গতদিনের প্রচন্ড বৃষ্টিপাতে চারিদিকে জলমগ্ন পরিবেশের সৃষ্টি হয়েছে

in আমার বাংলা ব্লগ3 years ago


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles


what3words Location: https://w3w.co/tenderness.rotary.converse

গতকাল আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা , কলকাতা সহ আরো বেশ কিছু জেলায় প্রচন্ড ভারী বৃষ্টি হয়েছে। এইরকম বৃষ্টি অনেক বছরই হয়না বলতে গেলে। তবে এইবছর বর্ষাকালে প্রায় কিছুদিন কিছুদিন পর পর ভারী বর্ষণ হচ্ছে। গতদিনের আবহাওয়াটা ছিল একটু অন্যরকম, কারণ ভারী বৃষ্টির সাথে সাথে ভালোই জোরে হাওয়া দিয়েছে, একপ্রকার বলতে গেলে ঝড় হয়েছে। কারণ চারিদিকে গাছগাছালিও হেলে পড়েছে। ঝড়ের সাথে বৃষ্টিটা রাতে হয়েছে কিন্তু আমি ঘরের মধ্যে থেকে তেমন একটা বুঝে উঠতে পারিনি, মনে হচ্ছিলো হালকা হাওয়া হচ্ছে বৃষ্টির সাথে। কিন্তু সকালে উঠে দেখি বাইরের অবস্থা খুবই খারাপ।

গত শুক্রবারের মাঝ রাত থেকে বৃষ্টি আস্তে আস্তে শুরু হয়েছে আর সকাল অব্দি হয়েছে। পর পর বেলা যত বেড়েছে বৃষ্টির পরিমাণও সেইরকম হারে বেড়েছে। বলতে গেলে একটানা ভারী বৃষ্টি হয়েই গেছে সারাদিন। সারাদিনের এইরকম প্রচন্ড বৃষ্টিপাতে এমনিতেই চারিদিকে হালকাপাতলা জল বেধে গেছে, আর কলকাতার রাস্তায় তো ১৫ মিনিট বৃষ্টি হলেই হাঁটুর নিচ অব্দি জল উঠে যায়। আর সেখানে সারাদিনের বৃষ্টিতে তো একটা নদীর মতো অবস্থা সৃষ্টি হয়েছে।

Photo by @winkles

Photo by @winkles


what3words Location: https://w3w.co/tenderness.rotary.converse

আমাদের উত্তর ২৪ পরগনার বারাসাত এলাকা একটু উঁচু মতো জায়গা, ফলে সহজে জল বাধে না, কিন্তু এই তারিখ এর বৃষ্টিতে থৈ থৈ করছে চারিদিকে। সারাদিনের পরে রাতে যে হারে বৃষ্টি হয়েছে তাতে জল আর না বেধে থাকতে পারলো না, রাস্তার থেকে শুরু করে একদম বাড়ির সিঁড়ি অব্দি জলে ডুবে আছে একপ্রকার। খবরে কলকাতার রাস্তায় যা চিত্র দেখলাম তাতে নৌকা চালানোর মতো পরিস্থিতি হয়ে গেছে একপ্রকার। কারণ যেখানে ১০-১৫ মিনিট বৃষ্টি হলে জল ভরে যায় সেখানে সারাদিন-রাতের বৃষ্টিতে এটা হওয়া স্বাভাবিক।

আজকে আবহাওয়াটা সকাল থেকেই ভালো ছিল, কিন্তু চারিদিকের জলমগ্ন পরিবেশে আর কারো বেরোনোর পরিস্থিতি ছিল না। জলে রাস্তাঘাট ডুবে থাকার কারণে মানুষের যাতায়াত এর অসুবিধা, এছাড়াও যারা কাজে যায় তাদেরও খুবই সমস্যার মধ্যে দিয়ে কেটেছে দিনটা। সারাদিন আবহাওয়া নরমাল হলেও এতো জল হয়েছে যে সরে পারছেনা। এখনো অব্দি জলে ভরে আছে ছোটোখাটো অলিগলি।

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরারেডমি নোট ৭
ক্যাটাগরিফোটোগ্রাফি
লোকেশনবারাসাত, উত্তর ২৪ পরগনা
তারিখ৩০.০৭.২০২১


Discord Link: https://discord.gg/5aYe6e6nMW

Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

Sort:  
 3 years ago 

আমাদের বাড়িতে ও খুব জল উঠে গিয়েছে দাদা।চারিদিকে শুধু জল আর জল।তাছাড়া আমাদের বাড়ির সামনে ক্যানেল দিয়ে দামোদর নদীর জল সরানো হচ্ছে।

 3 years ago 

আমাদের এদিকে জল সরানোর জায়গা নেই, নিজের মতো আস্তে আস্তে ড্রেন দিয়ে সরতে থাকে।

 3 years ago 

হ্যা খবরে দেখেছি প্রচুর বৃষ্টি পাতের কথা, এই জন্য অবশ্য আমরাও ভয়ে আছি, এদিকে না আবার শুরু হয়ে যায়। েআকাশের ফটোগ্রাফিগুলো দারুন হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

আবার নিম্নচাপ শুরু হবে শুনছি ৪ তারিখ থেকে। আবার এইরকম হলে অবস্থা কঠিন হয়ে যাবে।

 3 years ago 

আমাদের এদিকে একই অবস্থা ভাই বৃষ্টির যেমন ভালো দিক আছে তেমন বৃষ্টির জন্য আবার ভোগান্তি ও হয় এটা একদম সত্য কথা তবে দিনশেষে প্রকৃতির লীলা খেলা গুলো কে মেনে নিতে হয়

 3 years ago 

এইবছর প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আসলেই প্রয়োজনের চেয়ে বেশি হলে সেটা খারাপে পরিণত হয়। জল রাস্তায় ভরে গেলে মানুষের আর ভোগান্তির শেষ নেই।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69123.03
ETH 3739.29
USDT 1.00
SBD 3.69