অঙ্কন: যৌগিক মাইক্রোস্কোপ

in আমার বাংলা ব্লগ3 years ago

আজকে একটি অন্যধরণের অঙ্কন করলাম। এই অঙ্কনটি অন্যান্য অঙ্কনের থেকে একটু আলাদা। আজকে আমি একটি মাইক্রোস্কোপের চিত্র অঙ্কন করেছি। এই মাইক্রোস্কোপটির নাম হলো যৌগিক মাইক্রোস্কোপ। তাহলে এই মাক্রোস্কোপের বিষয়ে সামান্য কিছু আলোকপাত করা যাক। এই মাইক্রোস্কোপগুলোর সমস্ত বডি ধাতব দ্বারা গঠিত হয়। মূলত সব ধরণের মাইক্রোস্কোপের বডি ধাতব দ্বারা গঠিত। এই মাইক্রোস্কোপের অনেকগুলো অংশ থাকে যেমন স্তম্ভ, পাদদেশ, বাহু, মঞ্চ, ক্লিপ, দেহনল, টানানল, অভিনেত্র, নোজপিস, দর্পন, অভিলক্ষ্য। এই যৌগিক মাইক্রোস্কোপ ছাড়াও আরো একটি মাইক্রোস্কোপ আছে যেটা আমি পরবর্তীতে কোনো একদিন অঙ্কন করে দেখাবো।

আর্ট, @winkles

শুভেচ্ছান্তে, @winkles

Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP
Sort:  
 3 years ago 

বেশ দারুণ হয়েছে, স্কুল জীবনে এই রকম বিভিন্ন বিষয় ড্রয়িং করতাম, তারপর আর সুযোগ হয় নাই। আপনার ড্রয়িংগুলো দেখে স্কুল জীবনের কথা মনে পরে গেল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

বিজ্ঞান বিভাগে প্রচুর অঙ্কন করা লাগে।

 3 years ago 

যখন মাধ্যমিকে পড়তাম তখন জীববিজ্ঞান প্রাকটিক্যালের জন্য আমাকে আঁকতে হয়েছিল তখন অনেক কষ্টে এই অণুবীক্ষণ যন্ত্রটি আর্ট করেছিলাম। ভালো হয়েছে। ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ।

মাইক্রোস্কোপের কিছু কিছু পার্ট আছে যেগুলো ড্রয়িং করতে গেলে একটু সমস্যার মুখোমুখি হতে হয়।

 3 years ago 

সম্মানিত মডারেটর @winkles আপনার অঙ্কন নিঃসন্দেহে খুবই ভালো হয়েছে, কিন্তু আপনি স্টেপ ওয়াইজ দেখানোর চেষ্টা করবেন না হলে বাইরে থেকে downvote পড়তে পারে ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60811.44
ETH 2350.21
USDT 1.00
SBD 2.52