ক্রসিং ওভার সম্পর্কে কিছু তথ্য
IMAGE SOURCE
আজকে ক্রসিং ওভার সম্পর্কে কিছু জানা যাক।
প্রথমে জানা যাক ক্রসিং ওভার কি?
ক্রোমোজোমের জীন সমন্বয় ভেঙে যাওয়ার ফলে যে রিকম্বিনেশন বা পুনর্যোজন হয় সেটিই হলো ক্রসিং ওভার। মূলত হোমোলোগাস নামক ক্রোমোজোমগুলি মিয়োসিস কোশ বিভাজনের সময়ে কোশের ভিতরে জোড় বেঁধে যায়, যার ফলস্বরূপ তাদের মধ্যে একটা অংশ বিনিময় ঘটে থাকে।
জীবের ক্ষেত্রে এই ক্রসিং ওভার গুরুত্ব ভূমিকা পালন করে থাকে । ক্রসিং ওভার জীবের বিভেদ সৃষ্টিতে বিশেষভাবে সাহায্য করে।
ক্রসিং ওভার আবার মিয়োসিস কোশ বিভাজন এর প্রথম বিভাজন দশায় প্রোফেজ ১ এর প্যাকিটিন উপদশায় ঘটে থাকে। এই ক্রসিং ওভারের মধ্যে কিছু কোশীয় ঘটনা ঘটে থাকে, যার মধ্যে কয়েকটি হলো-
- হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বন্ধন ঘটে থাকে জাইগোটিন উপদশায়।
- অংশ বিনিময় ঘটে থাকে প্যাকিটিন উপদশায়।
ক্রসিং ওভার ৩ প্রকারের হয়ে থাকে, যেমন-
- এক স্থানিক ক্রসিং ওভার।
- দ্বি স্থানিক ক্রসিং ওভার।
- বহুস্থানিক ক্রসিং ওভার।
ক্রসিং ওভার নিয়ন্ত্রক এর কয়েকটি শর্তাবলী থাকে যার মধ্যে কয়েকটি হলো--
- বেশি এবং কম তাপমাত্রায় ক্রসিং ওভারের হার বৃদ্ধি করে থাকে।
- ক্রোমোজোমের ওপর অবস্থানরত দুটি জিনের মধ্যে যদি দূরত্ব বেশি হয় তাহলে ক্রসিং ওভার ঘটে থাকে।
- পুরুষ ড্রোসোফিলার ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে না বললেও চলে একপ্রকার।
এখন ক্রসিং ওভারের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাক--
- প্যাকটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে থাকে।
- নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে থাকে।
- নন-সিস্টার ক্রোমাটিডের যেকোনো স্থানেই ক্রসিং ওভার ঘটতে পারে।
- একটি ক্রোমোজোমের উপর কতটা ক্রসিং ওভার ঘটবে সেটি সাধারণত তার দৌর্ঘ্যের উপরে নির্ভর করে থাকে।
এই ছিল ক্রসিং ওভার সম্পর্কে সংক্ষিপ্তসার। পরবর্তীতে আবার কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করবো।
শুভেচ্ছান্তে @winkles
ভালো লিখেছেন ভাইয়া এবং ভাল তথ্য দিয়েছেন ধন্যবাদ আপনাকে ।
পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক সুন্দর লিখেছেন ভাই
ধন্যবাদ।
ভাই লেখাটা ভাল হয়ছে।
আপনাকে ধন্যবাদ।