🌸এলিগ্যান্ট জিনিয়া ফুলের আলোকচিত্র🌸 ( Benificiary 10% @shy-fox )

in আমার বাংলা ব্লগ3 years ago


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles


What3words Location: https://w3w.co/supple.beakers.showering

এটি একধরণের ফুল। এই ফুলের উদ্ভিদের সংখ্যা পৃথিবীতে অনেক আছে। তবে এই ফুলগুলো সহজে সবজায়গায় দেখতে পাওয়া যায় না। এছাড়া এদের বৃদ্ধিও সব পরিবেশে হয়ে ওঠে না। এই ফুলগুলোকে সাধারণত এলিগ্যান্ট জিনিয়া অর্থাৎ এটাকে সাধারণ অর্থে মার্জিত জিনিয়া বলেও অভিভূত করা হয়।

এই ফুলগুলোর জিনিয়া দিয়ে অনেকধরণের ফুল রয়েছে যা এক একটা ফুলের ধরণ বা গঠন ভিন্নরকম হয়ে থাকে। এই ফুলগুলো সব জিনিয়া বংশের অন্তর্ভুক্ত হয়ে থাকে ফলে জিনিয়া গোত্রের বহু ফুল জন্মাতে দেখা যায়। তবে এই ফুলগুলোর ক্ষেত্রে একটি বিষয় সেটি হলো এই এলিগ্যান্ট জিনিয়া নামের ফুল কিন্তু একইরকম না হয়েও কিছু কিছু ভিন্ন রকমের হয়ে ওঠে।

যাইহোক এই ফুলগুলো একটা সুন্দর সুস্বজ্জিত ভাবে বেড়ে ওঠে, এর পাপড়িগুলো তিনটি ধাপে গোলাকৃতি ভাবে বেড়ে ওঠে। ফুলের পাপড়িগুলো ছোট ছোট হওয়ায় এবং বিশেষ করে মাঝখানের হলুদ মতো অংশটা ফুলের প্রতি আকর্ষণটা আরো বাড়িয়ে দেয়। এই ফুল এর পাপড়ি লাল, পার্পেল ইত্যাদি আরো বিভিন্ন কালারের হয়ে থাকে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles


What3words Location: https://w3w.co/supple.beakers.showering

এছাড়া একই ফুলে দুটি ভিন্ন কালারও অনেকসময় দেখা যায়। দেখে যেন মনে হয় ফুলগুলো প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত হয়েছে। এই ফুলের সৌন্দর্য্য তার আশেপাশের পরিবেশটাকে সুন্দরতম করে তুলতে সহায়তা করে থাকে। এই ফুলগুলোকে শোভাময় উদ্ভিদ হিসেবে অনেকে চাষ করে থাকে।

তবে এই ফুলগুলো উপযুক্ত পরিবেশ পেলে চাষযোগ্য ছাড়াও সেইসব স্থানে বেড়ে উঠতে পারে। এই ফুলগুলো বার্ষিক উদ্ভিদ হিসেবে জন্মে থাকে। এই ফুলগুলোকে গরমকালের দিকে ফুটতে দেখা যায়।

এলিগ্যান্ট জিনিয়া ফুল সাধারণত যেসব জায়গায় চাষ করে থাকে সেখানে উপযুক্ত মাটি নির্বাচন করেই চাষ করে থাকে কারণ সব মাটিতে সঠিকভাবে বাড়ে না এবং সম্পূর্ণ রোদযুক্ত জায়গায় এদের বাড়তে সাহায্য করে থাকে। এই ফুলের উদ্ভিদ বেশি একটা বড়ো হয় না। উদ্ভিদের কান্ডটি নরম প্রকৃতির হয়ে থাকে এবং কান্ডটি ফাঁপা মতো হয়ে থাকে।

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরারেডমি নোট ৭
ক্যাটাগরিন্যাচার ফোটোগ্রাফি
টাইপফুল
লোকেশনইকো পার্ক গেট নং ২
তারিখ২৮.০৭.২০২১


Discord Link: https://discord.gg/5aYe6e6nMW

Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

অনেক সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো ভাই.

 3 years ago 

এলিগ্যান্ট জিনিয়া নামের এই ফুলের ব্যাপারে আপনার পোস্ট থেকে অনেক কিছু জানতে পারলাম। ছবিগুলি সুন্দর হয়েছে। দেখে কিছুটা বুনো ফুলের মতো মনে হচ্ছে।

 3 years ago 

হ্যাঁ, এগুলো কিছুটা বুনো জাতের মতো দেখতে। তবে এগুলো আলাদা করে চাষ করা হয়। কিছু কিছু জায়গায় বুনো আকারে বেড়ে ওঠে।

ছবিগুলি সুন্দর হয়েছে
ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর ফুলের ফটোগ্রাফি। বিশেষ করে যদি ফুলের একটি বড় বাগান থাকে

 3 years ago 

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত পেশ করার জন্য।

 3 years ago 

এলিগেন্ট জিনিয়া নামটা অপরিচিত। কিন্তু ফুলটা পরিচিত। একটি ফুলে দুটি ভিন্ন রং খুব কম দেখা যায়। কিন্তু আপনার ভাষ‍্যমতে এই ফুলের সেই গুণ আছে। বাহ দারুন তো।

 3 years ago 

হ্যাঁ এই ফুলগুলোতে এই রঙটা কমন দেখা যায়। খুব কম দেখা যায় ভিন্ন কালারের। এই ফুলগুলো শোভাবর্ধনের জন্য খুবই উপযুক্ত একটা ফুল।

 3 years ago 

ধন্যবাদ।

ভাই ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ফুলটা দেখতে যেমন সুন্দর কালার ঠিক তেমনি নামটা অনেক সুন্দর।

 3 years ago 

এই ফুলগুলো দেখতে খুব সুন্দর হয় । বিশেষ করে পাপড়িগুলোর গঠন আর কালারের জন্য আকর্ষণীয় হয়ে ওঠে।

 3 years ago 

ছবি গুলো খুবই সুন্দর হয়েছে।ফুলের রঙটা খুবই সুন্দর।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ছবি গুলো খুবই সুন্দর হয়েছে

ধন্যবাদ।

ফুলের রঙটা খুবই সুন্দর
হ্যাঁ, রঙটা অনেক সুন্দর। তবে এই কালার ছাড়াও আরো সুন্দর সুন্দর কালারের হয়ে থাকে।

 3 years ago 

এই ফুলটি খুব ভালো লাগে আমার।মনে হয় যেন জ্বলজ্বল করছে।ছবিগুলো বেশ সুন্দর।ধন্যবাদ দাদা।

 3 years ago 

এই ফুলগুলো সবার কাছে একটা আকর্ষণীয় ব্যাপার হয়ে ওঠে। এই ফুলের কালারগুলো উজ্জ্বল্য হয়ার জন্য দৃষ্টি আকর্ষিত হয় ।

 3 years ago 

আপনি যখন কোন ফটোগ্রাফি শেয়ার করেন, এক কথায় বললে বলবো মুগ্ধ হয়ে দেখার মত সেগুলো। ফুলগুলো আমিও দেখেছি। আমার নাম খুব একটা বেশি মনে থাকেনা। আজ আবার নতুন করে জানলাম সব।

 3 years ago 

এমনি সাধারন নাম হিসেবে অঞ্চল ভেদে সবাই নিজের মতো বিভিন্ন নামে জেনে থাকে। তবে সায়েন্টিফিক নাম হিসেবে মনে রাখা সবার দ্বারা সম্ভব হয় না। যারা বোটানী নিয়ে পড়েছে তারা ছাড়া মনে রাখা মুশকিল।

 3 years ago 

চমৎকার ফটোগ্রাফি। দারুন হয়েছে। শুভেচ্ছা অবিরাম।

 3 years ago 

ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67402.68
ETH 3481.04
USDT 1.00
SBD 2.65