ডাউন সিনড্রোম সম্পর্কে কিছু তথ্য

in আমার বাংলা ব্লগ4 years ago


IMAGE SOURCE
প্রথমে জানা যাক, ডাউন সিনড্রোম কেন হয় ? ডাউন সিনড্রোম মূলত ক্রোমোজোমের অস্বাভাবিকতার জন্য হয়ে থাকে। বিজ্ঞানীরা এই ডাউন সিনড্রোম সম্পর্কে গবেষণা করে দেখেছিলেন যে ৩টি ২১ নং ক্রোমোজোম এর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডাউন সিনড্রোম লক্ষণ দেখা দেয়।

এছাড়া বিজ্ঞানীরা আরো বিভিন্ন ধরণের গবেষণা করে এটা পেয়েছিলো যে কেবল ১টি জীনই ডাউন সিনড্রোম ব্যাধির কারণ না। যখন ১টি অতিরিক্ত ২১ নং ক্রোমোজোম থাকে তখন একসঙ্গে অনেকগুলো জীন কাজ করে থাকে।

ডাউন সিনড্রোম এ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একটি নির্দিষ্টি ক্রোমোজোম অংশ কাজ করে যাকে ডাউন সিনড্রোম ক্রিটিক্যাল রিজিওন বলে। এই ডাউন সিনড্রোম ক্রিটিক্যাল রিজিওন কে আবার ডাউন সিনড্রোম এর বৈশিষ্ট্যের জন্য দায়ী বলে মানা হয়ে থাকে কারণ এতে একের অধিক জীন আছে। এই ডাউন সিনড্রোম ক্রোমোজোম কয়েক লক্ষ বেস পেয়ার এবং প্রায় ৩২-৩৩ টি জীন এর সমন্বয়ে গঠিত।

এই ডাউন সিনড্রোম এর হার খুব সীমিত হয়ে থাকে মানুষের মধ্যে। প্রায় ৭০০ জন জন্মের মধ্যে একজনের মধ্যে এই ব্যাধির লক্ষণ দেখা যায়। গবেষকদের গবেষণার থেকে জানা যায় যে মায়ের বয়স বেশি হলে ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

ডাউন সিনড্রোম এ আক্রান্ত ব্যক্তিদের গড় আয়ু খুব সীমিত মাত্র ১৭ বছর। এর মধ্যে খুব কম ব্যক্তি প্রায় ৪০-৫০ বছর অতিক্রম করতে পারে। ডাউন সিনড্রোম দুইভাবে হয়ে থাকে একটি হলো প্রাথমিক ডাউন সিনড্রোম এবং অন্যটি হলো বংশগত ডাউন সিনড্রোম।


IMAGE SOURCE
এখন ডাউন সিনড্রোমের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাক:

  • শারীরিক উচ্চতা কম, প্রায় ৩-৪ ফুটের মতো।
  • মাথা চ্যাপ্টা মতো ও গোলাকার হয়।
  • জিভ খাঁজযুক্ত এবং বাইরের দিকে প্রসারিত হয়ে থাকে যার জন্য মুখ কিছুটা খোলা থাকে এদের।
  • হাতের করতলে ভাঁজ মতো থাকে।
  • নাক ছোট এবং নাকের হাড় নিচু হয়ে থাকে।
  • কানগুলো অসুগঠিত এবং নিচের দিকে অবস্থিত হয়।
  • দাঁত উঠতে অনেক দেরি হয়।
  • পায়ের আঙ্গুলগুলো প্রসারিত ভাবে অবস্থিত থাকে।

শুভেচ্ছান্তে, @winkles

Sort:  
 4 years ago 

দারুন তথ্যবহুল রচনা । ডক্টর ডাউন (John Langdon Down) সর্বপ্রথম ক্রমোজোমীয় এই সমস্যা ডিটেক্ট করেন তাই তাঁর নামানুসারে একে ডাউন সিনড্রোম বলে অভিহিত করা হয় ।

 4 years ago 

হুম ডাক্তার ডাউন এর নামানুসারে এই সিন্ড্রোম এর নাম ডাউন সিনড্রোম করা হয়।

 4 years ago 

আমি এরকম কেস দেখে ছিলাম যখন আমি ইন্টার্নশিপে ছিলাম তখন । তবে খুব দুঃখ লাগে এ ধরণের কেস দেখলে । যাইহোক তথ্য দিয়েছেন।

 4 years ago 

ইসরায়েল, মালয়েশিয়ার দিকে দেখা যায় তবে অনেক কম জনের হয়ে থাকে।

 4 years ago 

তথ্য গুলো জেনে উপকৃত হলাম। এমনটা কারো না হোক এই কামনাই করি।

 4 years ago (edited)

এগুলো খুব কম সংখ্যায় হয়ে থাকে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 98939.69
ETH 3476.97
USDT 1.00
SBD 3.22