সোশ্যাল মিডিয়ার অপব্যবহার আমাদের ভুল!

আজকে আমি এসেছি আপনাদের সাথে একটি সাধারণ লেখা শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তাভাবনা আপনাদের কাছে পৌঁছানোই মূল লক্ষ্য। আশা করি আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে এই লেখাটিকে আরও সুন্দর করবেন। যদি কোথাও ভুল বলে থাকি, তাহলে অবশ্যই সংশোধন করবেন।

বর্তমানে “সোশ্যাল মিডিয়া” শব্দটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সকলে দিন শেষে একটু না একটু সময় ফেসবুক, ইউটিউব বা টিকটকে কাটাই। কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন আমরা সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে সীমার বাইরে নিয়ে যাই।

খেয়াল করলে দেখবেন, অনেকেই আজকাল ট্রল করা, গুজব ছড়ানো বা অন্যকে ছোট করে দেখানোকে বিনোদন মনে করে। অথচ সোশ্যাল মিডিয়া আমাদের জ্ঞান বাড়ানোর, নতুন কিছু শেখার, আর সঠিক তথ্য ছড়ানোর একটা শক্তিশালী মাধ্যম হতে পারত।

আমাদের ভুল ব্যাখ্যা আর অপব্যবহারের কারণেই এখন অনেক বয়স্ক মানুষ বা সচেতন মানুষ সোশ্যাল মিডিয়াকে বিরক্তিকর মনে করেন। অথচ দোষটা প্ল্যাটফর্মের নয়, দোষটা আমাদের। আমরা নিজেরাই যখন নেতিবাচক দিকগুলোকে নরমাল করে ফেলেছি, তখন থেকেই মানুষ সোশ্যাল মিডিয়াকে কটাক্ষ করতে শুরু করেছে।

আসলে সোশ্যাল মিডিয়া মানে গুজব ছড়ানো নয়, অন্যকে হেয় করা নয়। বরং এটা হওয়া উচিত ইতিবাচকতা ছড়ানোর এক অসাধারণ জায়গা। কিন্তু আমরাই যদি ভুল পথে চালাই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটাকে আর গুরুত্ব দেবে না। তাই দায় আমাদেরই, দোষ আমাদেরই।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.036
BTC 102333.04
ETH 3448.75
USDT 1.00
SBD 0.55