আক্রমণাত্মক নেকড়ে একটি লোকের উপর হামলা করছে তার দৃশ্যের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করে নেবো। অনেকদিন হলো আর্ট করা হয় না। আজকের আর্টটা একটু ভিন্ন লেভেলের করেছি। কিছুদিন আগে একটা মুভি দেখেছিলাম সেখানে একটা নেকড়ে মানুষজনদের উপর হামলা করে করে মেরে ফেলে, মূলত মুভিটা নেকড়ের এই আক্রমণাত্মক বিষয় নিয়েই করা। আর আজকে আমি সেই দৃশ্যের অবলম্বনে নিজের মতো করে একটা আর্ট করলাম। এখানে আর্টের মাধ্যমে দেখিয়েছি যে একটা লোক যখন জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো তখন একটি নেকড়ে আক্রমণাত্মক অবস্থায় তার উপর ঝাঁপিয়ে পড়ছে। আমি ঠিক যেমনটা দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম ঠিক সেইভাবে তুলে ধরতে পেরেছি বলে মনে হয়। তবে এই অঙ্কনটা এইভাবে সবকিছু সেট করে তৈরি করতে অনেকটা সময়ও লেগেছে। যাইহোক আজকের এই অঙ্কনটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কনের ধাপগুলোর দিকে চলে যাবো।


ꕥউপকরণ:ꕥ

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
পেন
কালার পেন্সিল
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে একটি নেকড়ে আক্রমণাত্মক অবস্থায় লাফ দিচ্ছে এমনভাবে পুরোপুরি এঁকে নিয়েছিলাম নেকড়েকে।

❖দ্বিতীয় ধাপে নেকড়ের মুখের সামনে একটা লোককে এঁকে দিলাম সম্পূর্ণভাবে এবং নেকড়ের হামলায় লোকটা একটু ভয়ে আছে এমন মুডে বানিয়ে দিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে পেন দিয়ে বিষয়গুলোকে ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম। এরপরে একই পেনের সাহায্যে একটি রাস্তা মতো তৈরি করেছিলাম এবং আশেপাশে কিছু গাছগাছালি এঁকে দিয়ে জঙ্গলের পরিবেশ মতো তৈরি করেছিলাম।

❖চতুর্থ ধাপে গাছের ফাঁক দিয়ে কালার করে আকাশের মতো দৃশ্য দেখিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে কিছু মেঘের মতো দৃশ্যে কালার দিয়ে একটি গাছে সম্পূর্ণ কালার করে দিয়েছিলাম।

❖ষষ্ঠ ধাপে বাকি থাকা সমস্ত গাছে সম্পূর্ণ কালার করে দিয়েছিলাম।

❖সপ্তম ধাপে রাস্তার উভয় পাশে কালার দিয়ে ঘাসের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম।

❖অষ্টম ধাপে যে লোকটিকে এঁকেছিলাম তাকে সম্পূর্ণভাবে কালার করে দিয়েছিলাম।

❖নবম ধাপে বড়ো বড়ো কিছু ঘাস এঁকেছিলাম তাতে কালার করে দিয়েছিলাম।

❖দশম ধাপে রাস্তাটিতে সম্পূর্ণ কালার করে দিয়েছিলাম।

❖একাদশ ধাপে নেকড়েটিকে সম্পূর্ণ কালার করে দিয়েছিলাম এবং এখানেই অঙ্কন শেষ করেছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

দাদা আপনার চিত্রাংকন যত দেখি ততই ভালো লাগে। আপনি একদম হুবহু চিত্র অঙ্কন করেন। আজকের এই চিত্রটি আমার খুবই ভালো লেগেছে। জঙ্গলের মধ্যে একটি নেকড়ে একটি মানুষকে আক্রমণ করছে। এই দৃশ্যটি আপনি ফুটিয়ে তুলেছেন। আসলে এই দৃশ্যটি চিত্রাংকন হলেও এটি বাস্তব চিত্র অংকন। জঙ্গলের মধ্যে এরকম ঘটনা ঘটে থাকে। সত্যিই এই চিত্রটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 
মুভি দেখে নিজের কল্পনায় অসাধারণ একটি মানুষ এবং নেকড়ের চিত্রাঙ্কন আপনার মাধ্যমে দেখতে পেলাম দাদা।আসলে আপনার চিত্রাঙ্কনগুলো আমার কাছে খুবই ভালো লাগে।দেখেতে অনেকটা অরজিনাল মনে হয়।আর এই চিত্রটি দেখেও মনে হচ্ছে যেন সত্যি সত্যি নেকড়েটি একটি মানুষকে আক্রমন করছে।ধন্যবাদ দাদা, এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
 2 years ago 

বেশ ভালোই তো মুভি দেখে তারপর নিজের মত করে একেঁ নিয়েছেন। দাদা তা ছেলেটা কি বাঁচতে পেরেছে নেকড়ের হাত থেকে😜😜।দাদা আপনার আর্ট এ খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।কালার করাতে বেশ সুন্দর লাগছে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

মুভির দৃশ্য অবলম্বন করে আপনি দারুণ একটি চিত্রাঙ্কন করেছেন। সত্যিই আপনার আর্টটি খুব সুন্দর হয়েছে। দারুন ভাবে আর্টটি ফুটিয়ে তুলেছেন। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই সুন্দর আর্ট করার প্রসেস টা ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

আক্রমণাত্মক নেকড়ে একটি লোকের উপর হামলা করছে তার দৃশ্যটি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। কিছুদিন আগে আপনি একটা মুভি দেখেছিলেন সেখান থেকে এই দৃশ্যটি দেখে এঁকে ফেলেছেন দেখছি।দৃশ্যটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। এভাবে আর্টের মাধ্যমে এরকম একটি বিষয় বুঝিয়ে আর্ট করলে কিন্তু বেশ আকর্ষণীয় লাগে দেখতে।

 2 years ago 

দেখেই বুঝতে পারছি এই আর্টটি করতে আপনার অনেক সময়ের প্রয়োজন হয়েছে।এমনিতে এরকম আর্টগুলো করতে কিন্তু অনেক সময়ের ধৈর্যের এবং দক্ষতার প্রয়োজন হয়।একটা নেকড়ে মানুষজন দের উপরে হামলা করে মেরে ফেলে এরকম একটি মুভি দেখে আপনি আজকের এই আর্ট করেছেন এটা জেনে ভালো লাগলো সম্পূর্ণ আর্ট কিন্তু খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। এরকম ক্রিয়েটিভিটি চিত্রগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল। আমি তো চোখ ফেরাতে পারছিলাম না আপনার আর্ট দেখে।

 2 years ago 

মুভি দেখে নিজের মধ্যে কল্পনায় এনে বাস্তবে রূপ দিয়েছেন একটি মানুষ এবং নেকড়ে চিত্রের মাধ্যমে।। অনেক ভালো লাগলো দাদা ইউনিক এবং ক্রিয়েটিভিটি চিত্র দেখে।। মুভি দেখে চিত্রটি প্রস্তুত করেছেন জানতে পেরে খুবই ভালো লাগলো।। ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 2 years ago 

দাদা আপনি আজ কেমন আছেন? আশাকরি কিছুটা ভালো আছেন।খুব শীঘ্রই সেরে সুস্থ হয়ে উঠবেন এমনটাই আশাকরি।
আপনি মুভিতে দেখে সেই কল্পনা করে আজ অংকনটি করলেন।আপনি সব সময় খুব সুন্দর আঁকেন। আপনার আঁকা দেখে জীবন্ত লাগছে বিষয়টি। আপনি খুব সুন্দরভাবে তুলে ধরতে পেরেছেন। কালার কম্বিনেশন ও দারুন হয়েছে। দেখে মনে হচ্ছে সত্যি রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে আর নেকড়ে তার উপর লাফিয়ে পরেছে।আঁকাতে এতো সুন্দর ভাবে ফুটিয়ে তোলা খুব কঠিন বিষয়। কিন্তু আপনি তাতে সফল হয়েছেন।অনেক ভাল লাগলো দাদা।অংকনটি প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে ধরার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 2 years ago 

মাস খানেক আগে বরুণ ধাওয়ানের একটি মুভি দেখে এসেছিলাম, আমি সেই মুভিতে এরকম দৃশ্য দেখার সুযোগ পেয়েছিলাম। অংকন করা চিত্রটি জাস্ট অসাধারণ লাগছে । এই ধরনের আর্ট করতে অনেকটা সময় লাগে এটা ঠিক। যাই হোক ওভারল বলবো অনেক সুন্দর করে আর্ট টি করেছেন এবং গুছিয়ে উপস্থাপন করেছেন।

 2 years ago 

দাদা আপনার আর্টের প্রশংসা করে তো শেষ করা যাবে না। যে কোন আর্টই আপনি এমন ভাবে উপস্থাপন করেন যেন দেখলে মনে হয় সত্যি সত্যি দেখতেছি। মুভিতে যেভাবে নেকড়ের আক্রমন দেখলেন পেন্সিলের মাধ্যমে সেভাবে উপস্থাপন করে ফেললেন। চিত্রটি অসাধারন হয়েছে ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61342.71
ETH 2389.65
USDT 1.00
SBD 2.56