গঙ্গার কাছে অবস্থিত একটা পার্ক মতো জায়গায় কাটানো কিছু সময়

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

গত দুইদিন আগে বিকালে আমরা পরিবারের সবাই ঘুরতে বেরিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম গঙ্গার ধারে অবস্থিত একটা পার্ক মতো জায়গায়। তবে এটি পার্ক বলার সাথে সাথে গার্ডেনও বলা যেতে পারে, কারণ এখানে সবকিছু গার্ডেনের মতো সাজানো আছে একপ্রকার। এই পার্কটিতে যেতে গেলে ব্যারাকপুর রোড ধরেই যেতে হয় এবং ব্যারাকপুর রোডের থেকে কিছুটা ভিতরের দিকে অবস্থিত।

যাইহোক আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম ২ টার দিকে এবং সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ঘন্টাখানিকের মতো লেগেছিলো। আমরা যেহেতু গাড়িতে করে গিয়েছিলাম তাই সময়টা একটু কম লেগেছিলো । জায়গাটা আমাদের এখান থেকে বেশ দূরে অবস্থিত। আর এখন যেহেতু শীতকালের বেলা তাই সাড়ে ৩ টা কি ৪ টা বাজলেই যেন মনে হয় সন্ধ্যা মতো হয়ে এসেছে।

তারপর আকাশে সামান্য মেঘলাও ছিল ঐদিন বিকালের দিকে । শীতকালের আবহাওয়া কিছুটা এইরকম হয়ে থাকে, আকাশ মেঘলা মেঘলা মনে হয় সবসময় । বিকালে গঙ্গার ধারে সময় কাটাতে ভীষণ ভালো লাগে, মনটা যেন আনন্দঘন হয়ে ওঠে। আর এর আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, মনোরম। বিকালের দিকে গঙ্গায় যখন নৌকায় করে জাল চারিদিকে ফেলতে থাকে মাছ ধরার জন্য তখন সেই দৃশ্যটা আরো সুন্দর লাগে।

এই পার্কের ভিতরে গার্ডেন মতো জায়গাটা বেশি একটা দিন হয়নি তৈরি করেছে। এর ভিতরে এক প্রকার বলতে গেলে আগে ঝাড়জঙ্গলে ভরা ছিল, মাত্র কয়েক বছর হলো পরিষ্কার করে সুন্দর একটা জায়গায় পরিণত করেছে। বিশেষ করে সব থেকে তারা গার্ডেন মতো করে বিষয়টিকে আরো সুন্দরতম করে তুলেছে।

এর ভিতরে আপাতত একটি খাবারের দোকান বসিয়েছে, পরবর্তীতে সবকিছু সাজানো গোছানোর পরে হয়তো আরো কিছু খাবারের দোকান স্থাপন করবে। এই একটা দোকানটিতে মোটামুটি ভাজাভুজি খাবার, আইসক্রিম, খাবার জল ইত্যাদি আরো অনেক কিছু পাওয়া যায় । আর যেহেতু এখন করোনার সময়ে লোকজন কম আসছে তাই বেশি একটা সমস্যাও হচ্ছে না তাদের সবকিছু সামলাতে।


Photo by @winkles

♟এই ছবিটি গেটের থেকে ঢোকার মুহূর্তে তোলা হয়েছে। এখানে সারিবদ্ধভাবে কিছু টবে উদ্ভিদ লাগানো আছে। এই উদ্ভিদগুলো সাধারণত পাতাবাহার উদ্ভিদ, তবে এখানে কয়েকটি ভিন্ন কালারের পাতাসম্পন্নও আছে। একসাথে সারিবদ্ধভাবে রাখায় দেখতে বেশ সুন্দর লাগছে।


Photo by @winkles

♟এই ছবিটি ভিতরের দিকে যেতে একটা ফাঁকা স্থানে তোলা হয়েছে। এখানে এটি সাধারণত বড়ো আর লম্বা আকৃতির একটি পুকুর মতো রয়েছে। এই পুকুরটি আগে শ্যাওলায় ভরা ছিল, কিন্তু এই তারিখ গিয়ে দেখলাম বেশ পরিষ্কার পরিছন্ন করেছে। মূলত এর আশেপাশে বড়ো বড়ো কিছু গাছ থাকায় তার পাতা ঝরে ঝরে নিচে জলে পড়ে জলটাকে খারাপ করে তোলে।


Photo by @winkles

♟এই ছবিটি ভিতরের সরু রোড এর পাশের থেকে তোলা হয়েছে। এই ছবিটি একধরণের উদ্ভিদের ছবি যেটি লাইন দিয়ে কয়েকটি টবে সাজিয়ে রেখেছে। এই উদ্ভিদটি খেজুর গাছের মতো দেখতে। এগুলো বর্তমানে চারা অবস্থায় আছে।


Photo by @winkles

♟এই ছবিটি আরো ভিতরের দিকে একটা বড়ো গ্রাউন্ড থেকে তোলা হয়েছে। এখানে বেশি জায়গা নিয়ে কিছুটা নার্সারি মতো করেছে। ছাওনি মতো ঢাকা দেওয়া আছে কিছু ছোট চারা জাতীয় উদ্ভিদ কে। এছাড়া এর পাশ দিয়ে কিছু অন্যান্য প্রজাতির উদ্ভিদও বেড়ে উঠেছে এবং এখানে পরিচর্যাকারীরা সবসময় এগুলো দেখাশোনার দায়িত্বে থাকে।


Photo by @winkles

♟এই ছবিটি গ্রাউন্ড এর এক প্রান্ত থেকে তোলা হয়েছে। এই ছবিটি একটা উদ্ভিদের এবং এই উদ্ভিদগুলো মাঝারি প্রজাতির। এই উদ্ভিদ বেশি একটা বড়ো হয় না। এখানে এই উদ্ভিদটি একসাথে ৭-৮ টা টবে করে রাখা আছে এবং এগুলো একসাথে বেড়ে উঠে ঝাড়ের মতো হয়েছে। এর পাতাগুলো খুব ছোট এবং খুব ঘন হয়ে থাকে।


Photo by @winkles

♟এই ছবিটি আকাশের দিকে লক্ষ্য করে তোলা হয়েছে। এইসময় আকাশ ছিল কিছুটা মেঘলা।


Photo by @winkles

♟এই ছবিটি গ্রাউন্ড এর শেষ ভাগের বড়ো একটা স্থান থেকে তোলা হয়েছে। এখানে মূলত তেমন কিছু নার্সারি মতো লাগানো নেই। বড়ো বড়ো গাছ আছে চারিদিকে আর একটা স্থানে গোল করে ছোট ছোট কিছু উদ্ভিদ আছে যেখানে একটা লোক পরিচর্যা করছে।


Photo by @winkles

♟এই ছবিটি গঙ্গার অপজিটে একটি স্থান থেকে তোলা হয়েছে। এই স্থানটির দৃশ্যটা খুব সুন্দর ছিল। এখানে সাধারণত কিছুটা নার্সারি মতো আছে এবং কয়েকজন লোক একসাথে সেখানে ঘাস, আগাছা পরিষ্কার করছে।


Photo by @winkles

♟এই ছবিটি খাবারের দোকানের অপজিটে একটা স্থান থেকে তোলা হয়েছে। এখানে একটা লোক আশেপাশে পরিষ্কার পরিছন্ন করছে এবং গাছের অতিরিক্ত ডালপালা কেটে পরিমার্জিত করছে।


All Photos What3words Location: https://w3w.co/video.promises.concerned

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরারেডমি নোট ৭
ক্যাটাগরিফোটোগ্রাফি
লোকেশনব্যারাকপুর, ইন্ডিয়া
তারিখ২৭.১০.২০২১


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

দাদা জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছে। সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশের প্রকৃতির মাঝে আপনে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। ছবিগুলোর মাঝে জায়গাটার সৌন্দর্য ফুটে উঠেছে।

শুভ কামনা রইল দাদা।

 3 years ago 

হুম জায়গাটা খুবই সুন্দর। দারুন একটা সময় কেটেছিল সবার। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

দাদা ঠিক কথা বলেছেন, কোথাও ঘুরতে গেলে যদি দিনটা মেঘাচ্ছন্ন থাকে ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে মন ফুরফুরে লাগে। এই জায়গাটা জঙ্গল ছিল দেখে বুঝা যায় না। অনেক সুন্দর করে সাজানো হয়েছে।
জায়গাটি কিন্তু দারুন দাদা,, সবুজে সবুজে ছিনিমিনি খেলছে। অসাধারণ একটি জায়গা ফটোগ্রাফি করেছেন অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

এই জায়গাটা আগে অনেক গাছগাছালিতে ভরে গিয়েছিলো, তবে এখন পরিচর্যাকারীরা পরিষ্কার করে সবকিছু মনোরম পরিবেশ করে তুলেছে। ভিতরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তারা। ভালো একটা জায়গা সময় কাটানোর জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর পার্কের
একটি জায়গায় ফটোগ্রাফিসহ বিভিন্ন তথ্যগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

পরিবারের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছেন দাদা। এবং পার্ক বলেন আর গার্ডেন বলেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এবং চারিদিকে শুধু সবুজ আর সবুজ। গার্ডেনটার প্রাকৃতিক পরিবেশ টাও খুব ভালো ছিল। ছবিগুলো খুব ভালো তুলেছেন দাদা।।

 3 years ago 

আসলেই জায়গাটা ভীষণ সুন্দর আর মনোমুগ্ধকর। চারিদিকে সবুজতায় ভরপুর। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলেই পার্কটি গার্ডেনের মতোই লাগছে খুবই সুন্দর পরিবেশ।গেটের সামনে ঢোকার মুহূর্তে ফুল লাগানো ছিল সত্যিই এত সুন্দর লাগছিল। তবে ফুলগুলো আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।প্রতিটি ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে ভাইয়া। অত্যন্ত সুন্দর ছিল

 3 years ago 

ওগুলো সাধারণত পাতাবাহার উদ্ভিদ ছিল। পাতাবাহার উদ্ভিদের পাতার কালারগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

এই ছবিটি গেটের থেকে ঢোকার মুহূর্তে তোলা হয়েছে। এখানে সারিবদ্ধভাবে কিছু টবে উদ্ভিদ লাগানো আছে।

এই টবে লাগানো গাছগুলো দেখেই আমার মনটা একে বারে ভরে গেলো।কি সুন্দর ভাবে সব গুলো গাছ সারিবদ্ধ ভাবে আছে। দেখলেই খুশি লাগে অনেক।

আর সাত নাম্বার ছবিটা বেশি ভালো লেগেছে। সাত নাম্বার ছবিটার জায়গাটি অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। কি সুন্দর নিরিবিলি পরিবেশ আর প্রকৃতির হাতছানি।

 3 years ago 

এই গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়। এই গাছগুলোর আকর্ষণতার মূল বিষয় হলো পাতার কালারগুলো। এই গাছগুলো যখন বড়ো হয় তখন পাতার কালার এতো সুন্দর ফুটে ওঠে যে আমাদের দৃষ্টিকে সহজে আকর্ষিত করে তোলে। খুবই সুন্দর লাগে দেখতে।

দাদা রিসোর্ট আসলেই অনেক সুন্দর আর ভেতরের পরিবেশটা ফুরফুরে মনমনা খুবই ভালো লাগলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 years ago 

হ্যা, ভিতরের পরিবেশটা অনেক শান্ত আর সুন্দর। ধন্যবাদ।

দাদা প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা পার করার সময়, আমাদের সাথে ভাগাভাগি করার জন্য। অনেক সুন্দর সময় কাটিয়েছেন পরিবারের সাথে। এরকম সময় আমরাও পার করেছি তবে অনেকদিন থেকে হয়নি।প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবিরাম।

 3 years ago 

আসলে পরিবারের সাথে কোনো সুন্দর পরিবেশে গিয়ে সময় কাটানোর মধ্যে একটা আনন্দ খুঁজে পাওয়া যায়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

গঙ্গার ধারে অবস্থিত পার্ক বা গার্ডেন জায়গাটি খুব সুন্দর ও মনোরম। ভাইয়া আপনি পরিবারের সাথে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। ভাইয়া আপনার তোলা পার্কের প্রতিটি ফটোগ্রাফিই খুব সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 3 years ago 

হুম স্থানটি একদম শান্ত আর নিরিবিলি। ভালো সময় অতিবাহিত করা যায় গঙ্গার ধারে বসে বিকালের দিকে । ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া, আসলে গার্ডেনটি অনেক সুন্দর।আমরা সচরাচর যে পার্কে যায় সেগুলো গোছানো থাকে দর্শকদের জন্য। এরকম গার্ডেন অগোছানো থাকলেও একটা আলাদা সৌন্দর্য থাকে। এরকম গার্ডেন আমার খুবই ভালো লাগে। আর পরিবারের সাথে যদি কোথায় ঘুতে যাওয়া হয। তাহলে ঘুরাঘুরির আনন্দটা অন্য রকম হয়।ভাইয়া, আপনার প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে তবে আমার কাছে ভালো লেগেছে প্রথম ফটোগ্রাফি। ধন্যবাদ ভাইয়া, আপনার আনন্দ মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন💐💐

 3 years ago 

এই জায়গাটা অনেক গাছগাছালিতে ভরা। আর বিভিন্ন পদের গাছ থাকায় পরিবেশটা সবুজতায় ভরে গেছে। জায়গাটা এইজন্য দেখতে যেমন সুন্দর তেমন শান্ত প্রকৃতির। সব থেকে বড়ো বিষয় হলো গঙ্গার সৌন্দর্যটা উপভোগ করা যায়। পরিবারের সাথে এইরকম সুন্দর জায়গায় গিয়ে সময় কাটানোর মধ্যে বেশ আনন্দ আছে। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66121.65
ETH 3564.76
USDT 1.00
SBD 3.14