শ্রী কৃষ্ণ আঙুলের ডগায় গোবর্ধন পর্বত নিয়ে দাঁড়িয়ে আছে তার দৃশ্য অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করে নেবো। আজকে আমি একটু ভিন্ন ধরণের অঙ্কন নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি গোবর্ধন পর্বতের চিত্র অঙ্কন করেছি। এখানে আমি দেখিয়েছি যে ভগবান শ্রী কৃষ্ণ তার এক আঙুলের ডগায় গোবর্ধন পর্বত তুলে নিয়ে দাঁড়িয়ে আছে এবং অন্য হাত দিয়ে বাঁশি বাজাচ্ছে । এটা আমরা বর্তমানে বিভিন্ন সিরিজের মাধ্যমে দেখে থাকি আজকাল, তবে এই ঘটনাগুলো একসময় বাস্তবে ঘটেছে। শ্রী কৃষ্ণ মূলত গোবর্ধন পর্বতটিকে এক আঙুলের ডগায় তুলেছিল গ্রাম বাসীদের দেবরাজ ইন্দ্রের ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য। ইন্দ্র তার বজ্রের দ্বারা দুর্যোগের সৃষ্টি করেছিল যেটা থেকে বাঁচার জন্য সবাই গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিয়েছিল। এখানেও আমি সেই দৃশ্যটাকে স্বরণ করে আঁকার চেষ্টা করলাম, আশা করি আজকের অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে।


☀উপকরণ:☀

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
পেন
কালার পেন্সিল
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে শ্রী কৃষ্ণের সম্পূর্ণ ছবিটি ভালোভাবে অঙ্কন করে সম্পন্ন করে নিয়েছিলাম। এরপর তার বডিতে পোশাকের চিত্র অঙ্কন করে দিয়েছিলাম। একটি হাত অঙ্কন করে তাতে একটি বাঁশি অঙ্কন করে দিয়েছিলাম এবং অন্য হাতটি উঁচু করে রেখেছে এমনটা অঙ্কন করে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে যে হাতটি উঁচু করে আছে সেই হাতের কেড়ি আঙুলে গোবর্ধন পর্বতের চিত্র অঙ্কন করে দিয়েছিলাম এবং এই পর্বতে কিছু ঘাসের শেপও তৈরি করে দিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে শ্রী কৃষ্ণের পায়ের নিচে দাঁড়ানোর একটা স্থান মতো তৈরি করে দিয়েছিলাম। এরপর দুইজন ব্যক্তির চিত্র অঙ্কন করেছিলাম যার মধ্যে একজন ঋষির চিত্র এবং অন্যজন সাধারণ ব্যক্তি যিনি শ্রী কৃষ্ণের দিকে হাত জোড় করে দাঁড়িয়ে আছে।

❖চতুর্থ ধাপে অঙ্কন করা সব বিষয়গুলোতে পেনের কালী দিয়ে আরো ভালোভাবে স্পষ্ট করে দিয়েছিলাম। এরপর একটা মেয়ের ছবিও অঙ্কন করে দিয়েছিলাম ( একটু মেয়ের চিত্রটা মডার্ন হয়ে গেছে )।

❖পঞ্চম ধাপে কালার দিয়ে আকাশের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম।

❖ষষ্ঠ ধাপে গোবর্ধন পর্বতটিকে কালার দিয়ে পরিপূর্ণ করেছিলাম এবং কিছু ঘাসের গায়ে কালার দিয়ে সবুজতাও ফুটিয়ে তুলেছিলাম।

❖সপ্তম ধাপে শ্রী কৃষ্ণের সম্পূর্ণ বডি এবং পোশাকে কালার দিয়ে দিয়েছিলাম।

❖অষ্টম ধাপে শ্রী কৃষ্ণ দাঁড়িয়ে আছে যে স্থানটিতে সেই স্থানে কালার দিয়ে দিয়েছিলাম। এরপর একজন ঋষিকে কালার করে দিয়েছিলাম।

❖নবম ধাপে যে ব্যক্তিটি হাত জোড় করে দাঁড়িয়ে আছে তাকে সম্পূর্ণভাবে কালার করে দিয়েছিলাম।

❖দশম ধাপে যে মেয়েটিকে অঙ্কন করেছিলাম তাকে কালার দিয়ে দিয়েছিলাম পুরোপুরিভাবে।

❖একাদশ ধাপে ভূমি মতো বোঝাতে নিচে দিয়ে সেরকমভাবে কালার করে দিয়েছিলাম এবং অঙ্কনটির সমাপ্তি ঘটিয়েছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

শ্রী কৃষ্ণ আঙুলের ডগায় গোবর্ধন পর্বত নিয়ে দাঁড়িয়ে আছে তার দৃশ্য অঙ্কন খুবই সুন্দর হয়েছে। আসলে দাদা আপনার চিত্র অংকন যত দেখি ততই ভালো লাগে। চিত্র অংকন যেন একদম অরজিনাল হয়েছে। আর এইসব ঘটনার সিরিজ আমরা টিভিতে দেখেছি কিন্তু এগুলো যে একদম সত্যি ঘটনা সেটা আজকে আপনার কাছ থেকে জানতে পারলাম। আসলে গ্রামবাসীকে রক্ষা করার জন্য পর্বতটিকে এক আংগুলের ডগায় নিয়েছিল। সত্যিই এই দৃশ্যটি আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

শ্রী কৃষ্ণ মূলত গোবর্ধন পর্বতটিকে এক আঙুলের ডগায় তুলেছিল গ্রাম বাসীদের দেবরাজ ইন্দ্রের ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য।

ভগবান শ্রীকৃষ্ণের গুণের কথা অনেক শুনেছি। টিভিতে বিভিন্ন প্রোগ্রামে তার গুণের কথা তুলে ধরা হয়। তিনি তার ভক্তদেরকে বাঁচানোর জন্য এবং দেবরাজ ইন্দ্রের ষড়যন্ত্র থেকে তাদেরকে রক্ষা করার জন্য নিজের ক্ষমতা প্রদর্শন করেন। তিনি এতটাই ক্ষমতাবান ছিলেন যে একটি পর্বত নিজের আঙ্গুলের ডগায় রাখতেন। দাদা আপনার আর্ট গুলো বরাবরই অনেক সুন্দর হয়। আজকের আর্টটিও খুবই সুন্দর হয়েছে দাদা। একেবারে নিখুঁতভাবে আপনি আপনার আর্ট করেছেন। রংয়ের ব্যবহার করাতে এই আর্টটি আরো বেশি ভালো লাগছে। আর রং করা অনেক নিখুঁত হয়েছে দাদা। সবকিছু মিলিয়ে দারুন ছিল দাদা। শিল্পী মনের মাধুরী দিয়ে সুন্দরভাবে এই চিত্রটি অঙ্কন করে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 2 years ago 

শ্রী কৃষ্ণ আঙুলের ডগায় গোবর্ধন পর্বত নিয়ে দাঁড়িয়ে আছে তার দৃশ্য অঙ্কন খুবই রহস্যজনক হয়েছে। আসলে আমার আপনাদের শ্রীকৃষ্ণ সম্পর্কে কোন ধারণা নেই। কিন্তু এই ব্যাপারটি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে একটি পাহাড় আঙ্গুলের ডগায় করে দাঁড়িয়ে আছে। দেখছি আরেকটি লোক হাত জোড় করে দাঁড়িয়ে আছে। বেশ চমৎকার ভাবে আপনি সম্পূর্ণ ছবিটি অংকন করেছেন দাদা। তবে এই ধরনের চিত্রগুলো মনে হয় কোথায় যেন দেখেছি।

 2 years ago 
আসলে এটা কার্টুনে মাধ্যমে অনেকবার দেখেছি।দেখেতে খুবই ভালো লাগতো।কার্টুনের মাধ্যমে যেভাবে শ্রী কৃষ্ণ আঙুলের ডগায় গোবর্ধন পর্বত নিয়ে দাঁড়িয়ে ছিল, দাদা আপনার চিত্রাঙ্কনটি হুবহুই দেখতে একই লাগছে। অসংখ্য ধন্যবাদ দাদা,এত সুন্দর ও নিখুঁতভাবে শ্রী কৃষ্ণ আঙুলের ডগায় গোবর্ধন পর্বত নিয়ে দাঁড়িয়ে থাকার চিত্রাঙ্কনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা দাদা।
 2 years ago 

এই কাহিনী টা আমি জানি। গোবর্ধন পাহাড়ের পূজা করার কারণে দেবতা ইন্দ্রো রেগে গিয়ে প্রলয় সৃষ্টি করে ঐ গ্রামে। তখন বালক কৃষ্ণ গোবর্ধন পাহাড়কে আঙ্গুলের ডগায় তুলে নেয় এবং গ্রামের সবাই তার নিচে আশ্রয় নেয়। এটার আর্টটা বেশ চমৎকার করেছেন দাদা। দেখে বেশ ভালো লাগছে।

 2 years ago 

শ্রীকৃষ্ণের একটি সিনেমাতে এই দৃশ্য দেখেছিলাম। বেশ ভালই লেগেছিল দেখতে। অবশ্যই সেটি কার্টুন সিনেমা ছিল। আপনি সেই বিষয়টিকে আপনার আর্টের মাধ্যমে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে আবার বাসিও বাজাচ্ছে। খুব নিখুঁতভাবে আর্টটি করেছেন । বরাবরের মতো রংয়ের কথা আর কি বলব। যার কারণে আপনার আর্ট গুলো আরো চমৎকার ভাবে ফুটে ওঠে। খুব ভালো লেগেছে আজকের আর্টটিও।

 2 years ago 

আমি এই চমৎকার দৃশ্যটি কয়েকটি টিভি সিরিজে দেখেছি। আসলে ঘটনাগুলো দেখে ভালোই লেগেছে আমার কাছে। আপনি এই চমৎকার ঘটনাকে স্মরন করে আমাদেরকে অসাধারণ একটি অংকন উপহার দিলেন। সত্যিই তাকিয়ে ছিলাম দীর্ঘ সময় ধরে। বিশেষ করে রঙের কম্বিনেশন দেখার মতো ছিল। আপনার অংকনের হাত বরাবরই ভালো দাদা। আমি আপনার চিন্তা চেতনার প্রশংসা করি সবসময়ই।

দোয়া রইল পুরো পরিবারের জন্য 🥀

 2 years ago 

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।।
অসাধারণভাবে আপনি শ্রী কৃষ্ণ আঙুলের ডগায় গোবর্ধন পর্বত নিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য অঙ্কন অংকন করেছেন দাদা। আপনার এই চমৎকার অংকনের মাধ্যমে শ্রীকৃষ্ণের দর্শন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

এটি সত্যিই একটি ভিন্ন ধরনের চিত্র অঙ্কন করেছেন দাদা।বিভিন্ন কার্টুন বা সিরিয়ালের মাধ্যমে এই ধরনের ঘটনা আমরা দেখে থাকি।পর্বতের নীচে আশ্রয় নেওয়া গ্রামবাসীদের রক্ষা করার এক অদ্ভুত দৃশ্য যেটা খুবই ভালো লাগে।কৃষ্ণের বাঁশির সুরে সব গ্রামবাসী যেন এক আলাদা জগতে বিরাজ করে।আপনার অঙ্কনটি এককথায় অসাধারণ হয়েছে👌।কালার কম্বিনেশন খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59511.68
ETH 2613.19
USDT 1.00
SBD 2.39