বিকালে খড়িবাড়ির দিকে ঘুরতে গিয়ে তোলা কয়েকটি আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ3 years ago


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles


What3words Location: https://w3w.co/microphones.genuineness.collected

গতকাল পুনরায় আবার খড়িবাড়ির দিকে ঘুরতে গিয়েছিলাম বিকালের দিকে। এখান থেকে ১০-১২ দিন আগে একবার গিয়েছিলাম বিকালের দিকে , ফলে কিছুদিন পরে গিয়ে আমেজটা বেশ ভালোই লাগছিলো। মূলত আমার খড়িবাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল না। আমি গতকাল বাদু বাজার এর দিকে গিয়েছিলাম একটা উরুত্বপূর্ণ কাজে এবং সেখানে কাজ সারতে সারতে প্রায় অনেকটা সময় লেগে গিয়েছিলো।

এছাড়া বাদু বাজারের নিকটে আমার স্কুল লাইফ এর কিছু পুরোনো বন্ধুদের বাড়ি ছিল। ফলে কাজ সেরে আমি যখন রাস্তার দিকে উঠতে যাই তখন সেখানে দুইজনের সাথে দেখা হয়ে যায় হঠাৎ করে। তারা আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খুব জড়াজড়ি করছিলো কিন্তু করোনা পরিস্থিতিতে আর যাইনি , ফলে রাস্তায় দাঁড়িয়ে থেকে কথাবার্তা সেরে নিলাম।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles


What3words Location: https://w3w.co/microphones.genuineness.collected

এরপর কথাবার্তা বলতে বলতে প্রায় ৫ টার কাছাকাছি বেজে যায়। বাদু বাজার থেকে খড়িবাড়ির দিকে যেতে মাত্র ১৫ মিনিট সময় লাগে, কারণ বাদু বাজারের নিকটে খড়িবাড়ি একেবারে বলতে গেলে। যাইহোক সেই দুই বন্ধু আমাকে বললো হাতে এখনো সময় আছে যখন তখন খড়িবাড়ির দিক থেকে ঘুরে আসি ৩ জন। আমিও তাদের কথামতো চলে আসলাম খড়িবাড়ির দিকে এবং একটি খালের পাশে গিয়ে দাঁড়ালাম।

খাল বললে একেবারে ভুল হবে কারণ সেখানে অনেকজায়গায় ঘের মতো করে মাছ চাষ করে থাকে কিন্তু বৃষ্টির জলে থৈ থৈ করছে এখন । সেখানে বিভিন্ন জায়গার মানুষ বিকালে আসে এবং কিছুটা বিকালের মুহূর্তে সবার মাঝে কোলাহলের সৃষ্টি হয় যেটা দেখে একপ্রকার বেশ ভালোই লাগে। সেখানে একটা বিষয় নজরে পড়েছিল যে দূর থেকে কিছু ছেলেমেয়ে এসে জন্মদিন পালন করছে সেখানে। সব মিলিয়ে একপ্রকার কালকে বিকালের মুহূর্তটা ভালোই কেটে গেলো। এরপর সন্ধ্যা হয়ে আসতেই বাড়ির দিকে রওনা দিলাম।

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরারেডমি নোট ৭
ক্যাটাগরিফটোগ্রাফি
লোকেশনখড়িবাড়ি
তারিখ১৮.০৮.২০২১


Discord Link: https://discord.gg/5aYe6e6nMW

Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর জায়গা।

 3 years ago 

সুন্দর প্রকৃতির দৃশ্য। ধন্যবাদ আপনার সুন্দর মূহুর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জায়গাটা দেখতে অনেক ভালো এবং সুন্দর লাগছে, মনে হচ্ছে পিকনিক এর জন্য উপর্যুক্ত জায়গা। ফটোগ্রাফিগুলো ভালো হয়েছে।

 3 years ago 

আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ আপনার ভ্রমণ অবশ্যই খুব উত্তেজনাপূর্ণ এবং মজাদার হতে হবে, আপনার ছবিগুলিও খুব নিখুঁত এবং সুন্দর।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

🥰🥰

 3 years ago 

মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

দারুন সুন্দর উপভোগ্য মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ তোমাকে

 3 years ago 

তোমাকেও ধন্যবাদ।

ভাইয়া অসাধারণ হয়েছে আপনার সকল ফটোগ্রাফি গুলো। বিশেষ করে রাস্তার ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রকৃতির অপরূপ রূপকে দেখতে, উপভোগ করতে এবং তার মাঝে ঘুরতে সব সময়ই ভালো লাগে।
শুভ কামনা রইল ভাইয়া।

 3 years ago 

প্রকৃতির অপরূপ রূপকে দেখতে, উপভোগ করতে এবং তার মাঝে ঘুরতে সব সময়ই ভালো লাগে।

ঠিকই বলেছেন প্রকৃতির মাঝে থেকে সবকিছু দেখার মজাই আলাদা। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভ কামনা ভাইয়া।

 3 years ago 

খড়িবাড়ির মনোরম প্রাকৃতিক পরিবেশটি খুবই সুন্দর।বিশেষ করে রাস্তা এবং রাস্তার পাশে বৃষ্টির জলের থৈ থৈ অপরূপ দৃশ্য।ছবিগুলি ভালো ছিল।ধন্যবাদ দাদা।

ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। ভাই

 3 years ago 

আপনার সুন্দর ঘন মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ।

 3 years ago 

ছবিগুলো সুন্দর। সাথে উপস্থাপনা ও দিনের কাজের বর্নণা টা সুন্দর।বাংলাদেশের দক্ষিণঞ্চলে এই রকম ঘের করে মাছ চাষ করা হয়।বিশেষ করে নিম্নঅঞ্চলে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65858.36
ETH 3493.88
USDT 1.00
SBD 2.53