এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৬৩ )

in আমার বাংলা ব্লগ7 days ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে এলোমেলো কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। এই আলোকচিত্র তুলেছিলাম বাংলাদেশের খুলনার সোনাডাঙ্গা থেকে। এই দৃশ্যগুলো হাদীস পার্ক থেকে তোলা। হাদীস পার্ক বলতে গেলে আমি যেখানে থাকতাম, সেখান থেকে টোটো করে ৫-১০ মিনিটের পথ। হাদীস পার্ক এর পরিবেশটা মোটামুটি বেশ ভালো। তবে এইসব স্থানে বিকেলের দিকে গেলে দেখতে অনেক ভালো লাগে। আমি যখন গিয়েছিলাম, তখন সকালের দিকে আর ওই সময়ে তেমন কেউ থাকে না। পার্কে লোকজন বেশি থাকলে, তখন পার্কের পরিবেশটি পরিপূর্ণ লাগে। তো যাইহোক, ওখানে অল্প কিছুক্ষণ থেকে চলে এসেছিলাম।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্র তুলেছিলাম ময়দান তথা গড়ের মাঠের থেকে। এখানে শীতকালে পরিবেশটা অনেক সুন্দর আর মনোরম থাকে। আমি এর আগের কিছু পোস্টে এই গড়ের মাঠের বিষয়ে বলেছিলাম। ময়দান আসলে শুধু ছবিতে দেখলে এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যাবে না। এর প্রকৃত সৌন্দর্য দেখতে গেলে জায়গায় গিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে। এখানে গেলে মনটা এমনভাবে বসে যাবে যে, আর আসতে মন চাইবে না। এখানে দেখবেন যে, ক্রিকেট খেলার ট্রেনিংও দিয়ে থাকে, সাদা পোশাকে প্লেয়ার আর আম্পায়ার আছে সাথে। ভিন্ন ভিন্ন বিষয়ে অনেক কিছু দেখতে বেশ ভালোই লাগে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্র তুলেছিলাম ইকো পার্ক থেকে। ইকো পার্কে যেখানে পিরামিড দেখতে গিয়েছিলাম, ওখানে এই দৃশ্যগুলো তুলেছিলাম। এখানে বেশ কিছু সৈনিক এর দৃশ্য আছে এবং একটা যুদ্ধ ক্ষেত্র আছে। যুদ্ধ ক্ষেত্র বললে ভুল হবে, এখানে আগেকার সময়ে রাজারা নিজেদের মনোরঞ্জন এর জন্য হয় প্রাণীদের মধ্যে লড়াই করাতো বা মানুষের সাথে। অনেক সময় মানুষ আর হিংস্র প্রাণীর মধ্যেও করাতে দেখা যেতো। এইগুলো আসলে তখনকার সময়ে রাজাদের মনোরঞ্জন এর প্রধান উৎস ছিল। হিংস্র প্রাণীদের যে খাঁচার মধ্যে দিয়ে রাখা হতো, এখানে সেই দৃশ্যও বেশ দারুণ ছিল।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্র তুলেছিলাম সায়েন্স সিটি থেকে। সায়েন্স সিটিতে অনেক কিছুই সুন্দর সুন্দর দৃশ্য আছে। এখানে আগের একটি পোস্টে ভেতরে প্রবেশ করার পরে কিছু দৃশ্যের ছবি শেয়ার করেছিলাম। এখানে আরো কিছু বাকি ছিল, সেইগুলো আজকে শেয়ার করবো। এখানে এই সায়েন্স সিটিতে কিন্তু অনেকের অনেক বেশি অবদান রয়েছে। এখানে কয়েকজনের মূর্তি সহ বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। এছাড়া এখানে আরো বেশ কিছু সুন্দর আকর্ষণীয় দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। এখানে একটা বড়ো মিসাইল এর দৃশ্যও আছে, যেটা আকাশ নামে আখ্যায়িত করা হয়েছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 6 days ago 

বরাবরের মত আজকের শেয়ার করা আলোচিত্র গুলি আরো চমৎকার হয়েছে দাদা। ফটোগ্রাফি গুলির নিচে যে বর্ণনাগুলো দিয়েছেন সেগুলো পড়ে আরো ভালো লাগলো, প্রত্যেকটা বিষয় কে খুবই সুন্দর করে বুঝতে পেরেছি।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 109525.61
ETH 3934.19
USDT 1.00
SBD 0.60