জেনেটিক ড্রিফট সম্পর্কে কিছু তথ্য

in আমার বাংলা ব্লগ3 years ago
কিছুদিন আগে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি জেনেটিক ড্রিফট সম্পর্কে কিছু আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয়---

প্রথমে আমরা জানি যে, জেনেটিক ড্রিফট আসলে কি। জেনেটিক ড্রিফট হলো জীন ফ্রিকোয়েন্সির একটি গুরুত্বপূর্ণ অংশ। আর কোনো কারণে যদি কোনো জীবগোষ্ঠীতে এই জীন ফ্রিকোয়েন্সির পরিবর্তনে এলোমেলো ভাব ঘটে তখন সেটাকেই আমরা জেনেটিক ড্রিফট হিসেবে গণ্য করে থাকি।

জীন ফ্রিকোয়েন্সির এই এলোমেলো পরিবর্তনের ফলে জীবগোষ্ঠীতে কিছু সমস্যার সৃষ্টিও হয়ে থাকে যেমন জীবের নমুনা সংগ্রহে ত্রুটি, ক্ষুদ্র জিবে পরিণত হওয়া, এমনকি জীবের সংখ্যাও কমে গিয়ে অল্প সংখ্যায় পরিণত হয়।

জেনেটিক ড্রিফটকে জীবগোষ্ঠীতে বিবর্তনের শক্তি হিসেবে দেখা হয়ে থাকে যা কিছু ক্ষুদ্র জীবগোষ্ঠীর উপর ক্রিয়াশীল হিসেবে থাকে। এছাড়া ক্ষুদ্র জীবগোষ্ঠীর মধ্যে জীন ফ্রিকোয়েন্সির একধরণের নিয়ন্ত্রণহারা পরিবর্তন দেখা দেয় যার ফলে সবসময় বংশানুক্রমিক সঞ্চারণ ঘটে থাকে। এইজন্য দেখা যায় যে এই জেনেটিক ড্রিফট এমন একটা শক্তি যার ফলে জীবগোষ্ঠীর মধ্যে জীন ফ্রিকোয়েন্সির অনেক পরিবর্তন ঘটে থাকে।

এই জেনেটিক ড্রিফট বিষয়টা বরাবরই ক্ষুদ্র আকারের জীবগোষ্ঠীগুলোতে দেখা গিয়ে থাকে। তবে এইসব ক্ষুদ্র জীবের মধ্যে পরিবেশের কোনোপ্রকার পরিবর্তন ছাড়াই এদের জীন ফ্রিকোয়েন্সি উপরেনিচে হয়ে থাকে। আবার যদি এদের মধ্যে জেনেটিক ড্রিফট এর বিবর্তন শক্তি না থাকে তখন জীন ফ্রিকোয়েন্সি প্রায় সমানভাবে থেকে যায়।

আসলে জীবগোষ্ঠী যত ছোটো হবে ততই এদের জীন ফ্রিকোয়েন্সিগুলো উপরেনিচে করে থাকে। আর এর ফলেই এদের মধ্যে যখন তখন জীন ফ্রিকোয়েন্সি এলোমেলো হয়ে যায় এবং এটি ততক্ষন চলতে তাকে যতক্ষণ না এদের মধ্যে কোনো পরিব্যক্তি উৎপন্ন হয়ে সেটি বিনষ্ট হচ্ছে।

আমি এখানে একটি উদাহরণ দিয়ে দিচ্ছি: আমি ধরে নিচ্ছি কোনো জীবগোষ্ঠীর মধ্যে এলিল ফ্রিকোয়েন্সি ২% হলে হবে A = ০.০২। এখন ২০০০০০০ জীবগোষ্ঠীতে উপস্থিত এলিল বহনকারী জীবের সংখ্যা দ্বাড়াবে ২০০০০ এ। তাহলে ২০০ জীবগোষ্ঠীর মধ্যে এলিল বহনকারী জীবের সংখ্যা হবে ২। ফলে এই উদাহরণ থেকে এটি বোঝা যায় যে বড়ো জীবগোষ্ঠীর তুলনায় ছোট জীবগোষ্ঠীর মধ্যে এলিলের বিনাশ যখনতখন ঘটে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়।

এই ছিল আজকের বিষয় জেনেটিক ড্রিফট সম্পর্কে কিছু তথ্য। পরবর্তীতে আবার কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করবো।

শুভেচ্ছান্তে, @winkles

Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63071.06
ETH 3121.31
USDT 1.00
SBD 3.84