সবুজে মোড়া গ্রামের পরিবেশে বিকালে কাটানো কিছু মুহূর্তের আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles


What3words Location: https://w3w.co/lifeguard.expired.flattens

গতকাল বিকালে একটি গ্রামের দিকে ঘুরতে গিয়েছিলাম। এই গ্রামটির নাম হলো মাধবপুর ডোকরা বাড়ি, তবে সবাই সহজে মাধবপুর বলেই ডাকে গ্রামটির নাম। গতকাল এই গ্রামের দিকে আমি আর আমার এক বন্ধু গিয়েছিলাম। মূলত কালকে সেভাবে যাওয়ার কোনো প্ল্যান করা ছিল না, হঠাৎ করেই যাওয়া হলো। তবে প্ল্যান করে যাওয়ার থেকে হঠাৎ করে কোথাও যাওয়ার বিষয়টা প্ল্যান করলে আরো বেশি মজাদায়ক হয়ে ওঠে।

যাইহোক আমি গতকাল কাজ করছিলাম এবং কাজের মধ্যে বন্ধুটি কখন আমাকে মেসেজ করে এই গ্রামের দিকে ঘুরতে যাওয়ার বিষয়টি বলে রেখেছিলো কিন্তু আমি খেয়াল করার সময় পাইনি। তারপর বিকাল ৩:৩০ টার দিকে হঠাৎ আমার বাড়িতে এসে হাজির এবং সে এসে আমাকে বললো আজকে আবহাওয়া মোটামুটি ঠিক আছে তাহলে এই গ্রাম থেকে ঘুরে আসি বহুদিন যাওয়া হয়না ঐদিকে।

আর কি করার দুইজন বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। সাইকেলে করে যেতে আমাদের প্রায় আধাঘন্টা এর মতো সময় লেগেছিলো। শহর এর রাস্তা দিয়ে মিনিট ৭ এর মতো লাগে গ্রামের ভিতরে ঢুকতে তারপর গ্রামের রাস্তা ধরে যেতে যেতে ২৪-২৫ মিনিটের মতো লেগে যায় জোরে চালালে।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles


What3words Location: https://w3w.co/lifeguard.expired.flattens

গ্রামটির ভিতরে ঢুকতেই মনেপ্রানে একটা শান্তি খুঁজে পাওয়া যায় কারণ শহরের ধূলিকণা এবং গরম পরিবেশ থেকে যখন গ্রামের শান্ত মুক্ত পরিবেশে ঢুকে মন ভরে নিঃস্বাস নেওয়া যায় তখন মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতির জাগরণ সৃষ্টি হয়। আর এখনতো স্বাস-প্রস্বাস নেওয়ার বিষয়টা বললে কিছুটা ভুল হবে কারণ এখন ঘরের থেকে বাইরে বেরোলেই নাক, মুখ সব আটকানো, যেন একপ্রকার সবকিছু বদ্ধ অবস্থা।

আর বর্তমান পরিস্থিতিতে এই বদ্ধ অবস্থা থেকে একটু প্রাণ ভরে প্রকৃতির হাওয়া বাতাসে নিস্বাশ নেওয়ার জন্য প্রায় প্রতি প্রত্যেকে শহর থেকে বিভিন্ন সময় ছুটে চলে যায় গ্রামের খোলা পরিবেশে কারণ এটাই এখন একমাত্র নিরাপদ জায়গা।

তাই আমরা দুজন ঐরকম গ্রামের রাস্তা ধরে কিছু পথ যাওয়ার পরে একটা ফাঁকা জায়গা দেখে সেখানে দাঁড়ালাম এবং সেখানে দুইজন বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুক্ষন গল্পগুজব করতে লাগলাম। গ্রামের এই পরিবেশ থেকে আমার যেন আর ফিরে আসতে মন চাইছিলো না। যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখানকার আশেপাশের চারিদিকে সবুজের সমারহ দেখে আর ফিরে আসার ইচ্ছা করে না, যেন দুই চোখ ভরে মুগ্ধ হয়ে দেখতে থাকি।

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরারেডমি নোট ৭
ক্যাটাগরিন্যাচার ফটোগ্রাফি
লোকেশনমাধবপুর ডোকরা বাড়ি
তারিখ২৮.০৮.২০২১


Discord Link: https://discord.gg/5aYe6e6nMW

Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

Sort:  
 3 years ago 

ছবি অনেক সুন্দর। বিশুদ্ধ অক্সিজেন মনোরম পরিবেশ এটাই গ্রামের সৌন্দর্য।

 3 years ago 

হ্যাঁ গ্রামের সবুজে ঘেরা সৌন্দর্য এর মাঝে প্রাণ খুলে বিশুদ্ধ O2 গ্রহণ করা যায়, যেটা আর অন্য কণোভাবে পাওয়া সম্ভব না।

 3 years ago 

গ্রামের প্রাকৃতিক দৃশ‍্যগুলো অসাধারণ লাগছে। আমি এবং আমার বন্ধু লিখনও মাঝে মাঝে এভাবেই ঘুরতে যায়। খুব ভালো লাগল আপনাদের ভ্রমণের কাহিনি টা পড়ে।

 3 years ago 

হ্যাঁ গ্রামের দৃশ্যগুলো খুবই সুন্দর, চারিদিকে সবুজে সমারহ। একবার গেলে আর আসতে মন চায় না। ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

যথার্থই বলেছেন দাদা।

 3 years ago 

ফটোগ্রাফিগুলো দুর্দান্ত তুলেছেন এটা নিয়ে কোন কথা হবে না।

সাইকেলে করে গ্রাম ঘুরা এটা কিন্তু বেশ মজার, আগে তো আমরা সব জায়গায় সাইকেলে চড়েই যেতাম। এখন অবশ্য অতোট নেই। ধন্যবাদ

 3 years ago 

হ্যাঁ, এটা ঠিক বলেছেন সাইকেল করে ঘোরার মধ্যে একটা আনন্দ আছে। যদিও একটু কষ্ট হয় সাইকেলে তবে শরীরের উপকার আছে একদিক থেকে।

গ্রামের প্রকৃতি মানেই জীবনটাকে প্রকৃতির মাঝে বিলিয়ে দেওয়া। যেটা শহরের করা যায় না । দাদা আপনে অনেক সুন্দর ভাবে প্রকৃতিটাকে তুলে ধরেছেন। শুভ কামনা রইল।

 3 years ago 

হ্যাঁ এটা ঠিক কথা বলেছেন একদম গ্রামের প্রকৃতীর মাঝে যে সুখ পাওয়া যায় সেটা শহরের কোলাহলের মাঝে কখনো খুজে পাওয়া যাবে না।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দাদা মনে হচ্ছে গ্রামীণ পরিবেশ খুব পছন্দ করেন? আমি নিজেও গ্রামীণ পরিবেশ খুব পছন্দ করি। গ্রামের কোলাহলমুক্ত নির্জন বিশুদ্ধ পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। শহুরে এই ভিড়ে থাকতে আর ভালো লাগেনা। মনে হয় গ্রামে গিয়ে বসবাস করি। আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমারো গ্রামীন পরিবেশ খুব ভাল লাগে। এইজন্য সময় পেলে গ্রামের দিকে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসি। শহরের বন্দি জীবন সবসময় আর ভাল লাগে না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সবুজে মোড়া গ্রামের পরিবেশে বিকালে কাটানো মুহূর্তের ছবিগুলো সত্যিই আসাধারণ ছিল। লেখাটাও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পোস্টের জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মূল্যবান মতামতটি তুলে ধরার জন্য।

 3 years ago 

গ্রামের পরিবেশ আসলেই অনেক সুন্দর হয়।ছবি গুলো খুবই চমৎকার হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই গ্রামের চারিপাশে সবুজতার মাঝে পরিবেশটা অপূর্ব হয়ে ওঠে।

ছবি গুলো খুবই চমৎকার হয়েছে

ধন্যবাদ।

 3 years ago 

বাহ আপনার স্থানীয় পরিবেশ আশ্চর্যজনকভাবে সুন্দর, সবুজতা আশ্চর্যজনক, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

হ্যাঁ , এখানকার পরিবেশটা খুবই সুন্দরময়।

 3 years ago 

আমি নিজেকে সত্যিই অনেক ভাগ্যবান মনে করছি কারণ কি জানেন ? বাংলাদেশে থেকেও কলকাতার কিছু সুন্দর দৃশ্য দেখতে পারছি এখানে আসে। অনেক সুন্দর কিছু ফোটোগ্রাফি করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গ্রামঞ্চলের প্রাকৃতিক দৃশ্যগুলো এইরকমই হয়ে থাকে সবজায়গায়। যাইহোক আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57298.55
ETH 3059.61
USDT 1.00
SBD 2.29