প্লুমেরিয়া ওবটুসা ফুলের আলোকচিত্র ( Benificiary 10% @shy-fox )

in আমার বাংলা ব্লগ3 years ago


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles


What3words Location: https://w3w.co/rise.rigs.slurping

এইগুলো হলো একধরণের ফুল। এই ফুলগুলো প্রজাতিগত দিক থেকে অনেকটা ভিন্ন। এই ফুলগুলোর প্রায় পঞ্চাশটারও বেশি প্রজাতি আছে পৃথিবীতে। এই ফুলগুলোকে সাধারণত প্লুমেরিয়া ওবটুসা বলে জানা গিয়ে থাকে। এই ফুলগুলো মূলত এই প্লুমেরিয়া প্রজাতির একটি প্রজাতি।

এই ফুলের যত প্রজাতি আছে বর্তমানে সবগুলাই কম বেশি প্রায় এই প্লুমেরিয়ার অন্তর্গত হয়ে থাকে। এই ফুলগুলোর আরো একটি খুব প্রচলিত নামে জানা গিয়ে থাকে সেটা হলো "ফ্রাঙ্গিপানি"। এই নামটা একটু ভিন্ন হলেও এরা দেখতে প্রায় একইরকম হয়ে থাকে।

এই প্লুমেরিয়া প্রজাতির ফুলগুলোর আর তেমন কোনো কালার দেখতে পাওয়া যায় না সচরাচর, সাধারণত এদের এই সাদা কালার ছাড়া আর অন্য কালারের জন্মায় না। এই ফুলগুলো আমাদের কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ব্যাপক হারে দেখা গিয়ে থাকে। তাছাড়া এই ফুলের চাষ এখন প্রায় সবজায়গায় মোটামুটি হয়ে থাকে।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles


What3words Location: https://w3w.co/rise.rigs.slurping

এই ফুলের উদ্ভিদ একমাত্র উষ্ণ জলবায়ুযুক্ত অঞ্চলে খাপখাইয়ে বেড়ে উঠতে পারে, কারণ উষ্ণ জায়গাগুলোতে এদের জন্মানোর জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই ফুলগুলোর থেকে একটা সুন্দর সুগন্ধ বের হয় যেটা পরিবেশটাকে আরো সুন্দর এবং সুগন্ধিময় করে তুলে থাকে।

ফলে এইজন্য অনেক জায়গায় এদের সুগন্ধি ফুল হিসেবেও চাষ করে থাকে। পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ফুল শোভাময় উদ্ভিদ হিসেবে বিখ্যাত হয়ে থাকে। আসলেই এই ফুলের সৌন্দর্যটাই অসাধারণ হয়ে থাকে। এই ফুলের গাছগুলো প্রজাতি অনুযায়ী বিভিন্ন আকারের হতে পারে, যেমন এই প্রজাতির উদ্ভিদটি আকারে বেশি একটা বড়ো হয়না প্রায় ছোট-মাঝারি এইরকম হয়ে থাকে।

ফুলের পাপড়িগুলো সাদা হওয়ার সাথে সাথে ফুলের মাঝখানে হলুদাভ অংশ থাকে একপ্রকার যেটা ফুলের সৌন্দর্যটাকে বাড়িয়ে থাকে। এই ফুলের পাঁচটি পাপড়ি থাকে। এই ফুলের উদ্ভিদের পাতাগুলো বেশ বড়ো বড়ো এবং গাঢ় সবুজ হয়ে থাকে। পাতাগুলো আবার বেশ মজবুত এবং চকচকে হয়ে থাকে ।

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরারেডমি নোট ৭
ক্যাটাগরিন্যাচার ফটোগ্রাফি
টাইপফুল
লোকেশনইকো পার্ক, কলকাতা
তারিখ১৭.০৮.২০২১


Discord Link: https://discord.gg/5aYe6e6nMW

Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

Sort:  
 3 years ago 

এই ফুলটি আমার পছন্দের তালিকায় রয়েছে।
চমৎকার ছিল পোস্টটি ♨️।
শুভ কামনা অবিরাম 💚

 3 years ago 

এই ফুলটি আমারো অনেক পছন্দের, দেখতে খুবই ভাল লাগে ফুলগুলোকে।

ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

 3 years ago 

খুব সুন্দর ছবি, আমি সত্যিই এটি দেখতে পছন্দ করি

 3 years ago 

ফুলটি সাদা হলেও ভিতরের সামান্য হলুদ অংশটি এটিকে অনেক সুন্দর করে তোলে এবং যে কেউ এ ফুলটি দেখে খুব মুগ্ধ হয়ে আমিও আমার আশেপাশের যখন দেখি খুব ভালো লাগে এবং এই ফুলটি খুব বেশি জন্মায় তাই পুরো জায়গাটিকে সাদা এবং হলুদের একটা সমারোহ করে রাখে। ধন্যবাদ অনেক সুন্দরভাবে ফটোগ্রফি গুলো শেয়ার করার জন্য

 3 years ago 

হ্যাঁ, ঠিক বলেছেন এই ফুল বেশি জন্মায় এবং সৌন্দর্য বৃদ্ধি করে থাকে।

 3 years ago 

সত্যিই ফুলটি অনেক সুন্দর। আর আপনার ছবি তোলার দক্ষতার কথা না বললেই নয়। অনেক সুন্দর ছবি তুলেছেন আপনি 😍

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

আমাদের এইদিকে প্রচুর দেখা যায় এই ফুলগাছ গুলো, বিশেষ করে আমাদের স্কুলের মাঝে ছিলো বড় একটি গাছ। ফুলগুলো আমার কাছে বেশ ভালো লাগে। ফটোগ্রাফিগুলো দারুন হয়েছে।

 3 years ago 

এই ফুলগুলোর ভালো লাগে কারন এই ফুল শোভাময় হয়ে থাকে আর সেই সাথে এই ফুলের সুন্দর একটা গন্ধও বের হয়।যাইহোক আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন, এগুলো পরিচিত ফুল। আমরা মাইক ফুলও বলতাম এগুলোকে।

 3 years ago (edited)

হ্যাঁ, এগুলো পরিচিত ফুল কারন কম বেশি সব জায়গাতেই এই ফুলগুলো দেখা যায়। তবে এই ফুলগুলোকে অঞ্চলভেদে অনেকে অনেক নামে সম্বোধন করে থাকে।

 3 years ago 

অনেক সুন্দরভাবে ফুলগুলোকে উপস্থাপন করেছেন ভাই! আমার অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভালোবাসা অবিরাম ❤️

 3 years ago 

আপনার সুন্দর মতামত পেশ করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ফুলের নামটি যেমন অদ্ভূত দেখতে সেরকমই সুন্দর। ধন্যবাদ দাদা এরকম ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

🙂

 3 years ago 

চমৎকার ফটোগ্রাফি।এক কথায় অনবদ্য

 3 years ago 

ধন্যবাদ।

জীবনে অনেক ধরনের ফুল দেখেছি।কিন্তু ফুলের সঠিক নাম জানতে পারি নাই।আপনার এই ফুলটি আমি এর আগেও দেখেছি কিন্তু নাম জানতাম না। আজকে ফুলটির নাম জানতে পারলাম।অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

এই ফুলের একাধিক নাম আছে এবং সায়েন্টিফিক ছাড়াও আঞ্চলিক অনেক নাম আছে।

ওহ আচ্ছা।।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67644.39
ETH 3483.63
USDT 1.00
SBD 2.65