সারাদিনটা ব্যস্তময় সময় নিয়ে পার করলাম / ১০.০৯.২০২১ ( Benificiary 10% @shy-fox )

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরুয়াত করতে যাচ্ছি।

গতকাল শুক্রবার সকাল থেকে সারাদিন ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করে দিলাম। গতকাল ভোরে শুয়েও সকাল সকাল উঠে অর্থাৎ সকাল ৯ টার মধ্যে উঠে অনেক কাজ সেরে নিলাম। মাঝে মাঝে এমন হয় যে ঘুমটাও ঠিকমতো হয়ে ওঠে না। যাইহোক সকালে ঐ সময় উঠে একটু বাজারে গিয়েছিলাম মাংস কিনতে, বাজারটা আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, মোটামুটি যাওয়া আশায় ২০ মিনিটের মতো লাগে। দোকানে গিয়ে দুটি হাঁস কিনলাম এবং দোকান থেকে কেটে নিয়ে বাড়িতে আসলাম। এরপর রান্নাবান্নার সমস্ত কাজ সেরে একটু ল্যাপটপের সামনে বসে কাজ করে নিলাম। কাজ সেরে আবার বেলা ১:৩০ টার দিকে একটু বিদ্যুৎ এর অফিসে দৌড়ালাম। মূলত গিয়েছিলাম ফোন নম্বরটা চেঞ্জ করতে, কিন্তু সেখানে গিয়ে যা অবস্থা কি আর বলি, প্রায় ২০ জনের পরে লাইন। সবার বিভিন্ন সমস্যা কিন্তু লাইন একটা মেরে রেখেছে। সরকারি জায়গায় গিয়ে কোনো কাজ মিটিয়ে আশা মহা ঝামেলার। তারপর আর কি করার একটা ফোন নম্বর চেঞ্জ করার জন্য অর্থাৎ ২ মিনিটের কাজের জন্য দাঁড়াতে হলো ১ ঘন্টার উপরে।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles


What3words Location: https://w3w.co/cello.reforming.muscular

এরপর সেখান থেকে কাজ মিটিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে আসলাম বেলা ৩ টার দিকে এবং স্নান করে একটু রেস্ট নিলাম। গতকাল সকাল থেকে সারাদিন ভীষণ গরমও পড়েছিল, ফলে হঠাৎ করে বিকাল ৪ টা বাজতেই আকাশ গম্ভীর মতো হয় এবং চারিদিকে অন্ধকারাছন্ন হয়ে পড়ে।

কিছুক্ষনের মধ্যে আকাশ গর্জন করতে করতে এবং বিদ্যুৎ চমকাতে চমকাতে বৃষ্টি এসে পড়লো, সেই সাথে ঝড়ো হাওয়াও বইছিলো। যদিও এটা স্বল্প সময়ের জন্য হয়ে থেমে গিয়েছিলো। এরপর আবহাওয়া মোটামুটি একটু ঠিক হলে ৪:৩০ টার দিকে আমি সবজি বাজার করার জন্য একটি গ্রামের দিকে গিয়েছিলাম।

মাঝে মাঝে গ্রামের দিক থেকে বাজার করে নিয়ে আসি, কারণ সেখানে সবকিছু মোটামুটি টাটকা পাওয়া যায়। যেখানে বাজারটা বসে সেখানে পাশেই সবজির বড়ো মাঠ এবং সেখান থেকে অনেকে বাজারের দিন টাটকা সবজি তুলে বিক্রি করে থাকে। আর যদি সবজি মাঠের থেকে তোলার সময় ওদের কাছ থেকে নেওয়া যায় তাহলে অর্ধেকেরও কম দামে পাওয়া যায়।

যাইহোক আমি গ্রামের ভিতরে প্রবেশ করে কিছু পথ যেতে যেতে কষ্ট হয়ে গিয়েছিলো, যেহেতু সাইকেল করে গেছি আর বাজারটা একটু দূরে আছে ফলে গরমের মধ্যে ক্লান্তি ভাব চলে এসেছিলো একটু। এইজন্য আমি একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষন বিশ্রাম নিয়ে নিলাম। আসলে সচরাচর এইরকমটা হয় না, আমি অনেকবার যেহেতু সেখানে গেছি। মূলত সারাদিন এতো ধক্কল গেছে যে ক্লান্তি ভাবটা আপনাআপনি চলে এসেছে।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles


What3words Location: https://w3w.co/cello.reforming.muscular

যাইহোক সেখানে কিছুক্ষন বিশ্রাম নেওয়ার পরে আবার রওনা দিলাম এবং বাজারে পৌঁছে কিছু সবজি কিনে এবং মাছ কিনে নিয়ে গ্রামের ভিতরে অন্য একটা লাইন দিয়ে বাড়ির দিকে রওনা হলাম। বাজারের মধ্যে যথেষ্ট ভিড়ও ছিল, মাঝে মাঝে বাজারের মধ্যে ভয়ও করে বর্তমান পরিস্থিতিতে।

যাইহোক আমি যখন বাজার ঘাট করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তখন আবহাওয়া পুরো ক্লিয়ার ছিল কিন্তু হঠাৎ করে যে কি হলো, আবার মেঘলা মতো করে আসলো। আসার সময় ভাবছিলাম যে ঢুকলামতো অন্য সাইট দিয়ে এখন বাড়ি না শেষ পর্যন্ত সবকিছু ভিজিয়ে নিয়ে যেতে হয়।

আকাশ কিছুক্ষন ঘন কালো মেঘে ঢেকে মেঘলা করে থাকলেও বৃষ্টি সহজে আসেনি, কিছুক্ষন পর হালকা করে ঝির ঝির মতো করে বৃষ্টি হচ্ছিলো এবং এই বৃষ্টিতে তেমন কোনো সমস্যা হচ্ছিলো না আসার সময়ে। পরে ভাবলাম তাহলে বাড়ি গিয়ে ওঠা যাবে। কিন্তু একটি দোকানের থেকে কিছুটা দূরে যাওয়ার পরে বেশ বড়ো করে ভারি বৃষ্টি শুরু হলো এবং আমি আবার পিছনে ব্যাক করে সেই মুদিখানা দোকানে গিয়ে দাঁড়ালাম।

বৃষ্টি মোটামুটি বেশ কিছুক্ষন ধরে ভালোই হলো এবং সেখানেই মোটামুটি একটু সন্ধ্যা মতো নেমে এলো। এরপর বৃষ্টি থামার পরে ধীরে ধীরে বাড়ির দিকে চলে আসলাম। প্রকৃতির ভাবমূর্তির কাছে পেরে ওঠা যায় না সত্যি বলতে, এখন ঝলমলে রৌদ্র দেখলে দুই মিনিট বাদে যে মেঘ করে বৃষ্টি নামবে না তার কোনো নিশ্চয়তা নেই আজকাল ।

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরারেডমি নোট ৭
ক্যাটাগরিন্যাচার ফোটোগ্রাফি
লোকেশনবেরাবেড়িয়া
তারিখ১০.০৯.২০২১

Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP


||Community Page||


||amarbanglablog Discord Link||heroism Discord Link||

Sort:  
 3 years ago 

আকাশ এই রকম ভাবে মাঝে মাঝে আমাদের সাথে খুব মজা করে, হুট করেই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় আবার কিছুটা সময় পর ঠিক হয়ে যায়। তবে ফটোগ্রাফিগুলো কিন্তু চমৎকার ক্যাপচার করেছেন। ধন্যবাদ

 3 years ago 

হ্যাঁ এটা ঠিক কথা বলেছেন আকাশ এর মায়া বোঝা কঠিন, সারাদিন চলে আকাশের আলো ছায়ার খেলা আবার কখনো চলে রোদ বৃষ্টির খেলা। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

 3 years ago 

আপনার ব্যস্তময় দিনের গল্প অনেক সুন্দর। ছবি গুলো অসাধারণ ছিল ভাই। এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ।

খুব সুন্দর ভাবে ব্যাস্ত দিনের গল্পটি আমাদের সাথে শেয়ার করেছেন।

আপনার ওখানে ক্ষণিকের জন্য হলেও তাও বৃষ্টি হয়েছে।কিন্তু আমাদের এখানে প্রায় দশ দিন যাবৎ কোন বৃষ্টির দেখা নেই।প্রচন্ড গরম এদিকে।আপনি মোটামুটি বৃষ্টির সাথে হয়রানিও হয়েছেন দেখছি।মাঝ পথে যাওয়ার পর যখন বৃষ্টি আসে তখন দৌড়ানো ছাড়া কোন উপায় থাকে না।

শুভ কামনা রইলো ভাই।অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

আমাদের এখানে একটু নিম্নচাপ মতো হলেই কয়েকদিন যাবৎ এইরকম হতে থাকে, আজকেও একই সময়ে হয়েছে গতদিনের মতো। আসলে সকাল থেকে বড্ড ভ্যাপসা গরম পড়ছে যার জন্য এই অবস্থা। আমি বৃষ্টি হলে মানিনা, ওর মধ্য দিয়েই চলে আসি কিন্তু করোনার জন্য পারি না এখন।

 3 years ago 

সত্যি দিনটা খুব ব‍্যস্ততার সাথেই অতিবাহিত করেছেন। আমার এলাকাতেও এইরকম একটি বাজার আছে। গ্রামের বাজার সবজি ক্ষেতের পাশেই অবস্থিত। ওখানে প্রতিদিন টাটকা সবজি এবং মাছ পাওয়া যায়।
ধন্যবাদ দাদা আপনার সম্পূর্ণ দিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 3 years ago 

গ্রামের মাঠের থেকে টাটকা সবজি হাত দিয়ে তুলে নেওয়ার মধ্যেও একটা অন্যরকম মজা থাকে। আমার বেশ ভালো লাগে এই বিষয়গুলো। টাটকা সবজি নিয়ে এসে সেটা খাওয়ার মধ্যে বেশ তৃপ্তি খুজে পাওয়া যায়।

 3 years ago 

ঠিক বলেছেন দাদা।

 3 years ago 

আপনার ব্যস্ততম সারাদিনের লেখা পোস্ট টা সত্যিই খুব ভালো লেগেছে পরে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল ।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

বরাবরের মতো এবারও, আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর, আকাশের ছবি টা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনার বৃষ্টির দিনের গল্প পরে খুবই ভালো লাগলো,অনেক সুন্দর উপস্থাপনা করেছেন,আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

বৃষ্টির আগে এবং পরে আকাশের দৃশ্যগুলো বেশ সুন্দর ভাবে ফুটে উঠেছিল ফলে ফটোগুলো একপ্রকার প্রাকৃতিক সৌন্দর্যতার মাঝে ক্যাপচার করতে পেরেছিলাম। আর লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ছবিগুলো খুব সুন্দর হয়েছে।ঝোপের মধ্যে বড়ো বাবলা গাছটি খুবই ভালো লেগেছে আমার।ভালো সময় পার করেছেন আপনি আশা করি।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96498.98
ETH 3442.26
SBD 1.54