স্পাইডারম্যান এর চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

অনেকদিন বাদে আজকে আপনাদের সামনে একটা নতুন অঙ্কন নিয়ে হাজির হয়েছি। আজকে আমি স্পাইডারম্যান এর ছবি অঙ্কন করেছি। স্পাইডারম্যান আমরা সবাই প্রতিনিয়ত সিনেমায় দেখে থাকি, আমিও প্রায় দেখি স্পাইডারম্যান এর পার্টগুলো। স্পাইডারম্যান এর সিরিজগুলো বেশ সুন্দর হয়ে থাকে, আর এইগুলো বেশ আনন্দদায়ক একটা বিষয়, বিশেষ করে ছোটরা পর্দায় স্পাইডারম্যানকে দেখলে বেশি এক্সসাইটেড হয়ে থাকে। স্পাইডারম্যান এর পোশাকের ডিজাইনটা বেশ আকর্ষণীয় লাগে দেখতে আর সব থেকে যে বিষয়টা ভালো লাগে দেখতে সেটা হলো মাকড়সার জালের মতো যখন হাতের থেকে বের করে আর এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে চলে যায়। স্পাইডারম্যান এর বিষয়টাও আমি একটু অঙ্কন করার চেষ্টা করলাম দেখি কি হয়, দেখলাম শেষমেশ করতে করতে হয়ে গেলো অঙ্কনটা। যাইহোক আশা করি আজকের অঙ্কনটা আপনাদের কাছে ভালো লাগবে।


☬উপকরণ:☬

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
পেন
কালার পেন্সিল
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে স্পাইডারম্যান এর মাথার দিকের চিত্রটা অঙ্কন করে নিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে কাঁধের থেকে টেনে একটি হাত অঙ্কন করে দিয়েছিলাম এবং স্পাইডারম্যান এর মতো পোশাকের ডিজাইন করে দিয়েছিলাম । এরপর হাতের বাহুর থেকে হালকা টেনে রেখেছিলাম বডির শেপের মতো।

❖তৃতীয় ধাপে কাঁধের থেকে টেনে আরো একটি হাত অঙ্কন করে দিয়েছিলাম এবং হাতে স্পাইডারম্যান এর পোশাকের মতো ডিজাইন করে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে বডির দিকটা অঙ্কন করে একটি পা সম্পূর্ণভাবে অঙ্কন করে দিয়েছিলাম এবং কেডস মতো দেখতেও অঙ্কন করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে আরো একটি পা সম্পূর্ণভাবে অঙ্কন করে নিয়েছিলাম এবং কেডস অঙ্কন করে দিয়েছিলাম । এরপর একটি হাতের থেকে মাকড়সার জালের মতো বের হচ্ছে এমনটা অঙ্কন করে দিয়েছিলাম।

❖ষষ্ঠ ধাপে পেনের কালী দিয়ে ডিজাইনগুলো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম এবং পরে বডির দিকে পোশাকের ডিজাইনগুলো তৈরি করে নিয়েছিলাম।

❖সপ্তম ধাপে মাথার দিকে এবং একটি হাতের দিকে কালার করে দিয়েছিলাম।

❖অষ্টম ধাপে পুরো বডি কালার করে দিয়েছিলাম।

❖নবম ধাপে পায়ের কেডস দুটিতে কালার করে দিয়েছিলাম। এরপর আরেকটি বাকি থাকা হাতের পোশাকে কালার দিয়ে দিয়েছিলাম।

❖দশম ধাপে পায়ের দিকে প্যান্টে কালার করে দিয়েছিলাম।

❖একাদশ ধাপে শহরের মতো বোঝাতে কিছু বিল্ডিং তৈরি করে দিয়েছিলাম।

❖দ্বাদশ ধাপে তৈরি বিল্ডিংগুলোতে একটু ঘষে কালার দিয়ে দিয়েছিলাম হালকা করে।

❖ত্রয়োদশ ধাপে আকাশ তৈরি করে অঙ্কনটা সম্পূর্ণ করেছিলাম। পুরো অঙ্কনটার মাধ্যমে স্পাইডারম্যান শহরের উপর দিয়ে উড়ছে এমনটা ফুটিয়ে তুলেছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

সত্যি দাদা আজকে আপনার চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। স্পাইডারম্যান আমার খুবই প্রিয়। আর স্পাইডারম্যানের সিরিজ গুলো আমি দেখেছি। প্রত্যেকটা সিরিজ অসাধারণ। বিশেষ করে স্পাইডারম্যানের মুভি আমার খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে আজকে স্পাইডারম্যান এর চিত্র অংকন করলেন। দেখে একদম হুবহু স্পাইডারম্যানের মতোই লাগছে। এত সুন্দর ভাবে আপনি দক্ষতার সাথে স্পাইডারম্যান এর চিত্র অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করলেন। সত্যি দাদা আপনার প্রশংসা না করে পারা যায় না। আপনার জন্য রইল শুভকামনা এবং আপনার সুস্থতা কামনা করছি।

 2 years ago 

এক কথায় অসাধারণ দাদা। আপনি খুব সুন্দর করে একটি স্পাইডারম্যান এর চিত্র অঙ্কন করেছেন। সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখতে অনেকটা বাস্তবের মত দেখাচ্ছে আপনার চিত্র টি । খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 
স্পাইডার ম্যান ছাড়া আমাদের সময়কার কারো ছোট বেলা কেটেছে, এটা ভাবা এক রকম কষ্টকরই। কারণ আমরা প্রায় সবাই কোন না কোন ভাবে মুভি দেখেছি স্পাইডার ম্যান। আমি প্রথম দেখা শুরু করেছিলাম ২০০৭ এ। স্পাইডার ম্যান ৩ দিয়ে। তারপর এক এক করে যতগুলো আজ পর্যন্ত বেরিয়েছে তার সব গুলাই দেখেছি খুব উৎসাহ নিয়েই।

আজকে দাদা আপনার অঙ্কন দেখে আবার মনে পড়ে গেলো কি সুন্দর ভাবে স্মৃতিতে জড়িয়ে আছে এ স্পাইডার ম্যান। কত প্রকার ট্যাটু যে কিনেছিলাম আর সংগ্রহ করে রেখেছিলাম বলার বাইরে।
আজকের আর্ট টা দাদা অনেক দৃষ্টিনন্দন হয়েছে।
স্মৃতির পাতা নাড়া দেয়ার জন্য দাদা আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

স্পাইডারম্যানের চিত্র অংকন দেখে ছোটবেলার স্মৃতি বিজড়িত সেই কথাগুলো মনে পড়ে গেল। শৈশবে এই স্পাইডারম্যানের সিরিজ গুলো দেখতে খুবই পছন্দ করতাম আর তখন ভাবতাম সত্যিই মনে হয় পৃথিবীতে বাস্তবিক পক্ষে স্পাইডারম্যান আছে। যেটা আমাকে অনেকবার ভাবিয়েছিল আর মনে মনে ভাবতাম তার সাথে যদি দেখা করতে পারতাম তাহলে খুবই সুখী মনে হতো। সত্যিই দাদা আজকে খুব সুন্দর করে স্পাইডারম্যানের দৃশ্য পটভূমি অঙ্কন করেছেন যেটা স্মৃতিচারন ঘটিয়েছে।😍😍

 2 years ago 

দাদা আপনার অংকনের জাদুতে আমি মুগ্ধ। সত্যি দাদা আপনার এই হাতে জাদু আছে। আপনি এত সুন্দর ভাবে এই চিত্রটি অংকন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি কথা বলতে আপনার নিখুঁত চিত্র অংকন দেখলে মুগ্ধতা যেন বেড়ে যায়। আপনি একদম প্রফেশনাল আর্টিস্ট এর মতই চিত্র অংকন করেন। একদিকে আপনি রেসিপি তৈরিতে সেরা রাধুনী অন্যদিকে দারুন চিত্র অংকন করেন। সত্যি দাদা আপনার ধৈর্য এবং নিপুণতা আমাকে বরাবরই মুগ্ধ করে। স্পাইডারম্যানের চিত্র অংকন করে সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 2 years ago 

আমি মনে করি আপনার অংকন গুলোর মধ্যে এটি সেরা অংকন ছিল।
নিখুঁত শিল্পকর্ম যাকে বলে। দাদা সত্যিই আজ মুগ্ধ হয়ে গেলাম 🤗

স্পাইডারম্যান মুভিগুলো অপলক তাকিয়ে দেখতাম 😍 এখনো সময় পেলেই দেখতে বসে যাই ☺️

অসাধারণ একটি অংকন উপহার দিয়েছেন দাদা। সত্যিই চোখ জুড়িয়ে গেলো।

দোয়া রইল পুরো পরিবারের জন্য 🤗

 2 years ago 

দাদা আপনার অঙ্কিত স্পাইডারম্যানের চিত্র অংকন দেখে আমি একদম মুগ্ধ।দেখে মুগ্ধ হয়ে গেছি আমি। আপনি খুবই সুন্দরভাবে এবং নিখুঁত ভাবে স্পাইডারম্যান এর চিত্র অঙ্কন করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ জানাচ্ছি দাদা আমাদের মাঝে একটি চিত্রালকন উপস্থাপন করার জন্য। পরবর্তী চিত্রাংকন দেখার অপেক্ষায় রইলাম দাদা।

 2 years ago 

দাদা আপনার আজকের স্পাইডারম্যান দেখে আমার ছোট ছেলে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে। কারণ স্পাইডারম্যান তার খুবই পছন্দের। সে তেমন একটা কিছু বোঝেনা কিন্তু স্পাইডারম্যান এর কোন কিছু দেখলেই সে খুবই অস্থির হয়ে যায়। সে সব সময় বলে যে সে স্পাইডার ম্যান এবং তার ভাই আইরন ম্যান। স্পাইডারম্যানের ছবিটি দেখে সে এখন আইরন ম্যান কে খুঁজছে। এরপরে একদিন আয়রন ম্যানের ছবি আর্ট করবেন প্লিজ।
আপনার স্পাইডারম্যানের আর্টটি দেখে মনে হচ্ছে যে টিভিতে স্পাইডারম্যানের কোন সিরিজ দেখছি। খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে স্পাইডারম্যানের ড্রেসের প্রতিটি কালার খুবই নিখুঁতভাবে করেছেন । এক কথায় অসাধারণ হয়েছে।

দাদা আপনার ড্রইং এর তুলনা নাই। আপনি অসাধারণ সুন্দর একটি স্পাইডারম্যানের ড্রইং করেছেন। এটি দেখতে হুবহু অরিজিনাল স্পাইডারম্যান এর মতই লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে অংকন করে দেখিয়েছেন। যা যে কোন কেউ দেখে অঙ্কন করতে পারবে। ধন্যবাদ দাদা এত সুন্দর ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার অঙ্কন করা স্পাইডার ম্যান তো শহরের সব দালানের উপর দিয়ে যাচ্ছে হা হা হা।
সুন্দর অঙ্কন করেছেন দাদা বিশেষ করে স্পাইডার ম্যানের চিত্র টি একদম নিখুঁত ছিল।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45