অঙ্কন : সরল মাইক্রোস্কোপ
বন্ধুরা, আজকে আমি একটি মাইক্রোস্কোপের ছবি অঙ্কন করেছি। আমি একদিন যৌগিক মাইক্রোস্কোপ অঙ্কন করে দেখিয়েছিলাম ছিলাম এবং আজকে সরল মাইক্রোস্কোপ অঙ্কন করলাম । মাইক্রোস্কোপ দুটির সব যন্ত্রপাতি প্রায় একরকম থাকলেও দুটি দেখতে অনেকটা আলাদা হয়ে থাকে। মাইক্রোস্কোপ দুটির অভিনেত্র গঠন এর জায়গাটা একটু অন্যরকম। যাইহোক সরল মাইক্রোস্কোপ এর পাদদেশ থাকে যেটার দ্বারা মাইক্রোস্কোপ বসানো হয়ে থাকে। দুই পাশে দুটি ক্লিপ থাকে যার দ্বারা স্লাইড আটকানো হয়। একটা দর্পন রয়েছে যার দ্বারা আলো আনার কাজ করা হয়। এছাড়া একটা অভিনেত্র থাকে যেখানে চোখ রেখে স্লাইডে পর্যবেক্ষণ করা হয়ে থাকে। আশা করি আপনাদের এই অঙ্কনটি পছন্দ হবে।
এখন অঙ্কনটির স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া হলো---
1
2
3
4
5
6
7
8
আর্ট, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
Discord Link: https://discord.gg/5aYe6e6nMW
Support @amarbanglablog by Delegation your Steem Power
100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
দশম শ্রেণীতে পড়ার সময় জীববিজ্ঞান ব্যবহারিক পরীক্ষার খাতা প্রস্তুত করার জন্য আমিও অংকন করেছিলাম । আপনার অংকন দেখে পুরনো কথাগুলো মনে পড়ল বারবার।
বায়ো সাবজেক্ট থাকলে এগুলো প্রাকটিক্যাল এ আঁকা বাধ্যতামূলক থাকে সবসময়। আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ।
ভালো হয়েছে ভাই। অনেকদিন পর সরল মাইক্রোস্কোপ দেখলাম। আমি আঁকার সময় মাইক্রোস্কোপের বেসটা বেঁকে যেতো। 😁
মাইক্রোস্কোপ আঁকা একটু জটিল আছে। সময় নিয়ে অঙ্কন না করলে ভাল হয় না।
খুব নিপুনতার সাথে অঙ্কন করেছো। শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ তোমাকে।
অনেক সুন্দর হয়েছে ভাই। একেবারে নিখুঁত।
ধন্যবাদ।
খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, দাদা
আপনাকে ধন্যবাদ।
খুব সুন্দর এবং খুব নিখুঁত পেইন্টিং শেয়ার করার জন্য ধন্যবাদ
🥰
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
অসাধারণ অঙ্কন দাদা।আমি উৎসাহ পাই আপনার অঙ্কন দেখে।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ।
অনেক অনেক সুন্দর হয়েছে। শুভেচ্ছা রইলো অনেক।
সরল মাইক্রোস্কোপ যন্ত্রটি খুবই সুন্দর হয়েছে, ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর সরল মাইক্রোস্কোপ যন্ত্রটি সুন্দর করে একে আমাদের মাঝে শেয়ার করার জন্য।