মা কালির চিত্র অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ, স্বাভাবিক আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

বেশ কিছুদিন বাদে আজকে আপনাদের সামনে একটি অঙ্কন নিয়ে হাজির হলাম। আজকে আমি "মা কালির" ছবি অঙ্কন করেছি। আর কিছুদিন বাদে কালি পুজো তাই ভেবে মা কালির চিত্র অঙ্কন করে ফেললাম। এই অঙ্কনটি করতে মোটামুটি একটু কষ্টসাধ্য হয়েছে, বিশেষ করে কালার করতে গিয়ে। এই অঙ্কনটি আমি দুইদিন ধরে সম্পন্ন করেছি। চিত্রটিতে মোটামুটি সবকিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে অঙ্কনটি।


☫উপকরণ:☫

আর্ট পেপার A4
বোর্ড
স্কেচ পেন্সিল
ব্ল্যাক পেন
কালার পেন্সিল
রাবার

এখন অঙ্কনের ধাপগুলো নিচে তুলে ধরবো---


☛প্রথম ধাপে আমি মাথা, চোখ, নাক,কান, মুখ, জিহ্বা, ত্রিনেত্র এবং মুকুট অঙ্কন করে নিয়েছিলাম। এরপর মাথার এক পাশে চাঁদের মতো দেখতে একটা শেপ তৈরি করে দিয়েছিলাম।

☛দ্বিতীয় ধাপে আমি গলা অঙ্কন করে সেখানে কিছু গহনা মতো দেখতে অঙ্কন করে দিয়েছিলাম। এরপর গলায় বড়ো করে একটা হার অঙ্কন করে দিয়েছিলাম যেটা অসুরদের মাথা দিয়ে তৈরি করা ছিল এইরকমটা বোঝাতে চেয়েছি।

☛তৃতীয় ধাপে আমি বডির শেপ তৈরি করলাম এবং দুটি হাত অঙ্কন করলাম যার একটি হাতে কাটা মস্তক আছে এবং অন্য হাতে একটি পাত্র মতো আছে যেটিতে মস্তক থেকে রক্তের ফোটা পড়ছে এইরকমটা অঙ্কন করে জাস্ট বোঝাতে চেয়েছি।

☛চতুর্থ ধাপে আরো দুটি হাত অঙ্কন করেছিলাম যার একটি হাতে খাঞ্জার মতো দেখতে অস্ত্র এবং অন্য হাতে ত্রিশূল অঙ্কন করেছিলাম ।

☛পঞ্চম ধাপে আমি দুটি পা অঙ্কন করে দিয়েছিলাম।

☛ষষ্ঠ ধাপে আমি চুলের একটা শেপ করে নিয়েছিলাম। এরপর কোমরে ঘন করে কয়েকটি হাত অঙ্কন করে দিয়েছিলাম।

☛সপ্তম ধাপে মা কালির পায়ের নিচে একটা সম্পূর্ণ শিবের চিত্র অঙ্কন করে দিয়েছিলাম। এরপর পেন দিয়ে হালকা করে মুকুটের উপর একটু ডিজাইন মতো করে দিয়েছিলাম।

☛অষ্টম ধাপে পেন আর পেন্সিলের কম্বিনেশনে চিত্রটিকে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম অর্থাৎ এখানে পেন্সিল দিয়ে অঙ্কন করা কিছু কিছু জায়গায় পেন এর কালী টেনে বিষয়টিকে আরো ফুটিয়ে তুলেছি।

☛নবম ধাপে চুলের কালারটা খুবই ঘন কালো করে দিয়েছিলাম। এরপর মুকুটটিতে কালার করে দিয়েছিলাম।

☛দশম ধাপে আমি গলায় মাথা দিয়ে তৈরি করা হারটিতে কালার করে ফুটিয়ে তুলেছিলাম।

☛একাদশ ধাপে মুখ কালো কালার করে দিয়েছিলাম এবং জিহ্বায় লাল কালার করে দিয়েছিলাম।

☛দ্বাদশ ধাপে বডি এবং চার হাতে কালো কালার করে দিয়েছিলাম। এরপর হাতের তালু এবং গহনা মতো দেখতে যেটা অঙ্কন করেছিলাম সেটাতে লাল কালার করে দিয়েছিলাম। হাতের পাত্রটিতে হালকা কালার দিয়েছিলাম।

☛ত্রয়োদশ ধাপে পা দুটিতে কালার করে দিয়েছিলাম এবং পায়ে গহনা মতো দেখতে সেটাতে হালকা হলুদাভ কালার দিয়েছিলাম। এরপর কোমরে তৈরি করা হাতগুলোতে কালার মতো করে দিয়েছিলাম। ত্রিশূলে লাল কালার করে দিয়েছিলাম। খাঞ্জার মতো দেখতে অস্ত্রটির মাথার দিকে সামান্য লাল কালার দিয়েছিলাম।

☛চতুর্দশ ধাপে এক হাতে ধরে রাখা মস্তকে কালার করে দিয়েছিলাম। এরপর শিবের মুখ, চুল, দুই হাত, হাফ বডি এবং গলায় পেঁচিয়ে থাকা সাপের গায়ে কালার করে রেখেছিলাম।

☛পঞ্চদশ ধাপে শিবের বাকি বডি কালার করে সম্পূর্ণ করেছিলাম। এরপর এক হাতের মস্তক থেকে অন্য হাতের পাত্র অব্দি লাল লাল ফোঁটা মতো দিয়েছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles

______

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাই আপনার ড্রয়িং দেখে তো দিন দিন অবাক হচ্ছি, চট জলদি মিষ্টি খাওয়ান। আমরা প্রশংসা করছি বলেই ড্রয়িং দিন দিন সুন্দর হচ্ছে, হি হি হি।

না খুব সুন্দর ড্রয়িং করেছেন, তবে আপনি কিন্তু অন্যদের ফলো করছেন না একদমই, কারন তারা তো কান, গলা, পেট এসব দিয়ে শুরু করা ড্রয়িং, হা হা হা।

 3 years ago 

চট জলদি মিষ্টি খাওয়ান।

আপনাদের জন্য মিষ্টি রেডি, শুধু আসার পালা 😁

আমরা প্রশংসা করছি বলেই ড্রয়িং দিন দিন সুন্দর হচ্ছে, হি হি হি

😃

তবে আপনি কিন্তু অন্যদের ফলো করছেন না একদমই, কারন তারা তো কান, গলা, পেট এসব দিয়ে শুরু করা ড্রয়িং,

এইটা কিন্তু বেশ মজার কথা বললেন একটা। শুনে মনে একটু মিসকি হাসি পেলো😁।

দাদা অনেক সুন্দর হয়েছে মা কালির ছবি, দিন যাচ্ছে আরো ভালো আর্ট করছেন দাদা।

শুভকামনা রইলো দাদা💓💓💓💓

 3 years ago 

ধন্যবাদ আপনার যথাযথ মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

জয় মা! মুন্ডমালিনী মা প্রণাম।

ছবিটা বাধিয়ে নাও। দারুন হয়েছে।। 🙏🏾

 3 years ago 

আলাদা করে একটা বড়ো আর্ট পেপারে তৈরি করে বাঁধিয়ে নেবো কিছুদিন বাদে।

 3 years ago 

আর্ট বিষয়ে আমার জ্ঞান খুবই অল্প।তবে আপনার এই নিখুত কাজ টি দেখে খুবই ভালো লাগলো খুব দক্ষতা এবং পরিশ্রম করে একেছেন দাদা খুব সুন্দর আকা হয়েছে।

দারুন ভাবে চিত্রটি আকানোর ধাপ উপস্থাপন করেছেন।সব মিলিয়ে দারুন।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রশংসা সহিত মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমি আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম দাদা। আপনি খুব দক্ষতার সাথে আপনার এই চিত্রটি অঙ্কন করেছেন। আপনি খুব সুন্দর ভাবে আপনার মা কালির চিত্রটি ফুটিয়ে তুলেছেন।প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এক কথায় বলতে গেলে আপনার হাতে জাদু হয়েছে দাদা। আশা করি আগামীতে আরও সুন্দর সুন্দর আর্ট আপনার থেকে দেখতে পাবো। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ অতি সুন্দর মন্তব্য করার জন্য। অবশ্যই পরবর্তীতে আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করবো।

 3 years ago 

আপনি মা কালীর অসাধারণ চিত্র অংকন করেছেন। আপনার হাতে সেতুটি অসাধারণ ফুটেছে। এবং আপনার পরিশ্রম বৃথা যায়নি। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। এবং আমাদের সাথে এত সুন্দর চিত্র অংকন টি শেয়ার করায় আপনার প্রতি শুভেচ্ছা রইলো ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার যথাযথ মন্তব্য তুলে ধরার জন্য।

 3 years ago 

দাদা আপনি খুব সুন্দর ভাবে মা কালীর চিত্র অঙ্কন করেছেন। দাদা আপনি খুব সুন্দর আর্ট করেন। আপনার আর্টের প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই দক্ষতার সাথে নিপুণভাবে মা কালীর চিত্রটি অঙ্কন করেছেন। খুব সুন্দর হয়েছে দাদা। শুভকামনা রইল আপনার জন্য দাদা।

 3 years ago 

আমি অঙ্কন করার সময় বিষয়গুলোকে একটু বাস্তবমুখী চিন্তা করি এবং মনের তালে আর হাতের টানে সেটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

জি দাদা আপনার অংকন গুলো দেখলেই বোঝা যায়। ধন্যবাদ দাদা।

 3 years ago 

এমন মারাত্মক ছবি অঙ্কন করেছেন যা দেখে রীতিমতো সবাই অবাক হয়ে যাবে । বিশেষ করে আপনার কালার কম্বিনেশন টা দেখে মনে হয় এটা কোন একটি কম্পিউটার থেকে প্রিন্ট করা ছবি। সত্যি প্রশংসা পাওয়ার মত একটি ছবি অংকন ছিল।

 3 years ago 

এই কালার করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, অনেক সময় লেগেছিলো সব ঠিকঠাক কালার দিতে । আর আপনাকে উত্তম প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সত্যিকারঅর্থে আপনার অংকন খুব অসাধারণ হয়েছে। আপনার অঙ্কনের হাত খুব সুন্দর। আমি আশা করি আপনি আমাদের ভালো ভালো অংকন উপহার দিবেন। আপনার অংকনের অপেক্ষায় রইলাম

 3 years ago 

অবশ্যই সামনে আরো ভালো কিছু অঙ্কন তুলে ধরার চেষ্টা করবো। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

জয় মা কালি!
অও,আমি অবাক দাদা ।এত নিখুঁত ও নিপুনতার সঙ্গে আপনি মাকে অঙ্কন করেছেন।এটি অনেক সময়সাপেক্ষ।খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 66338.04
ETH 3306.77
USDT 1.00
SBD 2.69