অঙ্কন: চিংড়ি

in আমার বাংলা ব্লগ3 years ago

আজকে একটি চিংড়ির ছবি অঙ্কন করলাম। এই চিংড়ি আমাদের খুব পরিচিত। এখন এই চিংড়ি সম্পর্কে হালকা কিছু জানা যাক দেখি। এই চিংড়ির মাথার দিকে ৩টি খণ্ডক সংযুক্ত অবস্থায় থাকে। এদের চোখগুলো যৌগিক এবং এন্টেনাগুলো যুগ্ম। এদের দেহ দ্বিপার্শীয় প্রতিসম। এদের ৫ জোড়া শেফালিকে উপাঙ্গ থাকে এবং এর মধ্যে প্রথম দিকের দুই জোড়া শুঙ্গ।

আর্ট, @winkles

শুভেচ্ছান্তে, @winkles

Sort:  
 3 years ago 

দাদা ছবিটি দারুণ হয়েছে।কিন্তু কিছু কিছু ছবির নিচে আপনার নাম উল্লেখ থাকে সব ছবিতে নাম উল্লেখ থাকলে দেখতে আরও ভালো লাগে।

 3 years ago 

ধন্যবাদ।

এর পরের অঙ্কনগুলোতে নাম দিয়ে দেবো।

 3 years ago 

ছবিটি খুবই সুন্দর হয়েছে আপনি। খুব দক্ষতার সাথে এটি অঙ্কন করেছেন। আপনাকে ধন্যবাদ, এটি আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

ভালো এঁকেছেন চিংড়ির ছবিটি। আচ্ছা এটি গলদা চিংড়ি নাহ্ বাগদা চিংড়ি যদি একটু বলতেন।

 3 years ago 

ধন্যবাদ।

এটি গলদা চিংড়ি।

 3 years ago 

দেখে মনে হচ্ছে অরিজিনাল চিংড়ি, দারুন আর্ট হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব ভালো অঙ্কন করেছেন

 3 years ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68814.11
ETH 2404.54
USDT 1.00
SBD 2.36