ব্যাকটেরিওফাজ সম্পর্কে সংক্ষেপে আলোচনা

in আমার বাংলা ব্লগ3 years ago


image source: pixabay

আজকে আমি ব্যাকটেরিওফাজ সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করবো।

ব্যাকটেরিওফাজ হলো ব্যাকটেরিয়ার কোষগুলোর বিদারণ ঘটার ফলে অপত্য ভাইরাসরূপে নির্গত হওয়া। মূলত ভাইরাস অনেকগুলো শ্রেণীর ন্যায় বিভিক্ত থাকে এবং এর মধ্যে একটি শ্রেণীর ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে থাকে। ব্যাকটেরিয়াকে আক্রমণ করে পোষক দেহের মধ্যে তারা প্রজননের কার্য করে থাকে।

ব্যাকটেরিওফাজটির দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে এর দেহ সম্পূর্ণ ব্যাঙাচি আকৃতির ন্যায় দেখতে হয়ে থাকে এবং এটি মস্তক ও পুচ্ছের দ্বারা বিভেদিত হয়ে থাকে। ব্যাকটেরিওফাজ এর দেহে একধরণের প্রোটিন নির্মিত আবরণ থাকে যেটিকে সাধারণ অর্থে ক্যাপসিড বলা হয়ে থাকে। এই ক্যাসিড এর মধ্যে আবার ক্যাপসোমিয়ার অংশ থাকে এবং এগুলো অনেকগুলো সংখ্যায় গঠিত হয়ে থাকে। এছাড়া এই ব্যাকটেরিওফাজ এর মস্তকে যে অণুগুলো থাকে সেগুলো কুন্ডলীকৃত মতো থাকে।

ব্যাকটেরিওফাজ এর মস্তকের বাইরের দিকে দেখলে দেখা যাচ্ছে যে মস্তকটি ছয়টি বাহুর মতো। আর পুরো ব্যাকটেরিওফাজটিকে যদি আমরা জ্যামিতিক দৃষ্টিতে দেখি তাহলে এর প্রত্যেকটি সমবাহু ত্রিভুজের মতো দেখতে লাগে। এছাড়া এই ব্যাকটেরিওফাজ এর মস্তকের একেবারে ঠিক নিচে একধরণের চাকতির মতো অংশ দেখা যাচ্ছে যেটি একধরণের প্রোটিন দ্বারা গঠিত । এই স্থানটিতে আবার একধরণের সূত্রাকার গঠনও লক্ষ্য করা যায়।

এছাড়া এই ব্যাকটেরিওফাজ এর মস্তকের নিচে আরো একটি ফাঁপা নলাকার মতো অংশ থাকে যেটাকে গ্রীবানল হিসেবে ধরা হয়ে থাকে। এই গ্রীবানল এর উপরিভাগটি মূলত মস্তক এবং নিচের ভাগটি পুচ্ছনলের সঙ্গে যুক্ত করা থাকে। এই পুচ্ছনলটি কিছুটা ফাঁপা দণ্ডের মতো দেখতে হয় এবং এটিকে আবৃত করে পুচ্ছ আবরণী থাকে। এই পুচ্ছ আবরণীগুলো আবার অনেকগুলো বলয় দ্বারা গঠিত হয় এবং এর প্রত্যেকটি বলয় ক্যাপসোমিয়ার এর সমন্বয়ে হয়ে থাকে।

ব্যাকটেরিওফাজ এর দিকে খেয়াল করলে দেখা যাবে এদের পুচ্ছ অংশের নিচে ছয়খানা পদ থাকে এবং এদের প্রত্যেকটি পদে কিলাকাকার স্পাইক থাকে। এই কিলাকাকার স্পাইক এর দ্বারা ভাইরাসটি দাড়িয়ে থাকতে সক্ষম হয়ে থাকে।

ব্যাকটেরিওফাজ সম্পর্কে এই ছিল সংক্ষেপে কিছু আলোচনা। পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আলোচনা করবো।

শুভেচ্ছান্তে, @winkles


Discord Link: https://discord.gg/5aYe6e6nMW

Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

Sort:  
 3 years ago 

খুবই শিক্ষনীয় পোষ্ট করেছেন।ধন্যবাদ দাদা।

 3 years ago 

বিষয়টি পড়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক তর্থ নির্ভর পোস্ট। অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে।

 3 years ago 

বিষয়টি পড়ে বোঝার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, আমাদের মাঝে এত সুন্দর শিক্ষানীয় পোস্ট উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43