কয়েকটি উদ্ভিদের আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ, স্বাভাবিক আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আমি আপনাদের সাথে কিছু উদ্ভিদের বিষয় নিয়ে আলোচনা করবো। বেশ কিছুদিন আগে বিকালে গ্রামের দিকে আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। মূলত ওখানে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল আমার। আর কাজ সেরে আসার সময় কিছু উদ্ভিদকেও আমার সঙ্গে করে নিয়ে আসলাম। যাইহোক এখন উদ্ভিদগুলোর বিষয়ে আমার সাধারণ কিছু জ্ঞান তুলে ধরবো।


Photo by @winkles

Photo by @winkles

এটি একধরণের প্রজাতিগত উদ্ভিদ। এই উদ্ভিদটি মূলত আগেরাটাম ( Ageratum ) প্রজাতির একটি উদ্ভিদ। এই উদ্ভিদটি বহু প্রজাতির হয়ে থাকে। এই উদ্ভিদকে লোকাল ভাষায় চিক উইড বলে জানা গিয়ে থাকে। এই উদ্ভিদটি সাধারণত আমাদের এদিকে প্রায় সারাবছরই দেখা গিয়ে থাকে। এই উদ্ভিদগুলোর কিছু প্রজাতি আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়ে থাকে আবার কিছু প্রজাতি আছে যেগুলো সাধারণত রাস্তার আশেপাশে বা বিভিন্ন স্থানে হয়ে থাকে।


Photo by @winkles

Photo by @winkles

এই উদ্ভিদের কিছু প্রজাতি অন্যান্য উদ্ভিদের জন্য খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে। আকারে দেখতে এই উদ্ভিদগুলো বেশি একটা বড়ো না তবে এগুলো অনেকটাই ঝোপঝাড়ের মতো অনেকগুলো এক জায়গায় বেড়ে ওঠে। আর এই উদ্ভিদগুলো কিছুটা আগাছার মতো দেখতে লাগে, কারণ এদের বেড়ে ওঠার অঙ্গভঙ্গিটাই আলাদা। আর এই উদ্ভিদের এমন কিছু প্রজাতি থাকে যেগুলো বিষাক্ত হয়ে থাকে আর সেগুলো প্রাণীর জন্য আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।


Photo by @winkles

Photo by @winkles

এই উদ্ভিদের ফুলগুলো একজায়গায় বেশ অনেকগুলো থোকা থোকা ভাবে হয়ে থাকে। আর এই উদ্ভিদের সব প্রজাতির ফুলের গঠন প্রায় একইরকম এবং কালারের দিক থেকেও তাই। এদের ফুলগুলো ছোট ছোট এবং সাদা হয়ে থাকে। তবে ফুলগুলো ছোট ছোট হলেও গঠনের দিক থেকে অসাধারণ লাগে দেখতে। এই উদ্ভিদের কান্ডগুলো কিছুটা লোমশ টাইপ এর হয়ে থাকে আর পাতাগুলো পরিণত বয়েসে সবুজের পাশাপাশি হালকা হলুদাভ কালার ধারণ করে।


Photo by @winkles

Photo by @winkles

এটি আরেকটি প্রজাতিগত উদ্ভিদ। এই উদ্ভিদটি ব্রেইনিয়া প্রজাতির একটি উদ্ভিদ। এই ব্রেইনিয়া প্রজাতির উদ্ভিদ আমাদের এশিয়াতেও প্রচুর দেখতে পাওয়া যায়, এমনকি অনেকগুলো প্রজাতিই দেখতে পাওয়া যায়। তবে এই ব্রেইনিয়া উদ্ভিদগুলো দেখে কোনটা কোন প্রজাতি এইটা দেখে আইডেন্টিফাই করা একপ্রকার মুশকিল হয়ে যায়। কারণ এই উদ্ভিদের ৫০ টিরও উপরে প্রজাতি আছে এবং প্রত্যেক প্রজাতির গঠন প্রায় একরকম এবং এক ধাঁচের হয়ে থাকে। তবে হ্যা এই ব্রেইনিয়া উদ্ভিদের চেনার একটা কৌশল আছে সেটা হলো এর পাতার কালার দেখে।


Photo by @winkles

Photo by @winkles

এই উদ্ভিদের যতগুলো প্রজাতি আছে সবগুলোর পাতায় কিছু না কিছু কালার চেঞ্জ আছে। আর এখানেই কিছুটা গোলমাল হয়ে যায়, কারণ কিছু কিছু পাতার কালার দেখতে একই রকম লাগে কিন্তু বাস্তবে ভালো করে খেয়াল করলে সেগুলো দেখা যাবে কিছু কিছু স্থানে কালারের ভিন্নতা আছে। এই উদ্ভিদের পাতাগুলো খুবই ছোট ছোট এবং একটি পাতা থেকে আরেকটি পাতা দূরবর্তী অবস্থানে হয়ে থাকে। এই উদ্ভিদের পাতাগুলোর উপরিপৃষ্ঠে যেমন বিভিন্ন কালার থাকে ঠিক বিপরীত প্রান্তে তার উল্টোটা মানে সমান কালারহীন থাকে।


Photo by @winkles

Photo by @winkles

এই ব্রেইনিয়া উদ্ভিদগুলো খাড়া ভাবে বেড়ে ওঠে এবং এদের কান্ড একটু শক্ত আর সমান তেলা মতো দেখতে লাগে। এই ব্রেইনিয়া উদ্ভিদের কান্ড, শাখা-প্রশাখায় ছোট ছোট কাঁটা থাকে যা তীক্ষ্ণ হুলযুক্ত হয়ে থাকে। আর এই কাঁটা হাতে লাগার সাথে সাথে ফুটে গিয়ে রক্তপাত হওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই এই উদ্ভিদগুলোর কাছ যেতে গেলে বা ছুঁতে গেলে সাবধানে না ছুঁলে হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই ব্রেইনিয়া উদ্ভিদগুলো মোটামুটি সবপ্রকারের জলবায়ুতে বেড়ে উঠতে পারে আর যেকোনো জায়গায় হতে পারে।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আর এই উদ্ভিদটিকে আমরা সবাই চিনি বলতে গেলে। কারণ এই উদ্ভিদটি আমরা প্রায় বিশেষ করে বর্তমানে এই সময়ে দেখে থাকি। এই উদ্ভিদটি সোলানাম প্রজাতির উদ্ভিদ। আর এই প্রজাতির উদ্ভিদকে আমরা সাধারণ ভাষায় সবাই আলু বা পোটাটো বলে থাকি। এটা আমাদের প্রত্যেকের প্রায় নিত্যদিনের সঙ্গী এক কোথায় বলতে গেলে। এই উদ্ভিদটি সোলানাম প্রজাতির হলেও এর ফল হিসেবে আলু কিন্তু আবার কয়েকধরণের কালারের মধ্যে হয়ে থাকে।


Photo by @winkles

তাছাড়া দেখা যায় তো আলুর তো বিভিন্ন জাত আছে যেমন মিষ্টি আলু, কেশর আলু ইত্যাদি। তবে গোল আলুটি মূলত শুধু সোলানাম প্রজাতির অন্তর্গত। এই আলু গাছগুলো আমি বিকালে মাঠের ভিতরে গিয়ে তুলে নিয়েছিলাম। আলু গাছগুলো মাঠে সারিবদ্ধভাবে বেড়ে উঠতে দেখলে দারুন লাগে। আলু গাছগুলো খুব দ্রুত বাড়তে পারে এবং ফলনও দ্রুত দিয়ে থাকে।


Photo by @winkles

আলু গাছগুলো আকারে ছোট এবং চিরসবুজ উদ্ভিদ। আলু গাছগুলো ছোট হলেও শাখাপ্রশাখা আর পাতা ঘনভাবে বেড়ে উঠে ঝোপের মতো সৃষ্টি করে, তবে পরিপক্ক হয়ে আসলে পাতা শুকিয়ে নেতিয়ে পড়ে যায় । আর পাতায় তখন একটা হলুদাভ চিহ্নও চলে আসে। আলু গাছের বার্ক মসৃন হয়ে থাকে এবং সাথে কালারটাও ধূসর থেকে বাদামি ধারণ করে থাকে।


All photos what3words location: https://w3w.co/beans.reverses.ruffle

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরারেডমি নোট ৭
ক্যাটাগরিন্যাচার ফোটোগ্রাফি
টাইপউদ্ভিদ
লোকেশনগোলাবাড়ি, পশ্চিমবঙ্গ
তারিখ২৩.১২.২০২১


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার তুলা প্রথম উদ্ভিদটি আমাদের এলাকায় অনেক দেখা যায়। খুবই সুন্দর লাগেব এই ফুলগুলো দিয়ে ছোট ছেলে মেয়েরা পুতুল পুতুল খেলে।
ব্রেইনিয়া উদ্ভিদগুলোর পাতা দেখতে অনেকটা তেঁতুল গাছের পাতার মতো লাগে।আপনার তুলা আলু গাছের চিত্র দেখে খুব ভালো লাগলো। আসলে ন্যাচারাল ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগে আমার। আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর লাগছে ।
 3 years ago 
একই ধরনের উদ্ভিদ যদি ৫০ টি জাতের হয়ে থাকে তাহলে সত্যিই চিনা মুশকিল হওয়ার কথা। আপনার এই পোস্ট করার জন্য অনেক কিছু রিসার্চ করতে হয়েছে আমার মনে হচ্ছে। আগেরাটাম প্রজাতির একটি উদ্ভিদ এত সুন্দর তারপরেও অন্যান্য প্রাণীর জন্য আক্রমণাত্মক হয় এ বিষয়টি সত্যিই খুব অদ্ভুত। দেখে কিন্তু আসলে তা কোনোভাবেই বুঝা যায় না। দাদা সত্যি বলতে একটি কমেন্ট করতেই অনেক হিসেব করে করতে হয় সেখানে এত বড় করে একটি পোস্ট করতে আপনাকে অনেকটা সময় দিতে হয়েছে এটা বুঝাই যাচ্ছে। ধন্যবাদ এমন ইনফর্মেশন মুলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। 🥰🥰🥰❤️
 3 years ago 

দাদার দেখছি নানান রকমের উদ্ভিদ আর ফুল নিয়ে একদম গভীরভাবে বিশ্লেষণ করে খুঁটিনাটি জানার ইচ্ছে বেশ ভালই আছে। এর আগেও বেশ কিছু পোস্ট এরকম তথ্য বহুল পেয়েছি। জানা হয় অনেক অজানা তথ্য এরকম পোস্ট পেলে। খুব ভালো লাগলো দাদা।

 3 years ago 

ভাইয়া প্রথমে বলবো আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনারই ফটোগ্রাফি গুলোতে যে উদ্ভিদগুলো দেখা যাচ্ছে আমি প্রায় সময়ই এগুলো রাস্তাঘাটে দেখি। আসলেই উদ্ভিদগুলো সম্পর্কে এত বিস্তারিত জানা ছিল না আপনার পোষ্টটি পড়ে অনেক বিষয় জানলাম। আর এই বিষয়গুলো সম্পর্কে জেনে খুবই ভালো লাগলো। এত সুন্দর করে উদ্ভিদ গুলো সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

দাদা আজ আপনি যে উদ্ভিদও ফুলগুলোর ফটোগ্রাফি করে দেখিয়েছেন, এই উদ্ভিদ গুলি রাস্তাঘাটে বহুবার দেখেছি কিন্তু কখনো এত বিস্তারিতভাবে জানতামই না। আপনার আজকের এই পোস্টের মাধ্যমে অনেকগুলো উদ্ভিদ ও ফুলের নাম জানতে পারলাম এবং তাদের সম্পর্কে জানতে পারলাম। বেশ ভালো লাগলো পুরো পোস্টটি পড়ে। অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে বিস্তারিত আলোচনা করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমি একটি পোস্টে কিছু উদ্ভিদের ছবি শেয়ার করেছিলাম।আগেরাটাম প্রজাপতির উদ্ভিদ টির নাম জানা ছিল না বলে শেয়ার করা হয়নি। আপনার পোস্ট থেকে উদ্ভিদ টির নাম জানতে পেরে ভালো লাগছে।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

যাক আজকে আপনার মাধ্যমে কিছু উদ্ভিদের বিষয়ে সম্পর্কে জানতে পারবো।আসলে প্রথমটি আমার খুবই চেনা চেনা লাগছে কিন্তু আমি নাম জানতাম না। এটি আজকে জেনে নিলাম আপনার কাছ থেকে। দ্বিতীয় ও তৃতীয় সবগুলোই মনে হচ্ছে চেনা কিন্তু কোনটার এ নাম জানতাম না কিন্তু আপনি সুন্দর বর্ণনা দিয়েছেন দাদা। আসলে এমন অনেক প্রজাতি আছে আমরা নাম জানিনা।সব গুলো নাম জেনে গেলাম। আরো আশা করব পরবর্তীতে দারুন দারুন উদ্ভিদ নিয়ে হাজির হবেন


IMG_20220106_113311.png

 3 years ago 

আপনি যে গাছের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করলেন তা সম্পর্কে আমরা সবাই অবগত আছি কিন্তু এ গাছের বিভিন্ন বৈজ্ঞানিক নাম থেকে শুরু করে যে তথ্যগুলো আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন তা ছিল অজানা। আপনি প্রথম যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এগুলো আমাদের বাংলাদেশে প্রায় সব জায়গাতে পাওয়া যায় এমনি গতকাল আমি এই ফুলের ছবি তুলেছি

20220128_163518.jpg

আপনার প্রতিটি ফটোগ্রাফি পোস্ট গুলো অনেক তথ্যবহুল ও ভিন্নধর্মী হয়ে থাকে। আমার বেশ ভালো লাগে অনেক কিছুই জানতে পারি আপনার পোষ্টের মাধ্যমে। আলু গাছের ফটোগ্রফি খুব সুন্দর হয়েছে।

 3 years ago 

সবগুলো উদ্ভিদ আমার চেনা,কিন্তুু এর প্রজাতি,কত রকমের প্রজাতি এবং এত বিস্তারিত জানতাম না।আপনার এই পোস্ট পড়ার মাধ্যমে জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে

দাদা আপনি অনেক সুন্দর উদ্ভিদগুলোর ফটোগ্রাফি করেছেন। উদ্ভিদ গুলো আমার অতি পরিচিত। অনেক সুন্দর পর্যালোচনা করে শেয়ার করেছেন আমাদের সাথে। যেটুকু যেটুকু জানার কমতি ছিল তা জেনে গেলাম। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 64236.48
ETH 2519.13
USDT 1.00
SBD 2.66