অঙ্কন: চিংড়ি
আজকে একটি চিংড়ির ছবি অঙ্কন করলাম। এই চিংড়ি আমাদের খুব পরিচিত। এখন এই চিংড়ি সম্পর্কে হালকা কিছু জানা যাক দেখি। এই চিংড়ির মাথার দিকে ৩টি খণ্ডক সংযুক্ত অবস্থায় থাকে। এদের চোখগুলো যৌগিক এবং এন্টেনাগুলো যুগ্ম। এদের দেহ দ্বিপার্শীয় প্রতিসম। এদের ৫ জোড়া শেফালিকে উপাঙ্গ থাকে এবং এর মধ্যে প্রথম দিকের দুই জোড়া শুঙ্গ।
আর্ট, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
দাদা ছবিটি দারুণ হয়েছে।কিন্তু কিছু কিছু ছবির নিচে আপনার নাম উল্লেখ থাকে সব ছবিতে নাম উল্লেখ থাকলে দেখতে আরও ভালো লাগে।
ধন্যবাদ।
এর পরের অঙ্কনগুলোতে নাম দিয়ে দেবো।
ছবিটি খুবই সুন্দর হয়েছে আপনি। খুব দক্ষতার সাথে এটি অঙ্কন করেছেন। আপনাকে ধন্যবাদ, এটি আমাদের মধ্যে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
ভালো এঁকেছেন চিংড়ির ছবিটি। আচ্ছা এটি গলদা চিংড়ি নাহ্ বাগদা চিংড়ি যদি একটু বলতেন।
ধন্যবাদ।
এটি গলদা চিংড়ি।
দেখে মনে হচ্ছে অরিজিনাল চিংড়ি, দারুন আর্ট হয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে।
খুব ভালো অঙ্কন করেছেন
ধন্যবাদ।