সাধারণ ভাইরাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা

in আমার বাংলা ব্লগ3 years ago
বন্ধুরা, আজকে আমি ভাইরাস সম্পর্কে সাধারণ কিছু তথ্য আলোচনা করবো। তাহলে বিষয়টি শুরু করা যাক--

ভাইরাসটা আসলে কি? ভাইরাস হলো একধরণের রোগসৃষ্টিকারী, খুবই ক্ষুদ্র, নিউক্লীয় প্রোটিন মির্মিত । এছাড়া ভাইরাস পোষক কোষের মধ্যে প্রজননক্ষম থাকে। যেকোনো টাইপ এর ভাইরাস অত্যন্ত ক্ষুদ্র হয়ে থাকে এবং আমরা এইসব ভাইরাস কেবলমাত্র ইলেক্ট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পাবো না। ফলে এতো ক্ষুদ্র ভাইরাসগুলো খালি চোখে দেখা সম্ভব না। তবে একমাত্র ইলেক্ট্রন ছাড়া সাধারণ কোনো মাইক্রোস্কোপেও দেখা যায় না।

ভাইরাস এর আকার বিভিন্ন রকমের হতে পারে এবং এদের বিভিন্ন আকার আকৃতিগুলো এই ইলেট্রন অণুবীক্ষণ এর সাহায্যে নির্দিষ্ট করা হয়ে থাকে। আমরা কম বেশি সবাই সাধারণ বিভিন্ন ভাইরাসগুলো সম্পর্কে জানি এবং এদের আকার আকৃতিও মোটামুটি জানা আশা করি। তাও আমি কয়েকটি সাধারণ ভাইরাস এর আকার আকৃতি কেমন হয় সেটা বলছি। সাধারণ ভাইরাস এর মধ্যে টোবাকো মোজাইক নামক একধরণের ভাইরাস আছে যেটা দন্ডকারের ন্যায় দেখতে হয়ে থাকে। তারপর আছে পোলিও ভাইরাস আছে যেটা দেখতে গোল মতো হয়ে থাকে , তারপর ফাজ ভাইরাস আছে যেটা ব্যাঙাচির মতো দেখতে প্রায় ইত্যাদি এইরকম আরো অনেক ভাইরাস আছে যেগুলো দেখতে বিভিন্ন আকৃতির হয়ে থাকে।

ভাইরাসগুলোর মধ্যে যে একধরণের নিউক্লিক এসিড থাকে সেটা ডিএনএ হতে পারে আবার আরএনএ হতে পারে। এছাড়া ভাইরাস এর মধ্যে আবার জড়ের বৈশিষ্ঠ্যও থাকতে পারে আবার জীবের বৈশিষ্ঠ্যও থাকতে পারে। ভাইরাস ক্ষুদ্রতম হওয়ার কারণে এরা কোনো জৈবনিক কাজে অংশগ্রহণ করতে পারে না। ভাইরাস সাধারণত প্রাণীর পোষক দেহের ভিতরে অবস্থিত থাকে এবং সেখানে তারা প্রজনন কাৰ্য করে শরীরের রোগ সৃষ্টির কাজ করে থাকে। ভাইরাস সাধারণত জল, হাওয়া, মাটি ইত্যাদি সবজায়গাতেই থাকতে পারে বা ছড়িয়ে থাকে।

সাধারণ ভাইরাস সম্পর্কে এই ছিল সংক্ষিপ্তসার। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো।

শুভেচ্ছান্তে, @winkles


Discord Link: https://discord.gg/5aYe6e6nMW

Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

Sort:  
 3 years ago 

তথ্যবহুল পোস্ট শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

একদম শিক্ষণীয় এবং সচেতনমূলক পোস্ট।

 3 years ago 

মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67282.50
ETH 2627.94
USDT 1.00
SBD 2.68