ভূমি শামুকের আলোকচিত্র
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
What3words Location: https://w3w.co/dressing.thing.scribbled
এগুলো হলো ভূমি শামুক।
শামুক সাধারণত বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। শামুকের প্রায় হাজার হাজার প্রজাতি আছে। শামুক পাওয়া যায়না এমন কোনো স্থান নেই, বিশ্বের প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। ভূমি শামুক ভূমিতে চলাচল করে থাকে। এছাড়া জলজ শামুক আছে যাদের শুধু জলে আবাসস্থল হয়ে থাকে।
এইরকম আরো বিভিন্ন প্রজাতির শামুক আছে যাদের আবাসস্থল ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এছাড়া শামুক চাষ করা হয়ে থাকে অনেক জায়গায় যেগুলো সাধারণত খাওয়ার উপযোগী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। শামুক বেশির ভাগ ক্ষেত্রে উদ্ভিজ্জ অঞ্চলে দেখা গিয়ে থাকে, কারণ উদ্ভিদের বিভিন্ন অংশ খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে।
Photo by @winkles
Photo by @winkles
What3words Location: https://w3w.co/dressing.thing.scribbled
শামুক প্রধানত উদ্ভিদের পাতা, ফলমূল এবং কান্ড ভক্ষণ করে থাকে। বিশেষ করে উদ্ভিদের পাতা এদের প্রিয় হয়ে থাকে। এইজন্য শামুক অনেক সময় গাছের বিভিন্ন পাতার উপরে দেখা যায়, গাছের বাকল বেয়েও উঠতে দেখা যায়। শামুক এর থেকে আরো অনেক বড়ো বড়ো হয়ে থাকে। শামুকের চোখ অনেক লম্বা হয়ে থাকে এবং পাতলা মতো।
এছাড়া এদের চোখের কান্ড বরাবর শেলগুলো সজ্জিত অবস্থায় থাকে। শামুক প্রজাতিগুলো একধরণের মোলাস্কা। শামুকের শেলগুলো আবার বাড়িতে পালিত হাঁসগুলোকে খাওয়ানোর কাজে হয়ে থাকে। শামুকের মধ্যে যত প্রজাতি আছে তার মধ্যে কিছু প্রজাতি মাংসাশী হয়ে থাকে। এর মধ্যে কিছু সামুদ্রিক শামুক থাকে যারা সমুদ্রের তলদেশে অবস্থিত মাছেদের শিকার করে থাকে।
শুভেচ্ছান্তে, @winkles
ক্যামেরা | রেডমি নোট ৭ |
---|---|
ক্যাটাগরি | ন্যাচার ফটোগ্রাফি |
টাইপ | শামুক |
লোকেশন | বারাসাত, মালঞ্চ রোড |
তারিখ | ১৪.০৮.২০২১ |
Discord Link: https://discord.gg/5aYe6e6nMW
Support @amarbanglablog by Delegation your Steem Power
100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
আলোকচিত্রগুলি খুব সুন্দর।ধন্যবাদ দাদা।
ধন্যবাদ।
আলোকচিত্র গুলো খুব পরিস্কার ভাবে ক্যামেরা বন্দি করেছেন । শুভেচ্ছা রোইল
দুর্দান্ত ছোট শামুক ফটোগ্রাফি এবং এটি যেভাবে গুলি করা হয়েছিল তা এত নিখুঁত ছিল।
ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকে স্বাগতম
🥰
খুব ভালো হয়েছে আলোকচিত্র গুলি
ধন্যবাদ।