একটি সুন্দর বিকালে কাটানো কিছু মুহূর্ত ( Benificiary 10% @shy-fox )

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles


What3words Location: https://w3w.co/resorting.develop.mixers

গতকাল সোমবার বিকালে প্রকৃতির মাঝে কিছুক্ষন সময় কাটিয়ে আসলাম। এটি একটি গ্রামের মধ্যে অবস্থিত। আমি আগেও অনেকবার এই গ্রামটিতে গিয়েছি। এই গ্রামটি হলো খড়িবাড়ি, তবে এই জায়গাটি খড়িবাড়ির রাস্তা থেকে একটু দূরে বাজারের লাইনে অবস্থিত। আজকে এদিকে আমার এমনি যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তবে একটা বিশেষ কারণে যেতে হলো।

মূলত আমার কিছু পুরানো বন্ধুরা এই লাইনের দিকে থাকে এবং তাদের সাথে আমার এখনো প্রায় কথা হয়। এর মধ্যে শুভ নামে একজনের বাড়ি এই জায়গাটির কাছাকাছি অবস্থিত। আজকে এই বন্ধুটির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল এবং সেই উদ্দেশ্যে যাওয়া লাগলো আর কি। সে আমাকে রাতেই বলে রেখেছিলো পরেরদিন সকালে চলে যেতে এবং আমি ঠিক আছে বলে তো দিলাম ঐসময়, কিন্তু সকালে উঠে আর ইচ্ছা হচ্ছিলো না।

সকালে ভাবছিলাম অতদূর আবার যাবো এই গরমের মধ্যে এই নিয়ে তনোমোনো করছি আর তার মধ্যে আবার ফোন করে বসলো। কি আর করার এইবার আর রক্ষা নেই, ফোন ধরেতো আর নাও বলতে পারবো না কারণ একবার যাবো বলে ফেলেছি। তারপর ফোনে তাকে জানিয়ে দিলাম যে ঠিক আছে আমার হাতে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে বেরোবো। হাতের কিছু কাজ দুপুরের মধ্যে শেষ করে রেখেছিলাম এবং স্নান করে সেদিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম।

তবে আমি আরো দেরি করে বেড়িয়েছি ইচ্ছা করে কারণ জানি লোকজন হবে মোটামুটি ভালোই। আমি দুপুর ২ টার দিকে বেরিয়ে আস্তে আস্তে যেতে লাগলাম এবং যেতে যেতে ঘন্টা দেড় পার করে দিয়েছি। এর মধ্যে সেখানে অনুষ্ঠানও শেষ হয়ে গেছে, বন্ধুটি একটু রাগ করলো এবং আমি তাকে একটু কাজের দোহাই দিয়ে কাটিয়ে দিলাম। কারণ এখন নিজের সাবধানে নিজেকে যতটা সাবধানে রাখা যায়, ফলে এই পরিস্থিতিতে বন্ধুকে দেওয়া কথাটাও রাখা হলো আর সেই সাথে নিজের সুরক্ষাটাও।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles


What3words Location: https://w3w.co/resorting.develop.mixers

যাইহোক এরপর তার বাড়িতে ঘন্টাখানিকের মতো বসে থেকে রেস্ট নিলাম এবং সামান্য কিছু অনুষ্ঠানের ফলমূল খেয়ে নিলাম। এরপর বন্ধুটি অনুষ্ঠানের জায়গাটা মোটামুটি গুছিয়ে একটু রেস্ট নিলো এবং এরপর আমাকে গ্রামের একটি সুন্দর জায়গায় ঘোরাতে নিয়ে গেলো। সেখানে আজকের বিকালের পরিবেশটা বেশ চমৎকার ছিল এবং সেই সাথে আবহাওয়াটা বেশ চনমনে ছিল।

বিকালে বেশ ভালোই প্রাকৃতিক হাওয়া বইছিলো, আমরা অনেক সময় কথার ছলে যেটা বলে বসি আর কি যে ঝড়ের বেগে হাওয়া হচ্ছে , বিষয়টা ঠিক এইরকমই ছিল বিকালে । এখানে অনেক দূরের থেকেও সবাই আসে বিকালের এই সুন্দর মলিন পরিবেশের মধ্যে সময় কাটাতে। সেখানে আমার সামনে কিছু দৃশ্যপট ভালো লাগে যার মধ্যে একটি হলো গরুগুলোর একসাথে ঘাস খাওয়ার দৃশ্যগুলো এবং অন্যটি হলো ঘন্টা বাজিয়ে আইসক্রিমওলার যাওয়ার দৃশ্যটা।

এই দৃশ্যটা আমাকে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, কারণ আগে আইসক্রিমওলা রাস্তা দিয়ে গেলেই আইসক্রিম না নিয়ে ছাড়তাম না, আইসক্রিম খেতাম খুব। ফলে গতকাল এই আইসক্রিম দেখে নিজেকে আর থামাতে পারলাম না, খেয়েই ছাড়লাম শেষ পর্যন্ত একটা ম্যাংগো এবং একটা চকোলেট আইসক্রিম । এরপর সন্ধ্যা নেমে আসতে লাগলো এবং আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তবে সন্ধ্যার সময় এখানে থাকলে আরো ভালো লাগে। যাইহোক আমি তাদের বাড়ির ভিতরে আর যাইনি, রাস্তার থেকে কথা বলে বাড়ির দিকে রওনা দিলাম এবং আসতে আসতে রাত ১০ টা বেজে গেলো।

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরারেডমি নোট ৭
ক্যাটাগরিফোটোগ্রাফি
লোকেশনখড়িবাড়ি বাজার
তারিখ০৬.০৯.২০২১

Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP


Community Page


amarbanglablog Discord Link || heroism Discord Link


Sort:  

দাদা অনেক সুন্দর একটি বিকালের প্রতিভা কাটিয়েছেন, অনেক ভালো লাগলো। তার সাথে ফটোগ্রাফি গুলো অতুলনীয়। শুভেচ্ছা রইল আপনার জন্য দাদা।

 3 years ago 

গতকাল বিকালের সময়টা খুব ভাল কেটেছে গ্রামের দিকে।

ফটোগ্রাফি গুলো অতুলনীয়।

ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

প্রকৃতি নিজস্ব মেজাজ আছে। তবুও তাঁর মেজাজে আমার অনুভূতি সিক্ত হয়ে আমরা খুব অনাবিল সুখ পাই। তাইতো মন ছুটে যাই প্রকৃতির কাছে ছুটতে। ধন্যবাদ ভাই

 3 years ago 

হ্যাঁ ঠিক বলেছো, গ্রামের প্রকৃতির কাছে মন ছুটে যেতে চায় বারে বারে কারন তার মধ্যে আছে একটা অন্যরকম শান্তি।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

শেষ পর্যন্ত বন্ধুর বাড়িতে গেলেন কিন্তু সেই দেরীতে। কিন্তু আপনার উদ্দেশ্য সঠিক ছিল এখন সময় ভালো না। নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। এবং আপনার কথাতেই বোঝা যাচ্ছে জায়গাটা ভালো ছিল বিকেলটা কাটানোর জন্য।।

 3 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন এখন নিজেকে নিজের বুদ্ধিতে সাবধান রাখতে হবে। আর জায়গাটা খুব ভাল ছিলো।

 3 years ago 

🙂🙂

আপনার রাস্তায় করা ফটোগ্রাফি গুলো সত্যিই অতুলনীয় হয়েছে।রাস্তা গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।আমার গ্রামের পাশে থাকা রাস্তা গুলো দিয়ে বিকেলে হাটাহাটি করি।সত্যিই বিকেলের আবহাওয়ায় হাটাহাটি করতে খুবই ভালো লাগে।

বিকালে বেশ ভালোই প্রাকৃতিক হাওয়া বইছিলো, আমরা অনেক সময় কথার ছলে যেটা বলে বসি আর কি যে ঝড়ের বেগে হাওয়া হচ্ছে , বিষয়টা ঠিক এইরকমই ছিল বিকালে ।

এরকম বাতাস থাকলে তো মনটাও আনন্দে ভরে যায়।তখন মনে হয় যদি রাস্তার পাশে একটি টং পেতে বসে থাকা যেত আহ্ কি আনন্দ☺️😍

ভাই আপনার পোস্টটি খুব গঠন মূলক ভাবে উপস্থাপন করেছেন।অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

 3 years ago 

শহরের দিকে সব হাওয়া দূষিত হয়ে যাছে দিন দিন। এইজন্য মাঝে মাঝে কাজের ফাঁকে চলে যাই গ্রামের দিকে কিছুক্ষণ সময় কাটানোর জন্য।

খুব ভালো ভাই💖

 3 years ago 

আমার ও ছোট বেলার কথা মনে পরে গেলো,রাস্তা দিয়ে আইসক্রিম গেলেই আব্বুর কাছে বায়না ধরতাম খাওয়ার জন্যে, কিনে না দিলে কান্না শুরৃ করতাম🤪

এই দৃশ্যটা আমাকে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, কারণ আগে আইসক্রিমওলা রাস্তা দিয়ে গেলেই আইসক্রিম না নিয়ে ছাড়তাম না, আইসক্রিম খেতাম খুব। ফলে গতকাল এই আইসক্রিম দেখে নিজেকে আর থামাতে পারলাম না

আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর এবং অনেক গোছালো ভাবে উপস্থাপন করেছেন দাদা🥰🥰

 3 years ago 

আইসক্রিম ভাল লাগে খেতে কিন্তু এখন আর সেভাবে খাওয়া হয় না। ঐ যখন বাইরে যাই তখন সামনে পেলে খাওয়া হয় আর কি।

 3 years ago Reveal Comment
 3 years ago 

দাদা আপনার কাটানো সময় গুলো আরো সুন্দরময় হয়ে উঠুক এটাই প্রার্থনা করি। আর আপনারা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল যার তুলনা করা যায় না। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ধন্যবাদ দাদা।

 3 years ago 

ধন্যবাদ জানাই আপনার মতামত পেশ করার জন্য । আপনার সময়গুলোও দারুন কাটুক।

ভাই বন্ধুর সাথে অনেক মজার কিছু সময় কাটিয়েছেন । পুরনো বন্ধুগুলো ভোলার মত নয়। তাই তারা কোনো কিছু বললে, না বলতে কেউ পারেনা যেমন আপনি।

আর আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

জীবনে কিছু কিছু বন্ধু থাকে তাদের ভোলা যায়না। স্কুল জীবনে কাটানো বন্ধুদের কথা মনে পড়ে যায়।

 3 years ago 

দাদা বেশ বুদ্ধি করে নিজের সুরক্ষার ব্যাপারটা খেয়াল রেখেছেন। আপনার কাছ থেকে ভালো একটা জিনিস শিখতে পারলাম। বন্ধুর মন রক্ষা করা হলো সুরক্ষিত ও থাকা হলো। ছবিগুলি খুবই চমৎকার হয়েছে। বোঝাই যাচ্ছে জায়গাটা অনেক সুন্দর। আপনি দেখি মাঝে মাঝে ভালোই ঘোরাফেরা করেন। বন্ধুদের সাথে আপনার সবসময় যোগাযোগ আছে। এটা খুবই ভালো। খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন পোস্টটা। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে এখন বর্তমান যে পরিস্থিতি তাতে নিজেকে নিজের বুদ্ধিতিতে সুরক্ষিত রাখতে হবে। আর আমাদের এদিকে করোনা টুকটাক করে আবার বাড়া শুরু করেছে। আর জায়গাটা এমনিতেই সুন্দর আর কালকের বিকালের আবহাওয়াটা দারুন ছিল। ফলে সব মিলিয়ে দারুন কেটেছে।

আসলেই সুন্দর। ছায়া ছায়া, কোলাহল থেকে দূরে।
ছবিগুলো দেখে ভাল লাগল।

 3 years ago 

শহরের কোলাহল থেকে দূরে গ্রামের মাঝেই গিয়ে নির্জনে নিরিবিলে সময় কাটানোর মধ্যে একটা অন্যরকম অনুভুতি থাকে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63464.16
ETH 3111.33
USDT 1.00
SBD 3.98