে দেখি।আসলে খুব কম সময়ে এই আর্টগুলো সম্পূর্ণ করা যায়।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
দাদা কেমন আছেন, আশাকরি ভাল আছেন আপনি। আপনি আজ একটি মেয়ের কার্টুন এঁকে আমাদের মাঝে শেয়ার করেছেন, দারুন হয়েছে। মেয়েটির চোখ দুটো খুব সুন্দর লাগছে। তার ড্রেসটিও খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর করে এঁকেছেন।অনেক ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
দাদা আপনার কল্পনায় যে এত সুন্দর মেয়ে থাকে সেটা তো জানা ছিল না,হা হা হা। কার্টুনটি এত সুন্দর হয়েছে এটা যে আর্ট করা হয়েছে প্রথম দেখায় কারো বুঝার কোন সাধ্য নেই । চুল,পোষাক,জুতা সব কিছু এত নিখুঁত হয়েছে যে ভুল ধরার কোন উপায় নেই। তবে এটাও ঠিক এই কার্টুনটি অঙ্কন করতে বেশি সময় লাগেনি তবে চিন্তা করতে সময় লেগেছে। যায়হোক আপনার অঙ্কন সবসময় ভাল হয়,সেটা সবাইকে মানতে হবে। ধন্যবাদ দাদা।
কার্টুন চরিত্র আর্ট করা আপনার কাছে সহজ মনে হলেও আমার কাছে কিন্তু বেশ কঠিন লাগে। আসলে আপনি অনেক দক্ষতার অধিকারী বলেই হয়তো আপনার কাছে সব বিষয় সহজ মনে হয়। আমি তো আর্ট করতে গেলেই একেবারে নিজেই অবাক হয়ে যাই। এমন খারাপ হয় যে শেয়ার করার মত থাকে না। কার্টুন চরিত্রের এই মেয়েটিকে দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছে। দেখতেও অনেক সুন্দর হয়েছে। মনের কল্পনা থেকে এবং রং পেন্সিলের ছোঁয়ায় দারুনভাবে এঁকেছেন দাদা। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ দাদা দারুন একটি কার্টুন চরিত্র এঁকে শেয়ার করার জন্য।
আশা করি দাদা ভালো আছে? আপনার মেয়ে কার্টুন বেশ দুর্দান্ত হয়েছে । আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে মেয়ে কার্টুন অঙ্কন করেছেন। মেয়ে কার্টুন দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে রং করাতে খুবই অসাধারণ লাগছে। এত চমৎকার চিত্র অংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।
অল্প উপকরণে অঙ্কন টি খুব সুন্দর এবং স্পষ্ট ফুটে উঠেছে । এই blog টি মনে করিয়ে দেয় "মনের ইচ্ছে থাকলে সামান্য কিছু দিয়েও বৃহৎ কিছু করা সম্ভব"
ধন্যবাদ!
একটা নতুন কার্টুন দেখতে পেলাম আপনার এই পোস্টের মধ্যে দিয়ে। অনেক সুন্দর হয়েছে কার্টুনটি। আসলে কার্টুন দেখতে অনেক ভালো লাগে আমার। আর এখনও সুযোগ পেলে দেখি। তাই অনেক খুশী হলাম আপনার এই পোস্টের মধ্যে দিয়ে নতুন একটা কার্টুন চরিত্র দেখে।