একটি গ্রামের দৃশ্য অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আমি একটি নতুন অঙ্কন নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি অঙ্কন করেছি। প্রাকৃতিক দৃশ্যটা হলো একটি গ্রামের। সাধারণ ভাবে একটি ছোট গ্রামের প্রাকৃতিক দৃশ্যের চিত্র আমার অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অঙ্কনটি করার সময় আসলে তেমন কিছু হুট করে মাথায় আসছিলো না, তাড়াতাড়িতে যা যা মনের মধ্যে এসেছে চারিপাশে সেইটুকু দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আজকের এই ছোট্ট অঙ্কনের আয়োজনটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়ের দিকে যাবো।


♜উপকরণ:♜

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
পেন
স্কেল
কালার পেন্সিল
রাবার

এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

➤প্রথম ধাপে ছাদ দেওয়া একটি দোতলা বাড়ি তৈরি করে নিলাম এবং সেই বাড়িতে মোটামুটি সবকিছু যেমন- জানালা, প্রবেশদ্বার এবং সিমেন্ট দিয়ে তৈরি করা বেশ কিছু জিনিস তৈরি করে দিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে বাড়ির পিছনের দিকে একটা কলা গাছ অঙ্কন করে দিয়েছিলাম পাতাসহ। এরপর বাড়ির পাশ দিয়ে একটা আঁকাবাঁকা রাস্তার শেপ দিয়ে নিয়েছিলাম। রাস্তার থেকে কিছুটা দূরে মেঘের মতো দেখতে একটা শেপ তৈরি করে নিয়েছিলাম।

➤তৃতীয় ধাপে বাড়ির উঠনে রাস্তার কিনারায় একটা গাছ অঙ্কন করে তার ডালপালাও অঙ্কন করে দিয়েছিলাম। এরপর গাছের গোড়ায় কিছু পাথরের মতো দেখতে অঙ্কন করে দিয়েছিলাম যা ঝাঁপানো আছে।

➤চতুর্থ ধাপে পেন্সিল দিয়ে অঙ্কন করা সব বিষয়গুলোতে পেন এর কালী টেনে ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।

➤পঞ্চম ধাপে যেখানে মেঘের মতো অঙ্কন করেছিলাম তার উপর দিয়ে আকাশি কালার দিয়ে আকাশ অঙ্কন করে দিয়েছিলাম।

➤ষষ্ঠ ধাপে কলা পাতাতে কালার করে দিয়েছিলাম এবং মেঘের মতো যেটা আঁকা ছিল সেটাতেও কালার করে দিয়েছিলাম।

➤সপ্তম ধাপে ছাদের সেই দোতলা সম্পূর্ণ বাড়িতে কালার করে দিয়েছিলাম। এরপর একদম নিচের দেওয়ালে শ্যাওলা মতো পড়েছে বোঝাতে কালার করে দিয়েছিলাম।

➤অষ্টম ধাপে সিঁড়ির নিচে দিয়ে যেসব বড়ো বড়ো জিনিস সিমেন্ট দিয়ে তৈরি করে বসানো ছিল তাতে কালার করে দিয়েছিলাম এবং পরে রাস্তায় কাঁচা মাটির রোড এর মতো কালার দিয়ে দিয়েছিলাম।

➤নবম ধাপে রাস্তার আশেপাশে সব জায়গায় সবুজ ঘাসের মতো দেখতে তৈরি করে দিয়েছিলাম।

➤দশম ধাপে বাড়ির উঠোনের গাছটিতে কালার করে দিয়েছিলাম আর ডালপালাতে পাতা দেইনি কারণ পাতা সব ঝরে গেছে বিষয়টা বোঝাতে চেয়েছি। গাছের গোড়ায় যে পাথর মতো ছিল সেটাতেও কালার করে দিয়েছিলাম। এরপর দূরে তাল গাছের মতো দেখতে দুটি গাছ অঙ্কন করে দিয়েছিলাম এবং উড়ে যাওয়া খানিকটা পাখির ছবি অঙ্কন করেছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 
গ্রামের সৌন্দর্য হলো গ্রামের ঘরবাড়ি, গাছপালা, খাল বিল পুকুর এসবই মূলত গ্রামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলে। সবুজের সমারোহ দেখা যায় গ্রামের সৌন্দর্যের মধ্যে। আমি গ্রামে গেলে গ্রামের প্রেমে পড়ে যাই। শহরে আসার সময় একদমই আসতে মন চায় না। আমি মনে করি আমাদের মাঝে সবাই গ্রামকে ভালোবাসে। গ্রামে থাকার মাঝে আলাদা এক শান্তি কাজ করে।
আপনি অসাধারণ ভাবে গ্রামের দৃশ্যের চিত্রটি ফুটিয়ে তুলেছেন। গ্রামে আগে দুতলা এমন বাড়ি দেখতাম। তবে এখন আর এমন বাড়ি দেখি ন। আপনার অঙ্কিত দৃশ্য দেখে মনে হচ্ছে এটা কোনো বাস্তব চিত্র। বিশেষ করে বাড়ির কালার করা পারফেক্ট ছিলো দাদা। আর বাড়ির পেছনে কলা গাছের চিত্র অনেক সুন্দর লাগছে। আপনার পাতা ঝড়া গাছের চিত্রটিও অনেক সুন্দর হয়েছে। গাছের গোড়ায় পাথর দেওয়াতে আরো বাস্তব ফিল পেলাম। আর্টের কাজ সব মিলিয়ে পারফেক্ট ছিলো দাদা।
দাদা আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর ভাবে আমাদের একটি গ্রামের দৃশ্য অঙ্কন করে দেখিয়েছেন। আপনার আর্ট মনোমুগ্ধকর ছিলো। গ্রামের দৃশ্য আঁকতে আমারও অনেক ভালো লাগে। দাদা, আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 💕💕
 2 years ago 

আশা করি আজকের এই ছোট্ট অঙ্কনের আয়োজনটি আপনাদের কাছে ভালো লাগবে।

দাদা,আপনার এই ছোট্ট অঙ্কনটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।কারন ছোট্ট হলেও এর মধ্যে গ্রামের সব সুন্দরতায় ফুটে উঠেছে।আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম, ঘরটি আমার কাছে বেশ পছন্দ হয়েছে।তাছাড়া ন্যাড়া গাছের ফাঁকে ফাঁকে পাখির উড়ে যাওয়া ,আঁকাবাঁকা মেঠো পথ,ঘরের পিছনে সবুজ কলাগাছ এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে।আপনি কতটা নিখুঁত ও সুন্দর করে ছবিটি এঁকেছেন সেটা ছবি দেখলেই বোঝা যাচ্ছে।তাছাড়া দূর গ্রামের তালগাছগুলি মনে হচ্ছে সতেজ নেই।অসাধারণ হয়েছে, প্রতিটি ধাপ ও উপস্থাপনা।সত্যিই আপনার চিন্তাধারার প্রশংসা করতে হয় আর রঙের ব্যবহার তো দুর্দান্ত।ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।

 2 years ago 

ওয়াও ভাইয়া খুব সুন্দর অসাধারণ একটি আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর আঁকা বাঁকা মেঠো পথ। পথের পাশে দোতালা সুন্দর একটি বাড়ি। বাড়ির উপরে খুব সুন্দর কলাগাছ। দূরের আকাশে অনেক পাখি উড়ছে। রাস্তার পাশে খুব সুন্দর একটি পাতা ঝরা গাছ দেখতে সত্যিই অসাধারণ লাগছে ভাইয়া। সত্যি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছেন আপনার আর্ট এর মাধ্যমে। আসলে ভাইয়া আপনার আর্টগুলো সব সময় আমার খুব ভালো লাগে। তেমনি আজকের টাও খুব মনমুগ্ধকর হয়েছে। সুন্দর প্রকৃতির সবাই খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি। এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের অংকন আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।👌👌👌👌

 2 years ago 

আজকে আমি একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি অঙ্কন করেছি। প্রাকৃতিক দৃশ্যটা হলো একটি গ্রামের।

প্রাকৃতিক দৃশ্যের অপরূপ সৌন্দর্য আপনি আপনার এই অঙ্কনের মাঝে তুলে ধরেছেন দাদা। গ্রাম বাংলার অপরুপ সৌন্দর্য ফুটে উঠেছে আপনার অঙ্কনের মাঝে। গ্রামের মেঠোপথ বা আঁকাবাঁকা রাস্তা সবকিছুই ফুটে উঠেছে আপনার অঙ্কনের মাঝে। অনেক সুন্দর ভাবে আপনি এই গ্রামীণ পরিবেশে সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। আপনার অঙ্কনের দক্ষতা সব সময় অনেক ভালো। তেমনি আজকেও আপনি প্রাকৃতিক দৃশ্যের অপরূপ সৌন্দর্য আপনার অঙ্কনের মাঝে তুলে ধরেছেন দাদা। অনেক ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি অঙ্কন চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা।💖💖

 2 years ago 
প্রিয় দাদা খুব তাড়াহুড়োর মধ্য দিয়েও আপনার মনের মাধুরী দিয়ে গ্রামীণ ঘরবাড়িগুলো তৈরি করে যে দৃশ্য অঙ্কন করেছেন তা সত্যিই বিরল।কি সুন্দর করে গ্রামীণ দৃশ্য দুই তলা বাড়ির পিছনে কলার গাছ সামনে রাস্তা জাস্ট অসাধারণ হয়েছে দাদা।আর বাড়ির সামনের ওই বাঁকা গাছটি যেন অসাধারণ একটি রুপ তৈরি করেছে।নীল আকাশ পাখিরা উড়ে বেড়াচ্ছে সব মিলিয়ে অসাধারণ একটি চিত্র ফুটিয়ে তুলেছেন যা সত্যি আমাকে অনেক মুগ্ধ করেছে গ্রামীণ এত চমৎকার একটি দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দাদা♥
 2 years ago 

সাধারণ ভাবে একটি ছোট গ্রামের প্রাকৃতিক দৃশ্যের চিত্র আমার অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

দাদা আপনার চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়ে যায়। আপনি এত সুন্দরভাবে চিত্র অঙ্কন করেন, একদম অরজিনাল চিত্রাংকন। যা থেকে বোঝা যায় না এটি হাতের করা চিত্র অংকন, মনে হয় ডিজিটাল চিত্র অঙ্কন করেছেন। সত্যিই আপনার আজকের গ্রামের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন এই চিত্রের মাধ্যমে। খুবই সুন্দর হয়েছে গ্রামের দৃশ্য। আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে গ্রামের প্রকৃতি পরিবেশ দৃশ্য এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। দেখে খুবি ভালো লাগছে। আপনি এত সুন্দর চিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

অঙ্কনটি করার সময় আসলে তেমন কিছু হুট করে মাথায় আসছিলো না, তাড়াতাড়িতে যা যা মনের মধ্যে এসেছে চারিপাশে সেইটুকু দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি।

দাদা আপনার চিন্তা ধারা গুলো সব সময় অনেক সুন্দর। আসলে অঙ্কন চিত্র গুলো আমাদের চিন্তাধারা থেকেই তৈরি হয়। যখন অঙ্কন করতে বসা হয় তখন নানান রকমের চিন্তা এসে ভিড় করে। আর এই কল্পনায় আঁকা চিত্র গুলো এত সুন্দর ভাবে ফুটে ওঠে যে দেখে অনেক ভালো লাগে। দাদা আপনার আর্ট সব সময় অনেক নিখুঁত হয়। আপনি অনেক সময় নিয়ে অনেক সুন্দর ভাবে আর্ট করেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আমার খুবই ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে যেন কোন এক গ্রামীণ পরিবেশ থেকে ক্যাপচার করা একটি ছবি এখানে বসানো হয়েছে। অসাধারণ হয়েছে দাদা।আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে দাদা মাল্টিস্টোরেড বা বহুতলীয় বললে কোন দিক থেকেই ভুল বলা হবে না। একের পর এক ভার্সেটাইল সব পোস্ট দিয়ে আমাদের মতো সব ইউজারদের কিভাবে মনোযোগ আকর্ষণ করে নিতে হয় তাতে আপনি খুবই পারদর্শী এবং প্রশংসার দাবিদার। এতে আমরাও সবাই গর্ববোধ করি যে আমাদের একজন যোগ্য এডমিন আছেন।
গ্রামের দৃশ্যের সাথে প্রতিটি মানুষের অতীত জড়িয়ে আছে।কেননা ছোটবেলায় প্রাইমারি স্কুলে অঙ্কন ক্লাসে প্রধান বিষয়বস্তু ছিলো "গ্রামের দৃশ্য"।আপনার এই মনোরম হাতে আঁকা ছবিটি আমায় শৈশব মনে করিয়ে দিয়েছে।আপনার আর্ট করার হাত সত্যিই খুব শৈল্পিক লেভেলের।
প্রতিটি ধাপ এত গুছিয়ে এবং সাবলীলভাবে বর্ণনা করেছেন যে," যে কেউ যারা ভালো অংকন করতে পারে না তারা এই পোস্ট দেখে চেষ্টা করলেও ভালো অংকন করতে পারবে।" মন থেকে বলছি খুবই মুগ্ধ হয়েছি আমি এই দৃশ্য দেখে।"আমার বাংলা ব্লগ" আপনাকে পেয়ে সত্যিই ধন্য..❤️❤️
 2 years ago 

কী অসাধারণ ও মনোরম দৃশ্য!😲😲

গ্রামের প্রকৃতির অপরুপ দৃশ্য আমপনার এই আর্ট এর মাধ্যমে ফুঁটে উঠেছে। রং করাও একদম পারফেক্ট হয়েছে
ভালোই লাগছে দেখতে। মেঠোপথ টি একটু বেশিই ভালো লেগেছে। আবার দূরের সেই তালগাছ দুটি দেখতে আরো সুন্দর লাগছে। আপনার দক্ষতা আপনার আর্ট এর মাধ্যমে খুব সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে। আসলেই প্রসংশার যোগ্য এই আর্ট টি। এমন সুন্দর একটি গ্রামীণ পরিবেশে যদি বসবাস করতে পারতাম খুব ভালো লাগতো।

 2 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে দাদা আপনার তৈরি গ্রামের দৃশ্য অংকন। আপনি নিখুঁত ভাবে পুরো গ্রামের চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি আপনার দক্ষতা আছে বলতে হবে। আমার কাছে দেখতে অনেক ভালো লাগলো। ‌ আপনার কাছ থেকে আজ আমি খুব সহজ উপায় গ্রামের দৃশ্য অংকন করা শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60872.67
ETH 2913.85
USDT 1.00
SBD 2.32