গতকাল সন্ধ্যায় আমার ফোনে তোলা স্টেশন চত্বরের কিছু আলোকচিত্র ( Benificiary 10% @shy-fox )

in আমার বাংলা ব্লগ3 years ago


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles


What3words Location: https://w3w.co/skimmers.wolves.direction

তকাল সন্ধ্যায় আমাদের বারাসাত স্টেশনের দিকে গিয়েছিলাম। অনেকদিন বাদে গেলাম প্রায় ২০-২৫ দিন বাদে। শুধু যে আমাদের বারাসাত স্টেশন এর দিকে গিয়েছিলাম তা নয়, গতকাল মধ্যমগ্রাম স্টেশন এর দিকেও চলে গিয়েছিলাম। গতকাল ভীষণ মাত্রায় গরম পড়েছে, শরীর ঘেমে জলমতো হয়ে যাচ্ছিলো। ফ্যানের হাওয়ায় আর কুলাচ্ছিলো না, শেষমেশ বাইরের দিকে বেরিয়ে পড়লাম।

বাইরে গতকাল ভালোই হাওয়া বইছিলো সন্ধ্যার সময়ে। আমাদের এখানে সন্ধ্যার সময় একটু কোথাও যাওয়া হলে স্টেশন এর দিকেই যাওয়া পড়ে এবং অনেক মানুষের আনাগোনায় একপ্রকার ভালোই লাগে মনটা। মূলত গতকাল গিয়েছিলাম হাঁস কেনার জন্য, আমাদের বারাসাত এ একটা পরিচিত দোকান থেকে প্রতিনিয়ত নিয়ে থাকি এবং আজকেও সেখান থেকে নেওয়ার জন্য গিয়েছিলাম।

কিন্তু সেখানে গিয়ে দেখি অনেক লোকজন মাংস কেনাকাটা করছে, ফলে করোনা সিচুয়েশনে সেখানে আর দাড়াইনি। তখন ভাবলাম সাইকেলে করে অন্য কোনো জায়গার থেকে পাক মেরে আসি, আর তখন সাইকেলটা নিয়ে মধ্যমগ্রাম স্টেশন এর কাছাকাছি থেকে পাক মেরে আসলাম। বারাসাত থেকে মধ্যমগ্রাম স্টেশন বেশি একটা দূর না মাত্র ২৫-৩০ মিনিটের পথ সাইকেলে গেলে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles


What3words Location: https://w3w.co/skimmers.wolves.direction

যাওয়া আসার সময় একটা বিষয় চিন্তা করলাম ভাইরাস বলে কোনো জিনিস কি আর আছে দেশে? এই কথাটা বললাম কারণ যাওয়া আসার পথে এতো লোকজন দেখলাম কিন্তু হাতে গোনা কয়েকজন ছাড়া আর কারো মুখে মাস্ক নেই। কিছুক্ষনের জন্য হলেও নিজেকে বোকা মতো মনে হচ্ছিলো এদের দেখে, যেন বোকার মতো মাস্ক পড়ে আছি।

আসলে মানুষজনের চলাফেরা দেখলে একপ্রকার নিজেদেরই লজ্জায় পড়ে যেতে হয়। যাইহোক পুনরায় আস্তে আস্তে আবার নিজের উদ্দেশ্যে ফিরে আসলাম এবং এসে দেখি ভিড় কমেনি ফলে একটু দূরে কিছুক্ষন দাঁড়িয়ে থাকলাম দোকান ফাঁকা হওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় আশেপাশের কিছু ছবি ফোনে ধারণ করতে লাগলাম।

একটা ট্রেন প্লাটফর্মে ঢোকার সময় তুললাম। তারপর আকাশের দিকে তাকাতে একটা ঝলমলে চাঁদ দেখতে পেলাম এবং সেটিকেও ক্যাপচার করে নিলাম। অবশেষে দোকানের ভিড় কমলো এবং দুটি হাঁস আর মুরগির মাংস নিয়ে রেল লাইন পার হয়ে চলে আসলাম বাড়ির দিকে।

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরারেডমি নোট ৭
ক্যাটাগরিফটোগ্রাফি
লোকেশনবারাসাত রেলওয়ে স্টেশন
তারিখ২২.০৮.২০২১


Discord Link: https://discord.gg/5aYe6e6nMW

Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

Sort:  
 3 years ago 

আপনার পোস্টটি খুব ভাল আমার বন্ধু, এবং আপনার তোলা ছবিগুলিও খুব নিখুঁত।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে স্বাগতম

 3 years ago 

রাতের স্টেশনের দৃশ‍্যগুলো সুন্দর হয়েছে দাদা। এবং গতকাল বাংলাদেশও অনেক গরম ছিল😢😢।

 3 years ago 

হ্যাঁ কালকে এবং আজকেও বড্ড ভ্যাপসা গরম।

 3 years ago 

হুম 🙂

 3 years ago 

দুর্দান্ত মুহুর্ত কাটিয়েছেন দাদা,ছবিগুলোও খুব সুন্দর হয়েছে।🥰

 3 years ago 

ধন্যবাদ।

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। চাঁদের এবং লাইটের আলোতে রাতের ছবি গুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগছে🥰

শুভ কামনা রইলো ভাই

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

দাদা মানুষের চলাফেরা দেখলে আসলেই লজ্জা লাগে। বেশিরভাগই মাস্ক পড়ে না। যারা পড়ে তারাও থুতনিতে ঝুলিয়ে রাখে। মনে হচ্ছে করোনামুক্ত হয়ে গিয়েছে সবাই। আপনার ছবিগুলো খুব সুন্দর হয়েছে।

 3 years ago 

একদম সঠিক কথা বলেছেন আপনি। আসলে মানুষের আর শিক্ষা হলো না কোনদিক থেকে। মাস্ক নাকে, গলায় ঝুলিয়ে হেটে বেড়ায়। এগুলো বাঙালিদের স্বভাব এ গিয়ে দরীয়েছে আজকাল।

ইস্টিশনের ফাঁকা হাওয়া খাইতে আমারও ভালোলাগে। তবে চলতি ট্রেনের ফটোগ্রাফি টা আমার দুর্দান্ত মনে হয়েছে। এবং স্টেশনের পাশে যে একটি বাইসাইকেল রেখেছেন এই দুইটা ফটোগ্রাফি আমার সবথেকে ভালো লেগেছে
অসংখ্য ধন্যবাদ বিশেষ করে চলন্ত ট্রেনের ফটোগ্রাফি তিনি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

ছাত্র অবস্থায় রেলস্টেশনের যাওয়াটা একটা নিয়মিত ব্যাপার ছিল কারণ রেললাইনের পাশ ধরে হেঁটে চলার একটা অন্যরকম মজা আছে। ছবিগুলো অনেক ভালো ছিল

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63149.00
ETH 3156.91
USDT 1.00
SBD 3.85