একটি সম্পূর্ণ পেঁপে গাছের চিত্র অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক ( Benificiary 10% @shy-fox )

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ বহুদিন বাদে অঙ্কন করলাম। আসলে আজকাল খুব ব্যস্ত থাকার ফলে অঙ্কন করার সময় হয়ে ওঠে না। যাইহোক আজ একটু সময় পেয়ে অঙ্কন নিয়ে বসলাম। আজ আমি প্রাকৃতিক বিষয়ে চিন্তাভাবনা করে কিছু অঙ্কন করার কথা ভাবলাম। তাই আজকে আমি পেঁপে গাছের চিত্র অঙ্কন করলাম, এই চিত্রটি আমি একদম পুরোপুরি অরিজিনাল পেঁপে গাছের মতো দেখতে অঙ্কন করলাম। আপনারাই বলবেন যে দেখতে কেমন হলো।



✴উপকরণ:✴

A4 কাগজ
বোর্ড
স্কেচ পেন্সিল
রাবার
বিভিন্ন কালার

এখন অঙ্কন করার ধাপগুলো নিচে তুলে ধরলাম--


☛প্রথম ধাপে কিছু পেঁপে ফল অঙ্কন করে নিলাম।

☛দ্বিতীয় ধাপে গাছটা অঙ্কন করে নিলাম।

☛তৃতীয় ধাপে আমি একটি ডাল দিয়ে পেঁপে গাছের পাতা অঙ্কন করলাম।

☛চতুর্থ ধাপে আরো একটি ডাল দিয়ে পাতা অঙ্কন করে নিলাম।

☛পঞ্চম ধাপে আমি তৃতীয় ডাল এঁকে পাতা অঙ্কন করলাম।

☛ষষ্ঠ ধাপে আমি আরো চারটি ডালে পাতা অঙ্কন করে নিলাম।

☛সপ্তম ধাপে আমি আরেকটি ডালে অর্থাৎ অষ্টম ডালে পাতা অঙ্কন করে নিলাম।

☛অষ্টম ধাপে সর্বশেষ ডালে পাতা অঙ্কন করে একটা সম্পূর্ণ পেঁপে গাছের পাতা অঙ্কন করে নিলাম ।

☛নবম ধাপে কালার দিয়ে এক সাইডে কিছু পেঁপে সবুজ এবং কিছু হলুদ রং দিয়েছি অর্থাৎ এখানে কিছু কাঁচা পেঁপে এবং কিছু পাকা পেঁপে বোঝাতে চেয়েছি।

☛দশম ধাপে একইভাবে বাকি পেঁপে গুলোতে কালার করে নিয়েছি।

☛একাদশ ধাপে পেঁপে গাছের একটি ডালে পাতা হলুদ রং করেছি এবং বাকি দুটিতে সবুজ রং করেছি অর্থাৎ এখানেও একটি ডালে পাতা হলুদ হয়ে পড়ে যাওয়ার মতো এসেছে এবং বাকি দুটি সতেজ আছে বোঝাতে চেয়েছি।

☛দ্বাদশ ধাপে আরো কিছু পাতায় সবুজ কালার করে নিয়েছি।

☛ত্রয়োদশ ধাপে লাস্ট দুটি পাতায় হলুদ কালার করে নিয়েছি।

☛চতুর্দশ ধাপে পেঁপে গাছের গায়ে যেমন কালার থাকে তেমনটা দিয়েছি।

☛পঞ্চদশ অর্থাৎ সর্বশেষ ধাপে গাছের শিকড় অঙ্কন করে দিয়েছি এবং মাটির মতো দেখতে করে দিয়েছি যেখানে শিকড়গুলো মাটির মধ্যে আছে।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Discord Link: https://discord.gg/5aYe6e6nMW

Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

Sort:  
 3 years ago 

যাক, বেশী লম্বা গাছ না। মাটিতে দাড়িয়েই পেপে পেড়ে নেয়া যাবে :)

খুবই সুন্দর চিত্রকর্ম ভাই।

 3 years ago 

হ্যাঁ, আপনাদের সুবিধার জন্য হাইব্রিড জাতের এঁকে দিয়েছি যাতে বেশি উঁচু না হয়। ফলে আপনি এখন সব পেড়ে নিতে পারেন😀।

 3 years ago 

আপনার আঁকাগুলি আশ্চর্যজনক এবং এত নিখুঁত, এবং উপায়গুলি বোঝা খুব সহজ।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ
🥰🥰

 3 years ago 

হ্যাঁ আমি অঙ্কনগুলো একটু সহজভাবে দেওয়ার চেষ্টা করি যাতে স্টেপগুলো বুঝতে সহজ হয়। আপনি বুঝতে পেরেছেন এটাই অনেক। যাইহোক ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 3 years ago 

হ্যাঁ, এই ধাপগুলি আমার জন্য আমার পক্ষে বোঝা খুব সহজ, ধন্যবাদ

 3 years ago 

বাহ দাদা দেখতে খুব সুন্দর চিত্র অঙ্কন করতে পারেন।পেঁপে গাছের চিত্র সুন্দর হয়েছে। অনেক গুলো পেপে পেকে গিয়েছে ওগুলো পেরে ফেলেন।

 3 years ago 

আপনি পেড়ে নিয়ে যান সবগুলো।😀

 3 years ago 

🙂🙂🙂

বাহ, আপনি এটি পুরোপুরি আঁকেন.

 3 years ago 

খুব সুন্দর হয়েছে অঙ্কন।পেঁপে গাছের পাকা পেঁপে দেখে খেতে ইচ্ছে করছে।কতদিন পাকা পেঁপে খাওয়া হয় না।ধন্যবাদ দাদা।

 3 years ago 

এই গাছের থেকে তাহলে কিছু পাকা পেঁপে ছিড়ে নিয়ে যাও।

দাদা আপনের পেঁপে গাছ অংকন করাটা খুবই সুন্দর হয়েছে। পেঁপে গাছের পাতাগুলো দেখে মনে হচ্ছে বাস্তবের পাতাগুলো। অসাধারণ দাদা,শুভ কামনা রইল।

 3 years ago 

হ্যাঁ, ওগুলো একটু বাস্তবতার মতো করার চেষ্টা করেছি চিন্তাভাবনা করে । যাইহোক আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া একটু ভয় নিয়ে কমেন্ট টা করছি ভুল হলে ছোট বাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনার ছবি অংকন টা সত্যিই অসাধারণ হয়েছে তবে পেঁপের ছবিগুলো একটু যদি স্পষ্ট হতো তাহলে হয়তো বা ছবিটা আরো সুন্দর হতো আর একটা ব্যাপার একটু অ্যাড করে আমরা অনেক সময় একটা ভুল করি কারো যদি কোন ভুল থাকে সেটা তাকে বলি না কিন্তু আমাদের উচিত সেটা বলা যদি আমরা না বলি তাহলে সে হয়তো বা সবসময় সেই ভুলটা করেই যাবে যদিও আপনার এটা কোন ভুল না তবে আমি এ প্রেক্ষিতে একটু বলে ফেললাম ভুল হলে আবারও বললাম ভাইয়া ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

 3 years ago (edited)

পেঁপের ছবি ঠিক ছিল তবে কালার করার সময় একটু এদিকে ওদিকে হয়ে গেছে। এইজন্য ঐরকমটা দেখাছে। ওটা একটু অসাবধানতার বসে হয়েছে। এটা নর্মাল বিষয়।

 3 years ago 

দাদা ছবিটি দুর্দান্ত হয়েছে। প্রথমে যখন আকা শুরু করলেন তখন মনে হয়নি এতো সুন্দর হবে। কিন্তু যখন রং করা শেষ হলো তখন পুরো ছবির চেহারা পালটে গেলো। বোঝা যাচ্ছে আপনি একজন ভালো আঁকিয়ে।

 3 years ago (edited)

এইজন্য কোথায় বলে যে প্রথমে অল্প দেখে কোনো কিছু বিচার করা উচিত নয়। আসলে আমি বিষয়টিকে একটু অরিজিনাল পেঁপে গাছের চেহারায় আনার চেষ্টা করেছি। যাইহোক আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার পেঁপে গাছটি।কাঁচা পাকা পেঁপে ধরে আছে দেখে খুবই ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ, একটু কাঁচা পাকা পেঁপে দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করলাম।

 3 years ago (edited)

অনেক সুন্দর হয়েছে চিত্র টি ভাই। বাস্তবের সাথে মিলে গেছে অনেকটাই।

 3 years ago 

ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমি বিষয়টিকে এইরকম ভাবেই তুলে ধরার চেষ্টা করেছি বাস্তবতার সাথে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64071.08
ETH 2763.75
USDT 1.00
SBD 2.66