মানুষের টার্নার সিনড্রোম সম্পর্কে কিছু তথ্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


IMAGE SOURCE
আজকে টার্নার সিনড্রোম সম্পর্কে কিছু জানা যাক। প্রথমে জানা যাক টার্নার সিনড্রোম কি কারণে হয়? এটি মূলত মানুষের X ক্রোমোজোমের অস্বাভাবিকতার কারণে হয়ে থাকে।

বিজ্ঞানী হেনরি সর্বপ্রথম জীবিত মানুষের মোনোসোমি নিয়ে বর্ণনা করেছিলেন এবং সেই বর্ণনাই বর্তমানে টার্নার সিনড্রোম নামে অভিহিত হয়।

এই টার্নার সিনড্রোম এ আক্রান্ত মানুষদের মধ্যে ক্রোমোজোম সংখ্যা থাকে ৪৫ টি এবং তার মধ্যে X ক্রোমোজোম থাকে মাত্র ১টি। এছাড়া যেসব মানুষ এই টার্নার সিনড্রোম এ আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে ক্যারিওটাইপ ৪৫,X হয়ে থাকে।

এই টার্নার সিনড্রোম ব্যাধিটি প্রায় ৩০০ জন মহিলার মধ্যে ১ জনের হয়ে থাকে।

এখন এই টার্নার সিনড্রোম ব্যাধি সম্পর্কে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য জানা যাক:
এই টার্নার সিনড্রোম এর বিশিষ্ট্য ৩ দিক থেকে হয়ে থাকে যেমন- অঙ্গসংস্থানিক, শারীরিবৃত্তীয় এবং মানসিক বৈশিষ্ট্য।


IMAGE SOURCE

IMAGE SOURCE
অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য:

  • ঘাড় মোটা হয়ে থাকে।
  • বক্ষ চওড়া ঢালের ন্যায় দেখতে।
  • কনুই বিকৃত।
  • আঙুলের নখগুলো ছোট হয়।
  • চামড়া মোটা ও কোকঁচানো হয়ে থাকে।

শারীরিবৃত্তীয় বৈশিষ্ট্য:

  • হৃদসংবহন অস্বাভাবিক হয় ।
  • শ্রবণ শক্তি দুর্বল হয়ে থাকে।
  • এদের কোশে কোনো বারবডি থাকে না।


IMAGE SOURCE
মানসিক বৈশিষ্ট্য:

  • খেলাধুলায় অনীহা প্রকাশ পায়।
  • সাজসজ্জার দিকে ঝোঁক বেশি থাকে।

শুভেচ্ছান্তে, @winkles

Sort:  
 3 years ago 

বিষয়টি আমি নিজেও পুরো ক্লিয়ার ছিলাম না ভাই, ধন্যবাদ তথ্য দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

বিষয়টা ভালোভাবে জানা ছিল না ভাই। এখন পুরোপুরি জানা হয়ে গেল।

ধন্যবাদ ভাই অনেক সুন্দর ভাবে বুঝিয়ে লেখার জন্য।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

অনেক উপকারী ও তথ্যবহুল পোষ্ট ভাই।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

অনেক তথ্যবহুল পোস্ট । আমি আপনার বিগত দিনের পোষ্টটাও পড়েছিলাম এবং এটাও পড়লাম যাইহোক আমার কাছে ভাল লেগেছে। ধন্যবাদ এই তথ্যগুলো শেয়ার করার জন্য ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই । এই তথ্যগুলো শেয়ার করার জন্য । অনেক কিছু নতুন জানতে পারলাম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 58118.57
ETH 2462.81
USDT 1.00
SBD 2.38