একটি হরর দৃশ্যের চিত্র অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা নতুন আর্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটা একটু ভিন্ন লেভেলের তৈরি করেছি। আজকের আর্টটা একটু ভুতুড়ে টাইপ এর করেছি। আগে হরর ছবি দেখা হতো প্রচুর, এখন আর রাতে দেখার সময় করে উঠতে পারিনা। এই হরর আর্টটা আসলে কিছু মনে করে তৈরি করা না, হঠাৎ করে ইচ্ছা হয়েছিল আঁকার তাই এঁকে ফেলেছিলাম । এই আর্টটা এঁকেছি যদিও আরো দুইদিন আগে। এখানে আর্টের মাধ্যমে একটা নিশি রাতের দৃশ্য অঙ্কন করেছি যেখানে একটা আত্মা রূপে কেউ দাঁড়িয়ে আছে আর একটা ভুতুড়ে টাইপ এর ঘর পাহাড়ের মতো দেখতে উপরে এঁকে দিয়েছি। মোটামুটি অঙ্কনের মাধ্যমে একটা ভুতুড়ে দৃশ্যের প্রতিফলন তুলে ধরার চেষ্টা করেছি। যাইহোক, আশা করি আজকের এই ভুতুড়ে দৃশ্যের অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়ের দিকে চলে যাবো।
![]() |
|---|
☬উপকরণ:☬
✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---
![]() |
|---|
➤প্রথম ধাপে একটি পাহাড়ি রাস্তার মতো এঁকে নিয়েছিলাম এবং পরে পাহাড়ের উপরে একটা বাড়ি তৈরি করে নিয়েছিলাম। এরপর নিচের দিকে লতা, পাতাহীন একটা গাছ এঁকে দিয়েছিলাম এবং পরে একটি চাঁদের মতো দেখতে এঁকে দিয়েছিলাম।
![]() |
|---|
➤দ্বিতীয় ধাপে পাহাড়ের গায়ে একটি ভুতুড়ে সুড়ঙ্গ এর মতো তৈরি করে দিয়েছিলাম এবং সেখানে একটি মাথার খুলি অঙ্কন করে দিয়েছিলাম। এরপর একটি আত্মার মতো দেখতে এঁকেছিলাম এবং গাছের ডালে পেঁচা আর উড়ে যাওয়া দুটি চামচিকার ছবি এঁকেছিলাম।
![]() |
|---|
➤তৃতীয় ধাপে পেনের কালী দিয়ে সব বিষয়গুলোকে আরো স্পষ্ট করে তুলেছিলাম এবং পেঁচাটিকে কুচকুচে কালো করে দিয়েছিলাম কালী দিয়ে।
![]() |
|---|
➤চতুর্থ ধাপে আকাশে নিশি রাতের মতো দেখতে হাফ অংশ কালার করে দিয়েছিলাম।
![]() |
|---|
➤পঞ্চম ধাপে গাছটিকে পেন দিয়ে সম্পূর্ণ কালো করে দিয়েছিলাম।
![]() |
|---|
➤ষষ্ঠ ধাপে নিশি রাতের মতো দেখতে বাকি থাকা অংশটা কালার করে সম্পূর্ণ করেছিলাম। এরপর চামচিকা দুটিকে কালার করে দিয়েছিলাম।
![]() |
|---|
➤সপ্তম ধাপে পাহাড়ি রাস্তা এবং পাহাড়ের নিচে যে ভূতুরের মতো দেখতে সুড়ঙ্গ অঙ্কন করেছিলাম সেই স্থানে সম্পূর্ণ কালার করে দিয়েছিলাম।
![]() |
|---|
➤অষ্টম ধাপে নিচে কালার দিয়ে সবুজ ঘাসের মতো দৃশ্য এঁকেছিলাম।
![]() |
|---|
➤নবম ধাপে ভুতুড়ে ঘরটিকে কালার করে দিয়েছিলাম।
![]() |
|---|
➤দশম ধাপে নিচে কিছু ঘাসের মতো দেখতে এঁকে দিয়েছিলাম এবং যে আত্মাটি কালারের সাথে মিশে গিয়েছিলো সেটিকে খুবই হালকা করে ফুটিয়ে তুলেছিলাম আর অঙ্কনটিকে এখানেই শেষ করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |















আসলে দাদা আপনার চিত্র অংকন গুলো আমি যত দেখি ততই ভালো লাগে। আজকে আপনি খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করলেন। এই চিত্রটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে ভুতের চিত্র এভাবে অংকন করার মধ্যে একটা শান্তি রয়েছে। আসলে ভূতের মুভি গুলো আমার খুবই ভালো লাগে। আজকে আপনি খুবই সুন্দর একটি ভূতের চিত্র অংকন করলেন এবং ভুতের একটি ঘর অংকন করেছেন। সত্যি দাদা আপনার চিত্রটি একদম অরজিনাল হয়েছে। এত সুন্দর একটি চিত্র অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ছোট থাকতে ভুতের ছবিগুলো দেখলে খুব ভয় লাগতো। এখন আর ভয় লাগে না। ভূতের ছবি দেখে রাতে ঘুমাতে পারতাম না। আপনি খুব সুন্দর করে হরর দৃশ্য চিএ অংকন করেছেন। প্রতিটি ধাপ সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।
দাদা ভূতের ছবি বা মুভি দেখলে সেই রাতে ঘুমাতে পারতাম না এক সময়ে ৷ যা হোক যদিও এখন সেসব মুভি দেখা হয় না ৷
তবে ভূত বলে কিছু আছে সেটা তো সামান্য মনের ভ্রম ৷
যা হোক আপনি চমৎকার একটি হরর দৃশ্যের চিত্র অঙ্কন করেছেন ৷ অনেক ভালো লাগলো দেখে ৷ অনেক ধন্যবাদ দাদা ৷
ভালো থাকবেন নিজের যত্ন নিবেন ৷
দাদা একটা সময় আমিও প্রচুর হরর মুভি দেখতাম, এখন আর সময় পাইনা তেমন।
আজকের আর্ট কিন্তু দূরদান্ত। আপনার চিন্তা শক্তির তারিফ করতে হয়। আর কালার কম্বিনেশন চোখে পরার মত ছিল। সবশেষে আত্মা ফুটিয়ে তুলেছেন, আমি ছবিটি বেশ খেয়াল করে দেখলাম একটা আত্মা রয়েছে।
সবমিলিয়ে অসাধারণ সুন্দর একটি অংকন।
দোয়া রইল পুরো পরিবারের জন্য 🥀
দাদা ভাল আছেন আশাকরি। আপনি এত সুন্দর আর্ট করেন আমি তাকিয়ে ভাবি কিভাবে এত সুন্দর ফুটিয়ে তোলেন সবকিছু।প্রকৃতি,গ্রাম, কার্টুন,আজ আবার হরর দৃশ্য। দারুনভাবে ফুটিয়ে তুলেছেন দাদা।আমি মুগ্ধ হয়ে যাই।আপনার থেকে ছিটে ফোঁটা কিছু যদি আমায় দিতেন আমি ও আঁকতে পারতাম।😂হরর দৃশ্য বা ভয়ংকর দৃশ্য ঠিক আপনি ফুটিয়ে তুললেন আঁকতে। আমার মনে কোন দৃশ্য খুব সুন্দরভাবে আঁকা আছে কিন্তু ফুটিয়ে তোলা হাতের দ্বারা আর হয় না। ধন্যবাদ সুন্দর আর্টটি শেয়ার করার জন্য। ভাল থাকবেন দাদা।
অনেকদিন পর আর্ট!এই দৃশ্যটা দেখে আমার কেনো জানিনা টম এন্ড জেরীর ওই ডায়নীর বাড়ির মতো লাগলো।
হা হা হা, আপনি ঠিক ধরেছেন আপু। দৃশ্যটার মাঝে এমন একটি ভাব দেখা যায়।
একটা সময় হরর মুভি খুবই দেখা হতো। কিন্তু এখন আর খুব একটা দেখা হয় না। মাঝে মাঝে তো আমার বোনসহ অনেক রাতে হরর মুভি দেখতাম। আর একটু পর পর ভয়ে গুটিশুটি হয়ে যেতাম। এর পরে তো একা একা বাথরুমে যেতেও ভয় লাগতো 😅। যাই হোক দাদা আপনার আর্টের মাধ্যমে সুন্দর ভাবে ভুতুরে একটি বাড়ির প্রতিচ্ছবি উপস্থাপন করার চেষ্টা করেছেন। হরর টাইপের একটি আর্ট করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো দাদা। আসলে ভিন্ন কিছু করতে ভালই লাগে। আর্ট করতে বসলে হয়তো হঠাৎ করেই অন্য রকমের চিন্তা মাথায় চলে আসে। আর সেই চিন্তা থেকে দারুন এঁকেছেন দাদা। কালার কম্বিনেশন এবং থিম সবমিলিয়ে সবকিছুই দারুন ছিল।👌👌
জী দাদা আজকের আর্টটির মাঝে সত্যিই ভূতের বাড়ির দৃশ্য ফুটে উঠেছে। গাছের মধ্যে পাতা নেই, গাছের ডালে পেচাঁ বসে আছে, বাঁদুড় উড়ছে। আবার দেখা যায় একটি কংকালের মাথা পড়ে আছে, এক পাশে কে যেন দাড়িয়ে আছে। ঘরের মধ্যে কোন মানুষজন নাই। সব মিলিয়ে পুরো পুরি একটি ভূতরে দৃশ্য হয়েছে। আর্টটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা।
দাদা ছোট্ট থাকতে ভুতের ছবিগুলো যখন দেখতাম মনে হতো ওই রকম বাস্তবিক কোন দৃশ্য কল্প মনে হয় কোথাও আছে। মনে মনে ভাবতাম এই ভুতুড়ে জায়গা গুলো যেন আমার সামনে না পড়ে। অনেক ভয় পেতাম রাতে শোয়ার সময় সেই ভুতুড়ে ছবির কথা মনে পড়লে অনেক ভয় লাগতো। বড় হওয়ার পর ভূত পেত্নী এগুলো তেমন একটা বিশ্বাস হয়না ভয়ও করেনা । হরহর ছবির দৃশ্য খুব সুন্দর করে চিত্র অঙ্কন করেছেন দেখেছি । ভূতের যে ছবিগুলো দেখেছি ঠিক এইরকম একটা বাড়ি তার সামনে অসৎ বড় গাছ যেটা মরা তার এই দৃশ্য পট বসে আছে ভূত পেত্নী। আবার যখন এগুলো নিয়ে ভাবতাম স্বপ্নে অনেক বার ভূতের কাছে ধরা খেয়েছি। 🤩
কথায় আছে গাইতে গাইতে গায়েন আর বাজাতে বাজাতে বায়েন। আপনিও একটি একটি করে ছবি আকতে আকতে বেশ দক্ষ হয়ে উঠেছেন। প্যাচা আর বাদুরের ছবি দেয়াতে সত্যিকারের একটা ভয়ের ভাব চলে এসেছে ছবিটিতে। ধন্যবাদ দাদা।