একটি সম্পূর্ণ রোবটের চিত্র অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক ( Benificiary 10% @shy-fox )

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম।

অনেকদিন বাদে আজকে আপনাদের সম্মুখে একটি অঙ্কন নিয়ে হাজির হলাম। আজকের অঙ্কনটি একটু ভিন্ন ধরণের করেছি। যদিও এই অঙ্কনটি আমি রাতে একটু সময় করে তৈরি করে রেখেছিলাম। আমি এই তারিখ একটি পূর্ণাঙ্গ রোবট এর চিত্র অঙ্কন করেছি। মূলত রোবট যে রকমটা দেখতে হয় আর কি, আমি সেইভাবে অঙ্কন করে তুলে ধরার চেষ্টা চালালাম । রোবট এর অঙ্কনটা শেষ পর্যন্ত কেমন হলো আপনারাই জানাবেন।

֍উপকরণ֍
আর্ট পেপার (A 4 )
বোর্ড
পেন্সিল
রাবার
৩ ধরণের কালার

এখন অঙ্কনের ধাপগুলো নিচে তুলে ধরলাম--


➤প্রথম ধাপে আমি রোবটের মস্তক তৈরি করলাম। এরপর ছোট্ট ক্ষুদ্রাকৃতির মুখ অঙ্কন করলাম এবং দুটি চোখ তৈরি করলাম।

➤দ্বিতীয় ধাপে আমি গলা অঙ্কন করে বডি তৈরি করে নিলাম এবং দুই সাইডে দুটি বাহু তৈরি করলাম।

➤তৃতীয় ধাপে বডিতে একটু ডিজাইন মতো করে নিলাম এবং বডির নিচে সরু কোমর অঙ্কন করে নিলাম।

➤চতুর্থ ধাপে দুটি হাতের অর্ধাংশ অঙ্কন করে নিলাম।

➤পঞ্চম ধাপে একটি পা সম্পূর্ণ অঙ্কন করলাম এবং অন্য পায়ের শুধু জয়েন্ট অংশটা তৈরি করে রাখলাম।

➤ষষ্ঠ ধাপে সেই পায়ের অংশটা পুরোপুরি অঙ্কন করে নিলাম।

➤সপ্তম ধাপে অর্ধাংশ অঙ্কন করা একটি হাতের বাকিটা অঙ্কন করে সম্পূর্ণ হাত তৈরি করলাম।

➤অষ্টম ধাপে আমি একইভাবে অন্য হাতের বাকি অংশটা অঙ্কন করে নিলাম এবং হাতের মুঠোয় যেকোনো একটি জিনিস অঙ্কন করে দিলাম।

➤নবম ধাপে মস্তক, বাহু এবং বডির ডিজাইনটাতে ২/৩ ধরণের কালার দিয়ে দিলাম।

➤দশম ধাপে বডি এবং তার নিচের অংশ অর্থাৎ কোমরের অংশে কালার করে নিলাম।

➤একাদশ ধাপে দুটি হাতে কালার করে নিলাম।

➤দ্বাদশ ধাপে একটি পা কালার করে নিলাম।

➤ত্রয়োদশ ধাপে অর্থাৎ সর্বশেষ ধাপে অন্য পায়ে কালার করে একটি রোবটের চিত্রকে সম্পূর্ণ করে দিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Discord Link: https://discord.gg/5aYe6e6nMW

Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

Sort:  
 3 years ago 

অনন্য রোবট আঁকতে আপনার কাজ খুব ভাল এবং আপনি যেভাবে ভাগ করেন তা আমাদের পক্ষে বোঝা খুব সহজ, এটি সত্যিই আশ্চর্যজনক।
ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

🥰🥰

 3 years ago 

আপনি স্টেপগুলো বুঝতে পেরেছেন এবং আপনি সহজে সেটি আয়ত্ত করতে পেরেছেন তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 years ago 

বর্তমান যুগের রোবট একটি অতি পরিচিত জিনিস। এটা দেখে আমি খুবই অনুপ্রাণিত হলাম। ভাই আপনার আটটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

হ্যাঁ এটা ঠিক বলেছেন এখন বর্তমান সময়ে সবকিছুই রোবট এর দ্বারা কাজ করানো হয়ে থাকে। আমাদের এদিকেও এখন ট্রেনগুলোতে রোবট এর দ্বারা স্যানিটাইজার করানো হছে।

খুব নিপুণ ভাবে আপনি রোবটের চিত্রটি অঙ্কন করেছেন। এতে আপনার আর্টের দক্ষতা ১০০% ফুটে উঠেছে।ধারাবাহিক ছবি এবং বর্ণনার মাধ্যমে পোস্টটি খুব সুন্দর হয়েছে।অনেক ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা রইল ❤️❤️

 3 years ago 

আপনার কাছে রোবট এর অঙ্কনটি ভালো লেগেছে তার জন্য আন্তরিক ধন্যবাদ।

 3 years ago 

দাদা আপনার রোবটের চিত্রটি চমৎকার হয়েছে।খুবই ভালো লেগেছে আমার কাছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ। বাড়িতে আপনিও চেষ্টা করবেন আঁকানোর।

 3 years ago 

রোবট টা বেশ সুন্দর ভাবে অংকন করেছেন,,একটা মুভি দেখেছিলাম ঠিক এমন একটা রোবট ভিলেন চরিত্রে অভিনয় করেছিল। দেখে খুবই ভালো লাগলো দাদা

 3 years ago 

রোবট যেহেতু একটা যন্ত্র চালিত সেহেতু এদের যেকোনো ভাবে ইছামত কাজে লাগানো যায়। আজকাল মুভিগুলোতে এদের ব্যবহার বেশি দেখা যায়। যাইহোক আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago Reveal Comment
 3 years ago 

খুবই সুন্দর হয়েছে রোবটটি।তবে আমার কাছে এটি চাঁদে অভিযানের যন্ত্র বলে মনে হচ্ছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

না এটি চাঁদে অভিজাণ এর যন্ত্র না, দেখতে অনেক সময় একরকম লাগে।

 3 years ago 

রোবট ছিল এক যুগান্তকারী আবিস্কার। এর আবিস্কারের পর থেকেই মানুষ এর সর্বোচ্চ ব‍্যবহার করে আসছে। আপনার রোবটা ভালো লাগছে দেখতে। ভালো একেছেন দাদা

 3 years ago 

হ্যাঁ রোবট সায়েন্স এর সব থেকে দুর্দান্ত আবিষ্কার ছিল। আবিষ্কারের সময় থেকে আজ অব্দি যেকোনো কাজে ব্যবহার করে সহজে কাজগুলো করে ফেলছে।

 3 years ago 

যথার্থ বলেছেন দাদা

 3 years ago 

আপনার পেইন্টিং খুব সুন্দর, আমি এটা খুব পছন্দ করি,

 3 years ago 

আপনার সুন্দর ভাবে ধাপে ধাপে রোবটটি এঁকেছেন। তবে দেখে মনে হচ্ছে সে অনেক খাটো। সুন্দর হয়েছে। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

হা হা,চিত্রে তো খাটোই দেখাবে। যাইহোক আপনার মতামতের জন্য ধন্যবাদ।

আপনার চিত্রাংকন গুলো বরাবরের মতই সুন্দর। খুবই সুন্দর আর্ট করেন আপনি দাদা। ধন্যবাদ শেয়ার করার জন্য

 3 years ago (edited)

ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। আপনিও বাড়িতে করার চেষ্টা করবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63466.84
ETH 2636.54
USDT 1.00
SBD 2.76