গ্রামের ভিতরে ঘুরতে গিয়ে আমার তোলা কিছু আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

গত দুইদিন আগে আমি একটি গ্রামের ভিতরে ঘুরতে গিয়েছিলাম। তবে এটা হঠাৎ করে যাওয়া হয়েছিল, যেটা আমি বরাবরই করে থাকি। আমার কোথাও যাওয়াটা অনেক সময় প্ল্যান এর বাইরে হয়ে থাকে। যেমন আজকে একটা কাজে গেলাম সেখানে কাজ শেষ হওয়ার পরে মনে হলো কোথাও ঘুরে আসি, বিষয়গুলো আমার এইরকমই হয়ে থাকে।

যাইহোক আমাদের এখানে ময়না গদি নামক একটা স্থানে সপ্তাহিক বাজার বসে এবং আমি সেখানে ঐদিন গিয়েছিলাম কিছু টুকিটাকি বাজার করতে। তবে ঐদিন বাজারের ধারে কাছে গিয়ে মনে হলো যে এখনতো অনেকটা সময় আছে তাই গ্রামের দিক থেকে একটু ঘুরে আসা যাক। এরপর চলে গেলাম ময়না গদির ওই রোড ধরে সোজা একটা প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত স্থানে।

এখানে মূলত এই সময়ে এক পাশে কিছু স্থানে ধান রোপন করেছে আবার কিছু স্থানে অন্যান্য সবজি লাগানো আছে। এই ধান গাছগুলো যদিও অনেকদিন আগে রোপন করা এবং এখন বেশ বড়ো হওয়া শুরু করেছে। যাইহোক এখানে বিকালের সময়ে একটা অন্যরকম সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাওয়া যায়। এখানে মূলত আগে বিশাল বড়ো মাঠ ছিল কিন্তু বেশ কয়েক মাস আগে সেখানে একটা রোড মতো তৈরি করেছে।

আর এই রোড ধরে আড়াআড়ি আরো একটি গ্রামের মধ্যে যাওয়া যায়। এটা এক প্রকার সবার জন্য ভালোও হয়েছে। আমি সাইকেল নিয়ে এই রোডের অনেকটা দূর পরিদর্শন করেছিলাম। আগে যদিও এই রাস্তা দিয়ে আমি কোথাও যাওয়ার চেষ্টা করিনি, কারণ এমনিতে অচেনা একটা স্থান তারপর অতদূর যাওয়ার পরে রাস্তা ভুলে গেলে আসা মুশকিল হয়ে যাবে।

ফলে আমি যখন এই ময়না গদি রোড ধরে সামনের দিকে যেতাম তখন সবসময় তাকিয়ে দেখতাম যে এই রোডটা শেষ পর্যন্ত কোথায় গিয়েছে এবং একদিন চিন্তা করলাম যে এই রোড ধরে যেতেই হবে। এরপর ঐদিন সেই সময়টা কাজে লাগিয়ে চলে গেলাম এবং রোডের পাশ দিয়ে সবুজতায় ভরা দেখে আমি একপ্রকার মুগ্ধ হয়ে গেছিলাম। এতদিন দূর থেকে দেখে সৌন্দর্য উপভোগ করতাম আর সেদিন জায়গায় গিয়ে বিষয়টা আরো বেশি উপভোগ করলাম।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই জায়গা দিয়ে যে রোডটি চলে গেছে সেখানে এখনো ইটের রাস্তা মতোই আছে, কারণ বেশ ভিতরে হওয়ায় পাকাপোক্ত হওয়া বেশ মুশকিল আছে। এই রাস্তাটি ধরে আমি শেষ অব্দি যতদূর গিয়েছিলাম সেখানে পুরো মাঠ জুড়ে রয়েছে ধান গাছ, কারণ এই মুহূর্তে বেশিরভাগ সবজি জাতীয় ফসল সেখানে উঠে গেছে। আর এইজন্য কৃষকরা মাঠে ধানের ফলন শুরু করে দিয়েছে।

সেখানে আমি এই সবুজতার মাঝে আর প্রাকৃতিক হাওয়ায় কিছুক্ষন দাঁড়িয়ে সৌন্দর্যতা উপভোগ করলাম। একদম ফাঁকা জায়গা হওয়ায় ফুরফুরে হাওয়া বেশ আনন্দদায়ক, তবে এখন শীতকাল আসতে চলেছে তাই ঠান্ডা ঠান্ডা ভাবটাও চলে এসেছে। যাইহোক অনেকদিন পরে নতুন জায়গায় একটা সুন্দর পরিবেশের মধ্যে গিয়ে মনটাও অনেক ভালো লাগলো।

প্রকৃতি আমার অনেক ভালো লাগে, মনে হয় যেন সবসময় চোখের সামনে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেতাম। তবে দুঃখের বিষয় হলো শহরের মাঝে থেকে এই আশাটা আর পূরণ হয়ে ওঠে না। যাইহোক সন্ধ্যা নেমে আসার কিছুক্ষন আগে পর্যন্ত সেখানে ছিলাম এবং আবার পুনরায় ফিরে আসলাম কারণ এদিকে বাজারটাও করে বাড়ির দিকে ফিরতে হবে। এরপর আমার প্রয়োজনীয় কিছু টুকিটাকি বাজারঘাট করে বাড়ির দিকে চলে আসলাম।


All Photos What3words Location: https://w3w.co/puddings.unique.misted

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরারেডমি নোট ৭
ক্যাটাগরিফোটোগ্রাফি
লোকেশনময়না গদি রোড
তারিখ২৩.১০.২০২১

______

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png




Sort:  
 3 years ago 

গ্রামের ভিতরে ঘুরতে গিয়ে আপনার তোলা কিছু আলোকচিত্র গুলো গ্রামের ফসলের মাঠ গুলো তুলে এনেছেন অসাধারণ লাগছে।এখন সবুজ ক্ষেত দেখতে কার না ভালো লাগে।সবুজের সমারোহে মনটা ভরে গেল।।♥♥

 3 years ago 

সবুজ ধান ক্ষেত, সবুজ সবুজ সবজিতে ভরা ক্ষেত দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ।

 3 years ago 

গ্রাম শুনলেই মনে আসে সবুজ সুজলা সুফলা গাছপালা ভর্তি ফসলে ক্ষেত এসবের সমন্বয়ে একটি প্রান্ত। যেখানে শহরের যানবাহনের কোলাহল নেই। আপনার ছবির গ্রামটাও অনেকটা সেইরকমই দাদা। ছবিগুলি অনেক সুন্দর হয়েছে। এবং আপনার উপস্থাপনা টাও অনেক ভালো ছিল।

 3 years ago 

আসলে গ্রাম মানেই সবুজে শ্যামলে ভরা চারিদিকটা। গ্রামে ফসলে ভরা মাঠের প্রান্ত দেখতে অনেকটা ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

প্রতিটি ছবি এত্ত সুন্দর হয়েছে ভাইয়া। ছবি গুলো দেখে আমার গ্রাম এ যেতে খুব ইচ্ছে হচ্ছে। কখনও যাওয়া হয়নি এবং দেখা হয়নি এমন সুন্দর দৃশ্য।

 3 years ago 

শহরের বুকে থেকে গ্রামের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায় না। গ্রাম মানেই প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। আপনিও কোনোদিন সময় পেলে ঘুরে আসবেন আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আসবেন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

গ্রামের প্রকৃতি অপরূপ সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। ধানক্ষেতের সবুজ মাঠের মাঝে হেঁটে বেড়াতে আমার খুবই ভালো লাগে। খোলা আকাশের নিচে সবুজ মাঠের প্রান্তর দেখলে চোখ জুড়িয়ে যায়। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে দাদা। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

গ্রামের মাঠে ঘাটে প্রকৃতির মাঝে হাঁটাচলা করার মধ্যে একটা অন্যরকম আনন্দ পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

গ্রাম মানেই প্রকৃতির নানা ধরনের রূপের বাহার। প্রকৃতির সেই মনোমুগ্ধকর, স্নিগ্ধ বাতাস সবই গ্রামের প্রকৃতিতে খুজে পাওয়া যাবে। শস্যখেত, সবুজ মাঠ, চারিদিকে যেন সবুজের খেলা।

গ্রামের প্রকৃতিতে সকালের বাতাস যেন মনটা ভরিয়ে তোলে। আমার বাড়ীও গ্রামে তাই গ্রামের সুন্দর প্রকৃতির বেশির ভাগই উপভোগ করে থাকি।

দাদা আপনার পোষ্টের মাঝে গ্রামের সুন্দর প্রকৃতিটা ফুটে উঠেছে। অনেক সুন্দর সময় কাটিয়েছিলেন।

শুভ কামনা রইল দাদা।

 3 years ago 

গ্রামের মাঠেই প্রকৃতির আসল সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। চারিদিকে শুধু সবুজ সবুজ শাকসবজি আরো বিভিন্ন ফসলে ভরা থাকে যেটা খুবই মনোমুগ্ধকর। আপনি প্রকৃতির আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারেন সবসময়, কিন্তু আমরা মাঝে মাঝে সেই সুযোগটা পাই। যাইহোক আপনার খুব সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

🥰💞

 3 years ago 

সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে অবশ্যই গ্রামে যেতে হবে। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়ছে। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

হ্যা গ্রামে না গেলে এই সৌন্দর্য খুঁজে পাওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া সত্যি এটা উপভোগের একটা জায়গা। আপনার ফটোগ্রাফিতে গ্রামের সত্তিকারের চিত্র উঠে এসেছে। গ্রামে গেলে এমনিতেই মন প্রাণ সবই শীতল হয়ে যায়। মেঠো পথে হেটে ফসলের হাওয়া হেলেদুলে চলা এগুলো উপভোগ করতে কার না ভালো লাগে। এরকম মেঠো পথের ধারে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা হতো ঘন্টার পর ঘন্টা। ভাইয়া আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। এবং আমাদের সাথে আপনার মনের ভাব শেয়ার করেছেন। এবং আপনার কিছু উপভোগের সময় আমাদের সাথে শেয়ার করেছেন আমি খুবই আনন্দিত। আপনার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া।

 3 years ago 

গ্রামে প্রকৃতির হাওয়ায় মন প্রাণ একদম শীতল হয়ে যায়। সবুজতার মাঝে আর প্রকৃতির হাওয়ায় বসে বন্ধুদের সাথে গল্পগুজব করতে বা খেলাধুলা করতে অনেক আনন্দ লাগে আর মনটা সতেজতায় ভরে যায়। ধন্যবাদ আপনার অনেক সুন্দর মন্তব্য উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ময়না গদি নামটা আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে গ্রামের প্রাকৃতিক দৃশ্য গুলো দেখলে মনে হয় গ্রামে ছুটে যাই। কতদিন গ্রামে যায় না ছোট থাকতে যেতাম এখন আর যাওয়া হয় না। গ্রামের কথা মনে পড়লে কি যে ভালো লাগে আগেকার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায় ।ছোট ছোট ধানের ক্ষেত মাঝখান দিয়ে আমরা কত হেঁটে গেছি। অনেক ধন্যবাদ দাদা গ্রামের সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক গ্রামের এইরকমন বিভিন্ন নাম আছে। অনেকদিন পরে যদি গ্রামের মাঝে যাওয়া হয় তাহলে মনের মধ্যে একটা সুন্দর অনুভূতির সৃষ্টি হয়ে থাকে। গ্রামের মধ্যে গেলে আমারও ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়, আগে গ্রামের মাঠে ঘাটে খেলা করতাম, হাঁটাহাঁটি করতাম। কিন্তু এখন আর সেগুলো হয় না। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাই গ্রামের ভিতরের সড়কগুলো সাধারণ মাটিরই থাকে, তবে কিছু কিছু জায়গায় ইটের রাস্তা থাকে। আর গ্রামের ভিতরের এই রাস্তাগুলো আমার কাছে ভালো লাগে, যদিও বর্ষায় চলাচলে কিছুটা কষ্ট হয় কিন্তু তবুও ভালো লাগে। পরিবেশটা অনেক সুন্দর লাগছে দৃ্শ্যগুলোতে, মনে হচ্ছে বেশ উপভোগ করেছেন। ধন্যবাদ

 3 years ago 

হ্যা মাটিরই থাকে তবে এখন সব জায়গায় প্রায় পিচ ঢালাই হয়ে গেছে। অনেক ভিতরের দিকে কেবল এইরকম রয়ে গেছে, বৃষ্টির সময় চলা যায় না। মাটির রাস্তা একপ্রকার দেখতে ভালো লাগে। অনেকদিন কোনো মাটির রাস্তা চোখে পড়েনি।রাস্তা যাইহোক,গ্রামের প্রকৃতির মাঝেই মূল সুখের চাবিকাঠি। ধন্যবাদ।

 3 years ago 

অসাধারণ সুন্দর হয়েছে ছবিগুলো। গ্রাম মানেই তো সৌন্দর্যের প্রতীক। আর প্রত্যেকটি ফটো ক্যামেরাতেও সুন্দর করে তোলা হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.029
BTC 59060.44
ETH 2608.94
USDT 1.00
SBD 2.43