রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজকে আপনাদের সামনে আমি নতুন একটি অঙ্কন নিয়ে হাজির হলাম। আজকের অঙ্কনটি আমি একটু ভিন্ন ধরণের করেছি। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর একজন শুধু বিখ্যাত কবি ছিলেন তা নয়, তার সাথে সাথে তিনি গল্প, নাটক, সঙ্গীত ইত্যাদি অন্যান্য বিভিন্ন পেশায় পারদর্শী ছিলেন। এছাড়া তিনি তার কাজের জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন। যাইহোক এই অঙ্কনটিতে আমি যেটা দেখিয়েছি সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর টেবিলের উপরে বই পড়ছে। আশা করি এই অঙ্কনটি আপনাদের ভালো লাগবে।
❦উপকরণ:❦
✔এখন অঙ্কনটির ধাপগুলো নিচে তুলে ধরবো--
☛প্রথম ধাপে আমি মাথার গঠন মতো তৈরি করে নিয়েছিলাম এবং দুটি চোখ আর ভ্রু অঙ্কন করে নিয়েছিলাম। নাকের দিকে সামান্য একটু টেনে রেখেছিলাম।
☛দ্বিতীয় ধাপে আমি নাকের বাকি অংশটা অঙ্কন করে নিয়েছিলাম এবং গোঁফ অঙ্কন করে দিয়েছিলাম। এরপর মাথার দিকে চুলের শেপ তৈরি করে নিয়েছিলাম এবং সেই সাথে দাড়িও।
☛তৃতীয় ধাপে আমি শরীরের এক সাইড এবং একটি হাত অঙ্কন করে নিয়েছিলাম। সেই সাথে শরীরের উপরে পোশাকের শেপটাও তৈরি করে নিয়েছিলাম। হাতে একটি চশমা অঙ্কন করে দিয়েছিলাম।
☛চতুর্থ ধাপে আমি শরীরের বাকি অংশ এবং হাত অঙ্কন করে দিয়েছিলাম। এরপর একটা টেবিল মতো দেখতে অঙ্কন করেছিলাম এবং দুটি বই অঙ্কন করে দিয়েছিলাম যেটা হাত দিয়ে ধরে আছে এইরকম দেখিয়েছি।
☛পঞ্চম ধাপে আমি হাতের পাশে একটি পিলার মতো অর্থাৎ স্ট্যান্ড মতো দেখতে অঙ্কন করেছিলাম এবং তার উপরে একটা জ্বলন্ত প্রদ্বীপ অঙ্কন করে দিয়েছিলাম।
☛ষষ্ঠ ধাপে আমি চুল এবং দাড়ির সাইড দিয়ে হালকা করে কালী টেনেছিলাম। সেই সাথে পোশাকের সাইডগুলোতেও টেনে দিয়েছিলাম। এরপর বইয়ের উপরে হালকা করে একটু কালী টেনেছিলাম অর্থাৎ কিছু লেখা আছে এমন দেখিয়েছিলাম।
☛সপ্তম ধাপে চুল, দাড়ি এবং গোঁপে হালকা কালো কালী দিয়ে দিয়েছিলাম। অর্থাৎ এখানে বিষয়টি হালকা কালো এবং হালকা সাদা আছে সেইটা দেখিয়েছি।
☛অষ্টম ধাপে মুখটা কালার করে দিয়েছিলাম ।
☛নবম ধাপে পোশাকের এক সাইডে দুটি ভিন্ন কালার করে দিয়েছিলাম।
☛দশম ধাপে পোশাকের বাকি অংশটা কালার করে সম্পূর্ণ করেছিলাম।
☛একাদশ ধাপে পিলার মতো দেখতে আর প্রদ্বীপটা কালার করে দিয়েছিলাম।
☛দ্বাদশ ধাপে অর্থাৎ শেষ ধাপে টেবিলটা এবং বই দুটি কালার করে দিয়েছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বাহ। বেশ ভালো হয়েছে। মাঝ বয়সী রবি ঠাকুর। তুমি তো দেখছি বায়োলজির ছবি আঁকা থেকে শুরু করে সব ছবিই পারো। বইয়ের নামটা কি?
ঐ মনে হলো তাই একটু মাঝ বয়েসী তৈরি করে ফেললাম। কিজানি বইয়ের নাম কি দিয়েছিলাম, হিজিবিজি একটা টেনে দিয়েছিলাম 😆
রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক সুন্দর করে আপনি চিত্রটি অঙ্কন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর একজন জ্ঞানী এবং গুণী ব্যক্তি যাকে সারা বিশ্বের মানুষ চেনে জানে। তার কবিতা, গল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ, ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুর-এর ব্যাখ্যা আমি ভালোভাবে দিতে পারব না। তবে আপনার হাতে চিত্র অংকটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের অরজিনিয়াল ছবি ভেসে উঠেছে। ভাইয়া আপনার হাতে জাদু আছে এটা মানতে হবে। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন এবং খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আমাদের সাথে এত সুন্দর একটা চিত্র অংকন ভাগাভাগি করে নিয়েছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া।
রবীনাথ ঠাকুরের একটা অনবদ্য দৃশ্যমান চোখের সামনে দেখতে পাচ্ছি ভাইয়া। সত্যি অনেক সুন্দর হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাংকন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। @hayat221
রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান ব্যক্তি যার কোনো তুলনা হয় না। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। @robiull
ওয়াও!!এক কথায় অসাধারণ দাদা। রবীন্দ্রনাথের চিত্র টা দেখতে খুব সুন্দর লাগছে।আপনার হাতে জাদু আছে দেখছি। শুভকামনা দাদা।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
বাহ ভাই অনেক সুন্দর হয়েছে। আপনি এমন ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা আর্ট করেছেন যেন, কবিগুরুর জীবনটা ফুটে উঠেছে । ধন্যবাদ ভাই।
অঙ্কনের মাধ্যমে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
এটা কি আদৌ সম্ভব? আমার বিশ্বাসই হচ্ছে না এটি কোন হাতের চিত্রাংকন.। অনেক বড় মাপের আর্টিস্ট হলে তবেই এটি তৈরি করা সম্ভব।
অসাধারণ আর্টিস্ট এর পরিচয় দিয়েছেন দাদা আপনি। সত্যিই খুবই চমৎকার খুবই খুবই
চেষ্টায় সবই সম্ভব। একজন আর্টিস্ট এর কাছে এই ধরণের অঙ্কন ফুটিয়ে তোলা কোনো ব্যাপার না। চিত্রকলা একটা বড়ো শিল্প কলা, এটাকে যে রপ্ত করতে পারবে ঠিকঠাক সে সব হাতের ভ্যালকিতে তৈরি করতে পারবে। এটি আমার অঙ্কন করতে জাস্ট ৩ ঘন্টা সময় লেগেছিলো কালার দিয়ে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
অনুপ্রেরণামূলক মন্তব্য দাদা। চমৎকার
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার জীবনী অনন্য তাৎপর্যময়।একজন মহান মানুষ তিনি। আর কাগজের পাতায় ওনার চিত্রাংকনটি অনেক সুন্দর হয়েছে। মনজুড়ানো একটি ছবি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন, তার মতো মহান ব্যক্তিত্বের মানুষ এর তুলনা হয় না। আর অঙ্কনটি আপনার ভালো লেগেছে তার জন্য অনেক ধন্যবাদ।
অসাধারণ সুন্দর হয়েছে। আপনি ধাপে ধাপে সব কিছু উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি রবীন্দ্রনাথ ঠাকুরের অংকন করা ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটি অসাধারণ একেছেন দাদা। দেখে মনে হচ্ছে রবীন্দ্রনাথ সত্যি সত্যি বই নিয়ে টেবিলে বসে রয়েছে। আপনার আর্টের প্রশংসা না করে পারছি না।
একটু বাস্তবমুখী করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। আপনার অঙ্কনটি অনেক ভালো লেগেছে এইজন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।
😍
দাদা আপনার আঁকানো রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চিত্রটি দেখে মনে হচ্ছে একদম বাস্তব ভাবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বই হাতে দাঁড়িয়ে আছেন। দাদা এই অংকটির যত প্রশংসা করবো ততই কম হয়ে যাবে। অনেক অনেক সুন্দর এঁকেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার প্রশংসায় আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার অঙ্কনটি এতো ভালো লেগেছে তার জন্য আমিও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
খুব দারুন ভাবে কবিগুরুর ছবিটি একেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার হাতে জাদু আছে সেজন্য ছবিটা এতোটা সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য।