একটি ড্রাগনের সম্পূর্ণ চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সকলের সামনে একটা নতুন অঙ্কন নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি ড্রাগন এর চিত্র অঙ্কন করেছি। ড্রাগন একটা ভয়ঙ্কর প্রাণী যার থেকে অন্য কোনো প্রজাতির প্রাণীর বাঁচা অসম্ভব একপ্রকার। ড্রাগন এর মুখ দিয়ে যে আগুন বের হয় তাতে পুরো একটা এলাকা চোখের নিমিষে নিশ্চিহ্ন করে দিতে পারে আর প্রাণীদের পুড়িয়ে ছাই করে দিতে পারে। আমরা অনেকেই অনেক সিনেমাতে এইসব ঘটনা দেখেছি। আমি কালকে একটা রাশিয়ান মুভিতে দেখছিলাম ড্রাগন এর কার্যক্রম। আর এই ড্রাগন প্রাণীগুলো আকারে অনেক বড়ো হয়ে থাকে আর এরা অনেক দ্রুত উড়তে পারে। আমার কাছে আবার এইসব ড্রাগন এর কাহিনীগুলো বেশ আকর্ষণীয় লাগে। তো যাইহোক আমিও এই ড্রাগন এর বিষয়গুলো দেখে ভাবলাম একটা ড্রাগন এর ছবি আঁকা যাক, তাই গতদিন সন্ধ্যা থেকে অঙ্কন করতে বসলাম আর এইটা অঙ্কন করে ফেললাম। আশা করি এই ড্রাগন এর অঙ্কিত চিত্রটি আপনাদের কাছে ভালো লাগবে।


✠উপকরণ:✠

আর্ট পেপার
বোর্ড
স্কেল
স্কেচ পেন্সিল
কালার পেন্সিল
রাবার

এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো----

➤প্রথম ধাপে ড্রাগনের মুখমন্ডল, মাথা ভালোভাবে এঁকে নিয়েছিলাম এবং পরে লম্বা দুটি কান অঙ্কন করে দিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে মাথার থেকে টেনে গলার দিকটা পুরোপুরি অঙ্কন করে নিয়েছিলাম। এরপর ঘাড়, পিঠের দিকে টেনে বডির একটা শেপ মতো তৈরি করেছিলাম। সামনে একটি এবং পিছনের একটি পা অঙ্কন করে দিয়েছিলাম।

➤তৃতীয় ধাপে পিছনের আরো একটি পা অঙ্কন করে দিয়েছিলাম এবং লেজের দিকটা অঙ্কন করে নিয়েছিলাম।

➤চতুর্থ ধাপে বড়ো একটি ডানা মেলে আছে দেখতে ডানাটি অঙ্কন করে নিয়েছিলাম।

➤পঞ্চম ধাপে একইভাবে অন্য পাশে আরেকটি ডানা অঙ্কন করে নিয়েছিলাম।

➤ষষ্ঠ ধাপে অঙ্কনের সব বিষয়গুলোকে আরেকটু গাঢ় কালী দিয়ে ফুটিয়ে তুলেছিলাম। এরপর ড্রাগনটি যে স্থানে দাঁড়িয়ে আছে সেখানে পাথরের মতো দেখতে একটা শেপ তৈরি করে নিয়েছিলাম।

➤সপ্তম ধাপে ড্রাগনের মুখমন্ডল থেকে শুরু করে গলা, কান এ কালার করে দিয়েছিলাম।

➤অষ্টম ধাপে ঘাড়ের দিকে আরো একটি অংশে কালার করে নিয়েছিলাম।

➤নবম ধাপে একটি ডানায় সম্পূর্ণ কালার করে দিয়েছিলাম।

➤দশম ধাপে আরো একটি ডানায় কালার করে দিয়েছিলাম।

➤একাদশ ধাপে সামনের পায়ের দিকটা কালার করে নিয়েছিলাম।

➤দ্বাদশ ধাপে পিছনের দুটি পা এবং পুরো বডিটা একটু ডিসাইন মতো করে কালার করে দিয়েছিলাম।

➤ত্রয়োদশ ধাপে পিছনের লেজটাতে পুরোপুরি কালার করে দিয়েছিলাম।

➤চতুর্দশ ধাপে দাঁড়ানোর স্থানে যে পাথরের মতো দেখতে অঙ্কন করেছিলাম সেখানে পুরো কালার করে দিয়েছিলাম। এরপর তার পাশ দিয়ে পাহাড়ের মতো দেখতে অঙ্কন করে তুলেছিলাম।

➤পঞ্চদশ ধাপে সেই পাহাড়টিতে কালার করে দিয়েছিলাম।

➤ষষ্ঠদশ ধাপে উপরের দিকে আকাশি কালার করে দিয়ে অঙ্কন সম্পন্ন করেছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 
ড্রাগন আসলেই এক ভয়ংকর প্রানী৷ যদিও বাস্তবে এর কোনো অস্তিত্ব এখন নেই। এটা এক প্রকার কল্পকাহিনী। তবে আপনার মতো আমারও ড্রাগন এর মুভিগুলো অনেক ভালো লাগে। বিশেষ করে কুরিয়ার মুভিতে ড্রাগন এর চরিত্র বেশি লক্ষ্য করা যায়। তাদের vfx এতোই নিঁখুত যে সব কিছুই বাস্তবের মতো লাগে। ড্রাগনের মুখ দিয়ে আগুন বের হওয়ার বিষয়টি অনেক ইন্টারেসটিং।
দাদা, আপনি খুব সুন্দর ভাবে ড্রাগনের চিত্রাঙ্কন করেছেন। ধাপে ধাপে মথা থেকে শুরু করে পরোটা এঁকেছেন। আপনার ড্রয়িং কৌশল দেখে আমি রীতিমতো মুগ্ধ। বিশেষ করে ড্রাগনের ডানার অংশ একদম মুভির ড্রাগনের মতো লাগছে। আর দাদা, যদি কালার গ্রেডিং করার কথা বলি ১০/১০ কি আর বলবো আপনি যা করেন সব কিছুই পারফেক্ট হয়।
দাদা আপনাকে অনেক ধন্যবাদ। এতো সুন্দর একটা আর্ট আমাদের উপহার দেওয়ার জন্য। আশা করি সামনে আরো এই রকম ইউনিক আর্ট আমাদের উপহার দিবেন। দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
 2 years ago 

ভাইয়া আপনার চিত্রাংকন গুলো দেখে আমি একদম মুগ্ধ হয়ে যাই। যেভাবে আপনি চিত্রাংকন গুলো করেন যে দেখে মনে হয় একদম বাস্তব। সত্যি ভাইয়া আপনার গুণের কথা বলে শেষ করা যাবেনা আপনি সত্যিই একজন গুণবান মানুষ। আমি অনেকগুলো ছবিতে এরকম ড্রাগনের অনেক চিত্র দেখেছি। একদম মিলে গেছে আপনার চিত্রাঙ্কনের সাথে। সত্যি ভাইয়া আপনি খুব ভালো একজন পারফেক্ট আর্টিস্ট। তাই এত সুন্দর করে আর্ট গুলো ফুটিয়ে তুলতে পারেন। তাও আবার মোম রং দিয়ে এত সুন্দর আর্ট। সত্যি ভাইয়া আপনার হাতে জাদু আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর আর্ট গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 2 years ago 

অও দাদা,অসাধারণ হয়েছে ড্রাগনের সম্পূর্ণ চিত্রাঙ্কনটি ।একদম নিখুঁত ও সুস্পষ্ট।আমি তো মুগ্ধ হয়ে শুধু দেখছিলাম।তাছাড়া এটি উড়ন্ত ড্রাগনের মতো লাগছে।চায়না কিংবা হলিউডের মুভিগুলোতে প্রায় এই ড্রাগন দেখা যায়। অসাধারণ চিন্তাধারা👌👌দাদা,মনে হচ্ছে বাস্তবের সঙ্গে চিত্রটি মিশে গিয়েছে।যাইহোক এটি এখন বিলুপ্ত প্রাণী। চিত্রটি খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। রঙের ব্যবহার খুবই নিখুঁত হয়েছে যেটি দেখার মতো ছিল।দাদা চিত্রটি যত্নসহকারে ফ্রেমে বাঁধিয়ে রাখবেন।ধন্যবাদ দাদা,শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

দাদা আপনার চিন্তা শক্তি এবং অঙ্কনের দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। এক কথায় অসাধারণ হয়েছে। আপনার অঙ্কন করা ড্রাগনের চিত্রটি দারুন হয়েছে। আসলে আপনি এত সুন্দর ভাবে এই চিত্রটি অঙ্কন করে উপস্থাপন করেছেন দেখে চোখ জুড়িয়ে গেল। এই ড্রাগন খুবই ভয়ঙ্কর প্রাণী। আপনি যেহেতু মুভিতে ড্রাগনের কার্যকলাপ দেখে এরপর এই ড্রাগনের চিত্র অঙ্কন করেছেন তাহলে বলতেই হয় নিঃসন্দেহে আপনি একজন প্রফেশনাল চিত্রশিল্পী। কারণ প্রফেশনাল চিত্রশিল্পী না হলে এত নিখুত ভাবে কখনোই চিত্র অঙ্কন করা সম্ভব হতো না। আমার কাছে দারুন লেগেছে দাদা। অনেক সুন্দর ভাবে আপনি আপনার অঙ্কনের প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ড্রাগন এর মুখ দিয়ে যে আগুন বের হয় তাতে পুরো একটা এলাকা চোখের নিমিষে নিশ্চিহ্ন করে দিতে পারে আর প্রাণীদের পুড়িয়ে ছাই করে দিতে পারে।

দাদা আপনার লিখা কথাগুলো থেকে বোঝা যাচ্ছে ড্রাগন অনেক ভয়ঙ্কর একটি প্রাণী। এই প্রাণীর মুখ থেকে আগুন বের হলে নিমিষেই পুরো এলাকা পুড়ে ছাই হয়ে যায়। এই ভয়ঙ্কর প্রাণীর চিত্র অঙ্কন করা সত্যিই অনেক কঠিন ব্যাপার ছিল। তবে দাদা আপনি হচ্ছেন একজন দক্ষ আর্টিস্ট। তাই আপনি খুব সহজেই ড্রাগনের চিত্র অঙ্কন করে সকলের মাঝে শেয়ার করেছেন দাদা। আপনার অঙ্কন শিল্পের নিপুণতা আমাকে মুগ্ধ করেছে। সত্যি দাদা আপনি প্রফেশনাল আর্টিস্ট এর মতই চিত্র অঙ্কন করেন। আপনার অঙ্কন চিত্রগুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। তেমনি আজকেও আপনার এই অঙ্কন চিত্রটি যখন আমি দেখছিলাম তখন বারবার মুগ্ধ নয়নে তাকিয়ে ছিলাম। অনেক ভালো লেগেছে দাদা। দারুন এই চিত্র অঙ্কন সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। 💖💖

 2 years ago 

কি ভয়ঙ্কর একটি ড্রাগন এঁকেছেন দাদা। আসলেই অরিজিনাল।আমি তো প্রথমে দেখে বিশ্বাস হচ্ছিল না,এটা হাতে আঁকা যে।সত্যিই ম্যাজিক ছিলো।সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দাদা আপনি আজকে চমৎকার ভাবে একটি ড্রাগনের সম্পূর্ণ চিত্রাঙ্কন করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

😯😯😯 জাস্ট অসাধারণ একটি চিত্রঅঙ্কন করেছেন দাদাভাই। এত নিখুঁত ভাবে এঁকেছেন এবং কালার কম্বিনেশন তো জাস্ট ওয়াও। সব মিলিয়ে চমৎকার একটি আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি সত্যিই বুঝতে পারছি না দাদাভাই কালার পেন্সিল দিয়ে এতো নিখুঁত ভাবে কি করে কালার গুলো সম্পন্ন করেছেন। ড্রাগনটি সবচেয়ে বেশি অসাধারণ লাগছে আমার কাছে। পুরো ড্রাগনের শরীরে বাস্তবে যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শেডেড কালার থাকে,আপনিও ঠিক আপনার চিত্রাংকন ও সেটা ফোটানোর চেষ্টা করেছেন। এবং ড্রাগনের পারিপার্শ্বিক প্রত্যেকটি জিনিস ও সুন্দরভাবে অঙ্কন করেছেন সেইসাথে কালার করেছেন। সব মিলিয়ে দুর্দান্ত একটি চিত্রাংকন শেয়ার করেছেন দাদা ভাই। অনেক ধন্যবাদ যেমন সুন্দর চিত্রাংকন তেমনি সুন্দর আপনার উপস্থাপনা। পরবর্তীতে এমন আরো অসাধারণ চিত্রাংকনের অপেক্ষায় রইলাম দাদা ভাই। সবসময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি ❣️।

 2 years ago (edited)

আঁকা ছবি দেখলে মনে হয় ছবি আঁকা না জানি কত সহজ একটি কাজ কিন্তু আকতে গেলেই বোঝা যায় এটা কেমন কঠিন। গতকাল আমি রং আর তুলি কিনেছি ছবি আঁকার জন্য। তখনই উপলব্ধি করতে পারলাম যে কাজটা কত কঠিন। এত কথা বললাম শুধুমাত্র আপনার ছবি আঁকা কতটা সুন্দর হয়েছে সেটা বোঝানোর জন্য। ড্রাগন যদিও একটি কাল্পনিক প্রাণী কিন্তু আপনি অসাধারণ দক্ষতায় এই প্রাণীটির ছবি এঁকেছেন। যা সত্যিই প্রশংসা পাবার যোগ্য। মনেই হচ্ছে না আপনি একেছেন। যেন কম্পিউটার থেকে ছাপানো হয়েছে। ছবি আঁকা শেখার জন্যে হলেও আপনার পোষ্টগুলো এখন থেকে আরো ভালো করে দেখতে হবে। ধন্যবাদ দাদা কৌশলগুলো আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।❤️❤️👍

 2 years ago 

একটি ড্রাগনের সম্পূর্ণ চিত্রাঙ্কন খুবই সুন্দর হয়েছে দাদা একদম হুবহু চিত্র অঙ্কন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আসলে ড্রাগন অনেক সিনেমাই আমি দেখি। এরা অনেক ভয়ঙ্কর প্রাণী। এদের ভয়ংকার এইমুভিগুলো আমার খুবই ভালো লাগে। আপনি গতকাল মুভি দেখেছিলেন ড্রাগনের। সেখান থেকে সিদ্ধান্ত নিলেন চিত্র অংকন করা। চিত্র অংকনটি খুবই সুন্দর হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। আসলে আপনার চিত্রাঙ্কন দক্ষতা দেখে আমি মুগ্ধ। খুবই সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করেন। আজকের ড্রাগনের চিত্র অংকনটি সত্যি অসাধারণ হয়েছে। দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা এবং সুস্থতা কামনা করছি। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর চিত্র অংকন আপনার কাছ থেকে উপহার পাবো। এই আশায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58522.98
ETH 3089.61
USDT 1.00
SBD 2.41